![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাজা উপত্যকার নিষ্পাপ ক্ষুধার্ত শিশুদের আহাজারি।
যারা আমাদের দেশে বাটা সু, কেএফসি, কোকাকোলার ব্যাবসা প্রতিষ্ঠান লুট করেছে তারা কি ২ টা টাকা অসহায় প্যালেষ্টানিদের পাঠিয়েছে?
গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি অবরোধ ও বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো অঞ্চলটি। প্রতিদিন সেখানে বোমার শব্দে কেঁপে ওঠে আকাশ, কাঁদে শিশু, আর স্তব্ধ হয়ে যায় মায়েদের বুক। খাবার, পানি, ওষুধ কিছুই নেই হাতে। শিশুরা দিনের পর দিন না খেয়ে কাটাচ্ছে, চেয়ে থাকে একটা শুকনো রুটির আশায়। ১২টি আন্তর্জাতিক সহায়তা সংস্থার নেতারা জানিয়েছেন, সেখানে একবেলার খাবারও জোটে না অনেকের। সম্পূর্ণ ভেঙে পড়েছে মানবিক সহায়তা ব্যবস্থা। ক্ষুধায় কাতর এক শিশুর চোখ যেন পুরো বিশ্বের প্রতি এক немmute আহ্বান“আমাদের বাঁচান।” এই অবর্ণনীয় দুঃখের দায় কার, আর মানবতার চোখ কখন খুলবে?
২| ২০ শে এপ্রিল, ২০২৫ সকাল ৯:২৬
কামাল১৮ বলেছেন: মানবতা সেখানে ভূলুন্ঠিত।বিশ্বের মানুষকে জেগে উঠতে হবে।সবার কাছে গ্রহনযোগ্য একটা সমাধান প্রয়োজন।
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০২৫ সকাল ৮:৪২
নাহল তরকারি বলেছেন: কিছু কিছু লোক বলবে, মুসলিম মরছে। ভালই তো হচ্ছে।