নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

সম্মান হারিয়ে বাঁচা, নাকি মাথা উঁচু রেখে মৃত্যুবরণ?

০১ লা আগস্ট, ২০২৫ রাত ৯:১৩

সম্মান হারিয়ে বাঁচা, নাকি মাথা উঁচু রেখে মৃত্যুবরণ?

আজকের বাংলাদেশে এমন অনেক রাজপথের কর্মী আছেন, যাঁরা কোনো অন্যায় করেননি, দলকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন, কিন্তু তবুও রাস্তায় ফেলে বেধড়ক মার খাচ্ছেন। মারছে কারা? যারা পদে আছে অর্থে-তোষামে-প্রশ্রয়ে। যারা কখনো মিছিল করেনি, ঝড়ের রাতে পতাকা বয়ে আনেনি তারাই এখন “সমন্বয়ক” নামের ছদ্মবেশে আদর্শবানদের উপর খড়্গহস্ত।
সত্য বলার অপরাধে ঘর ভাঙছে, সম্মান লুটছে, প্রাণের ভয়ে বাড়ি ছাড়তে হচ্ছে অনেককে। আর এসব হচ্ছে দলের নামেই। থানা শুনে না, নেতারা দেখেও না দেখার ভান করে।
এ যেন রাজনীতি নয়, এক ধরণের বিচারহীনতার উৎসব। যেখানে চেতনা নয়, সেখানে এখন চালু ‘কমিটি-ভিত্তিক ক্ষমতার চাঁদাবাজি’। যারা লড়েছে, তাদের স্থান দখল করে নিয়েছে মুখোশধারী সুবিধাবাদীরা।
প্রশ্ন একটাই এই কি সেই দল, যার কাঁধে দেশের ভবিষ্যৎ? এই কি সেই চেতনা, যার জন্য লাখো প্রাণ বিসর্জন দিয়েছিল?
সময় এসেছে জেগে ওঠার। সম্মানহানির এ যন্ত্রণা শুধু একজনের নয় এটা গোটা আদর্শের উপর আঘাত। আজ যদি সত্য বলা বন্ধ হয়ে যায়, কাল স্বাধীনতা টিকবে না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০২৫ রাত ৯:৫৯

রাসেল বলেছেন: বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নিঃস্বার্থভাবে ভালোবাসার কি কারণ দৃশ্যমান থাকতে পারে, জনাব ?

২| ০১ লা আগস্ট, ২০২৫ রাত ১০:০৭

আহমেদ জী এস বলেছেন: রাবব১৯৭




এদেশের মানুষের চেতনা একটা ই- যে ভাবে পারা যায় লুটেপুটে, মাথায় বাড়ি দিয়ে, নৈতিকতার পাছা মেরে সবাইকে পিছে ফেলে নিজেকে সবার আগে নিয়ে যাওয়ার দৌড়ে সামিল হওয়া!!!!!!!! :|
এসবই আমাদের জাতীয় চেতনা। জেগে ওঠার কোনও আলামত নেই!!!!!!!!!

৩| ০১ লা আগস্ট, ২০২৫ রাত ১০:২৪

কামাল১৮ বলেছেন: মাথা উঁচু করে বাঁচতে হবে।মৃত্যুতে কোন কৃতিত্ব নাই। যুদ্ধ করে স্বাধীনতা এনেছি,রক্ষার জন্য প্রয়োজনে আরেকবার যুদ্ধ করবো।

৪| ০১ লা আগস্ট, ২০২৫ রাত ১০:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: আপনারা কি শেখ হাসিনার সাথে কথা বলতে কাউয়া কাদের কে টেলিগেরামে টাকা দেন ? :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.