![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন অসাম্প্রদায়িক ঈশ্বরের খোঁজে।
ইশ্বর গুলো যেনো কেমন, সব ইশ্বর গুলোই পৃথিবীতে লোক সম্মুখে আসতে লজ্জা পায়। এতো ডাকাডাকি করি, কে শুনে কার কথা। হে ইশ্বরের দল তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ শুধু একটি বার তোমার অস্ত্বিত প্রমাণ করতে পৃথিবীতে আস, তুমি আর তোমাদের অস্ত্বিত প্রমাণ করতে পারছিনা । তোমার বা তোমাদের লেখা বই গুলো সে সময়ের গাল গল্প মনে হচ্ছে। অনেকে এটা নিয়ে ঠাট্টা মসকরা করে ।তোমাদের অস্ত্বিত নিয়ে বিদ্রোপ করে। আমার হাতে কোন জবাব দেয়ার বা বৈজ্ঞানিক প্রমান দেয়ার কোন কিছু থাকেনা। এখানকার মানুষ গুলোও খুবই স্মার্ট, বৈজ্ঞানিক প্রমান চায়। আমি বলি কি আর রাগ অভিমান না করে একবার অন্তত একবারের জন্য হলেও নেটিভিটি চার্চ, মক্কা মদিনা,মথুরা বৃন্ধাবনে ১০ মিনিটের জন্য একটা বক্তৃতা দাও । আমরা সারা বিশ্বের মানুষ নয়ন ভরে সৃষ্টিকর্তাকে দেখি। হে সৃষ্টিজগতেরমালিক বা মালিকেরা তোমাদের মধ্যে যদি কোন অসাম্প্রদায়িক ইশ্বর থাকে তবে তাকে পাঠানোর ব্যবস্থা করো। আমরা হিন্দু,মুসলিম,বৌদ্ধ, খৃষ্টান, শিখ, ইয়াহুদি,প্যাগান সবাই আর যুদ্ধ চাইনা। আমরা যুদ্ধ হানাহানি,ক্ষুধা, অশিক্ষা আর অজ্ঞতায় নিঃশেষ হয়ে যাচ্ছি। আমরা, প্যালেষ্টাইনে, ইয়েমেন, ইথিওপিয়া,আফগানিস্তান,পাকিস্তান,আফ্রিকার অনাহারী শিশুদের দিকে আর তাকাতে পারছিনা। আর সহ্য করতে পারছিনা যুদ্ধের বিভীষিকা। একজন অস্প্রদায়িক ইশ্বর খুবই প্রয়োজন,পৃথিবীকে সর্বোপরি মানব জাতিকে রক্ষা করতে। এতো সাম্প্রদায়িক ইশ্বরের মধ্যে একজন ঈশ্বর যদি অসাম্প্রদায়িক হতো তবে ধর্ম নিয়ে এতো হানাহানি হতো না।
২| ২৭ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:২৭
কামাল১৮ বলেছেন: থাকলেতো আসবে।যা নেই তাকে প্রমান করা যায় না।ঈশ্বর হলো মানুষের কল্পনায় সৃষ্ঠ।
৩| ২৭ শে আগস্ট, ২০২৫ রাত ৮:১৯
বিজন রয় বলেছেন: একজন অসাম্প্রদায়িক ঈশ্বরের খোঁজে।.......... বাংলাদেশে সম্ভব নয়।
৪| ২৮ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:২০
রাজীব নুর বলেছেন: ঈশ্বর আর আফিম একই জিনিস।
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৪৫
কিরকুট বলেছেন: ঈশ্বর কখনোই সাম্প্রদায়িক নয়।