|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আগুনের দিন শেষ হবে একদিন।
----------------------------------
আগুনের দিন শেষ হবে একদিন এটাই ইতিহাসের অমোঘ সত্য। যত রাতই দীর্ঘ হোক, ভোর আসবেই। আজ বাংলাদেশে ভয়, জুলুম, সন্ত্রাস, লুণ্ঠন সবকিছু দিয়ে এক অবৈধ সরকার মানুষের মুখ বন্ধ রাখতে চাইছে। ড. ইউনূসের তথাকথিত সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভিন্নমত দমন করছে, মামলার পর মামলা, জেল-জুলুম, বাড়িঘর লুট, নিরীহ মানুষকে ত্রাসের রাজ্যে ঠেলে দিচ্ছে। কিন্তু তারা ভুলে গেছে বাংলার মানুষ ভয় পায় না, মাথা নত করে না।
আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সৈনিক। আমাদের প্রতিটি রক্তকণায় আছে স্বাধীনতার স্পন্দন, মানবতার চেতনা, আর ন্যায়ের আহ্বান। আমরা একেকজন ফিনিক্স পাখি যে আগুনে পুড়ে আবার নতুন জীবন নিয়ে জেগে ওঠে। আমাদের ধ্বংস নেই, আমাদের পরাজয় নেই। কারণ আমরা জনগণের পাশে, সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে।
ইতিহাস সাক্ষী অন্যায় ও দমনপীড়নের রাজত্ব কখনো স্থায়ী হয়নি। যে শাসন জনগণের ইচ্ছার বিরুদ্ধে দাঁড়ায়, সে শাসনের পতন অনিবার্য। ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব কিংবা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সবখানেই দেখা গেছে, ন্যায়বিচার ও স্বাধীনতার শক্তি একদিন অন্যায়ের প্রাচীর ভেঙে দিয়েছে। আজও সেই দিন দূরে নয়।
ইউনূস সরকার আজ ভয় ছড়াচ্ছে, কারণ তার নিজেরই ভয় ক্ষমতা হারানোর ভয়, জনগণের রোষের ভয়, ইতিহাসের বিচারের ভয়। কিন্তু এই দেশের কোটি মানুষকে তারা কোথায় বন্দি করবে? এতো বড় জেলখানা কোথায় যেখানে বন্দি করা যাবে মানুষের বিবেক, বিশ্বাস ও মুক্তচিন্তাকে?
আমরা, সংখ্যালঘু বাচাও আন্দোলন, বাংলাদেশ, আজ এই শপথ নিচ্ছি
যতদিন অন্যায়ের আগুন জ্বলবে, ততদিন আমরা ন্যায়ের আলোর মশাল হাতে লড়ব।
যতদিন নিরীহ মানুষ নিপীড়িত হবে, ততদিন আমরা কণ্ঠ তুলব, প্রতিবাদ করব।
আমাদের ভয় নেই, কারণ আমরা জানি
অন্যায় যত প্রবলই হোক, ইতিহাস শেষ পর্যন্ত সত্যের পক্ষেই রায় দেয়।
আজ সময় এসেছে ভয় নয়, প্রতিবাদের।
আজ সময় এসেছে বঙ্গবন্ধুর ভাষায় বলতে
“দাবায় রাখতে পারবা না!”
আগুনের দিন শেষ হবে একদিন
আর সেই দিনই হবে বাংলার মাটিতে ন্যায়, সত্য আর গণমানুষের মুক্তির নতুন ভোর। 
সালাউদ্দিন রাব্বী
সভাপতি, সংখ্যালঘু বাচাও আন্দোলন, বাংলাদেশ
 ১০ টি
    	১০ টি    	 +১/-০
    	+১/-০২|  ১০ ই অক্টোবর, ২০২৫  রাত ১১:৫১
১০ ই অক্টোবর, ২০২৫  রাত ১১:৫১
জেনারেশন একাত্তর বলেছেন: 
আপনার পোষ্টগুলো আওয়ামী সম্পর্কে খারাপ ধারণা দেয়ার জন্য যথেষ্ঠ।
৩|  ১১ ই অক্টোবর, ২০২৫  রাত ১২:৫৯
১১ ই অক্টোবর, ২০২৫  রাত ১২:৫৯
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: দেখেন যা ভালো মনে করেন ।  
   
  
৪|  ১১ ই অক্টোবর, ২০২৫  সকাল ৮:৩১
১১ ই অক্টোবর, ২০২৫  সকাল ৮:৩১
সামছুল আলম কচি বলেছেন: সভাপতি, সংখ্যালঘু বাঁচাও আন্দোলন; কভারটা ভালোই নিয়েছে !!!! 
আয়না ঘর নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত ভিডিও প্রতিবেদনটি দেখেছেন ????? ঐ ভিডিও ক্লিপ দেখা ও তার কন্টেন্ট শোনার পর পলিটিক্যালি ব্লক হেডেড, শিশু, পাগল ও মস্তিস্ক বিকৃত মানুষ ছাড়া; এ পৃথিবীর কোনও সুস্থ্য, ক অক্ষর শিক্ষিত এবং অন্তত লতাপাতা দিয়ে লজ্জাস্থান ঢাকে- এমন কোনও ব্যক্তি; চোখের পানি ধরে রাখতে পারবে না, নিজেকে স্থির রাখতে পারবে না !!!! এ দেশে এমন রাজনীতিকে চিরদিনের জন্য মাটির পাঁকের গভীরে পুতে ফেলা উচিৎ !!! আয়না ঘর সৃষ্টির কারিগরেরা, নির্যাতনকারীরা বহু বহু জনম; সাধারন মানুষের মনে চরম ঘৃনিত হয়ে থাকবে !! ওদের এবং ওদের অনুসারীদের মুখে মানুষ থু-থু ছিটাবে !! এমন মানবতাহীন নির্মম অত্যাচার ও শত শত নিরপরাধ মানুষকে খুনের জন্য; ওদের সন্তানেরাও তাদের পিতাকে ঘৃণা করবে !!
কত জঘন্য রাজনীতি; কত ঘৃণ্য তাদের ফলোয়াররো !!!
৫|  ১১ ই অক্টোবর, ২০২৫  সকাল ১০:৫৪
১১ ই অক্টোবর, ২০২৫  সকাল ১০:৫৪
নূর আলম হিরণ বলেছেন: কচি সাহেব, যে ভিডিও এর কথা বলছেন এটা সিনামার মত করে বানানো হয়েছে। অনেক সিনেমা দেখলে চোখে পানি এসে যায়।
শেখ হাসিনার সময় এ ডিটার্স টেইল দেখেও অনেকের চোখে পানি এসেছে। তখন আপনাদের চোখে পানি আসেনি।
  ১৩ ই অক্টোবর, ২০২৫  রাত ১০:৫২
১৩ ই অক্টোবর, ২০২৫  রাত ১০:৫২
রাবব১৯৭১ বলেছেন: তোদের মতো গরু ছাগল দেশে আছে বলে দেশের এ অবস্থা! একটা প্রতিবেদন দেখা। কোন বালের ভিডিও? একটা প্রতিবেদন বা লিখা দেখা যাতে প্রমান হয় সেটা ঘর। শালা মিথ্যুকের দল।
৬|  ১১ ই অক্টোবর, ২০২৫  দুপুর ১২:৩৯
১১ ই অক্টোবর, ২০২৫  দুপুর ১২:৩৯
রাজীব নুর বলেছেন: বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামীলীগ দেশে ফিরবে।
৭|  ১১ ই অক্টোবর, ২০২৫  দুপুর ২:০৮
১১ ই অক্টোবর, ২০২৫  দুপুর ২:০৮
রাসেল বলেছেন: ব্লগার সামছুল আলম কচি এর সাথে সুর মিলিয়ে বলি--- কত জঘন্য রাজনীতি; কত ঘৃণ্য তাদের ফলোয়াররা
৮|  ১১ ই অক্টোবর, ২০২৫  বিকাল ৩:১৫
১১ ই অক্টোবর, ২০২৫  বিকাল ৩:১৫
গন্ধহীন বেলী ফুল বলেছেন: 
'লড়া' শব্দটা যুদ্ধের দামামা বাজায়। 
এইসব শব্দ পরিহার করে স্বাধীন, মুক্ত, শান্তির জীবনে ফিরে আসতে হবে।
৯|  ১৩ ই অক্টোবর, ২০২৫  দুপুর ১:০০
১৩ ই অক্টোবর, ২০২৫  দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
©somewhere in net ltd.
১| ১০ ই অক্টোবর, ২০২৫  রাত ১১:২১
১০ ই অক্টোবর, ২০২৫  রাত ১১:২১
সৈয়দ কুতুব বলেছেন: দেখেন যা ভালো মনে করেন ।