নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

দলকানা অন্ধ–দালালদের উদ্দেশে কিছু নির্মম সত্য।

২৬ শে নভেম্বর, ২০২৫ রাত ১০:৩৪

দলকানা অন্ধ–দালালদের উদ্দেশে কিছু নির্মম সত্য।
-------------------------------------------------
দেশে একদল আছে আতেল সাজা মতলববাজ, জন্মান্ধ দলকানা, সুযোগসন্ধানী নেতা-কানা।
যারা ১৬ মাসে নিজেদের বুড়া কাটাসের সুবিধা ছাড়া আর কিছুই দেখতে পান না।দেশে চুরি, ছেঁচামি, টাকা লোপাট, ট্যাক্স ফাঁকি, কোটি কোটি টাকার মওকুফ এসব তাদের চশমায় ধরা পড়ে না।
প্রতিদিন সংখ্যালঘুর জমি দখল হয় দেখতে পান না।
প্রতিদিন ধর্ষণ, গুম, খুন হয় তাদের কান-চোখে তালা ঝোলে।
আর তবু আপনারা সেই তথাকথিত “অমুক নবীসমতুল্য” বলে যার পূজা করেন—
সেই সুদখোর, গরিবের রক্তচোষা, ক্ষমতালোভী নেতার কোনো একটা ভাল কাজের দৃষ্টান্ত দেখাতে না পারলেও খারাপ কাজের পাহাড় তৈরি করে ফেলেছে।
আপনাদের সেই মহান নেতাদের  নারী কেলেঙ্কারি, ভিডিও-অডিও কাণ্ডকারখানা এখন শুধু দেশের নয়, বিদেশের বাজারেও হাসির খোরাক।
তবু আপনারা ১৭ বছরের জাবর কাটতেই ব্যস্ত!
১৭ বছর এত জঘন্য কাজ হয়েছে
তখন আপনারা নাকে তেল দিয়ে কোন সুখের ঘুম দিচ্ছিলেন?
তখন তো প্রতিবাদের ‘প’টিও করেননি!
আজ ক্ষমতার ঘি-মাখন আপনাদের মুখে উঠতেই হিতাহীত দিক হারা হয়ে গেছেন?
ছোট ছোট ছাত্রদের ভুল পথে নামিয়ে, তাদের রক্ত দিয়ে রাজনীতি করে
আজ আপনারা যে ক্ষমতার সুবাস পাচ্ছেন না,
সে ক্ষমতার মাখন এখন শুধু আপনাদের নেতার থালায়,
আর আপনাদের হাতে ধরিয়ে দিয়েছে খালি আঙুল চোষার কাজ।দেশের মানুষ ক্ষুধায় কাঁদছে,
বেকার, অসহায়, লাঞ্ছিত।
আর আপনারা দলকানা অন্ধ দালালরা ক্ষমতার ঘি খেতে পেরে শুধু ঢোক গিলতে গিলতে নেতা-ভজনা করে যাচ্ছেন!
এটাই আপনাদের চরিত্র।
এটাই আপনাদের বিবেক।এটাই আপনাদের রাজনীতি-
অন্ধ আনুগত্য, অশিক্ষা আর লজ্জাহীন দালালি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০২৫ রাত ১২:৪৪

আমি নই বলেছেন: ইসরাইলিদের একটা বহুল প্রচলিত সিস্টেম হচ্ছে অত্যাচার করতে করতে যখন অত্যাচারের শিকার মানুষরা প্রতিবাদ করে তখনই তারা ভিক্টিম প্লে শুরু করে।

নাহ, এমনি কেন জানি মনে হল কথাটা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.