![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্যামযমুনায় ঢেউ খেলেছে
রাধা তুমি কই?
গোপীর নাচন শ্যামের বাঁশী
যমুনাকূলে ওই।
ভাসো ভাসো তুমি রঙ্গে,
গোকূলে গোপীনিসঙ্গে।
হৃদ-মাঝারে শ্যামের বাঁশী
রাধা তোমায় ভালোবাসি,
তোমায় বিনা রাধা আমার
নিটোল চোখে জল।
ভাসো ভাসো তুমি রঙ্গে,
গোকূলে গোপীনিসঙ্গে।
দিবস গেল রাত্রি এল
চন্দ্র যে উজলা।
নীল যমুনায় বাতাস উতল
খ’সে পড়ে রাধার আচঁল ।
ভাসো ভাসো তুমি রঙ্গে,
গোকূলে গোপীনিসঙ্গে।
শ্যামযমুনায় ঢেউ খেলেছে
রাধা তুমি কই?
গোপীর নাচন শ্যামের বাঁশী
যমুনাকূলে ওই।
ভাসো ভাসো তুমি রঙ্গে,
গোকূলে গোপীনিসঙ্গে।
হৃদ-মাঝারে শ্যামের বাঁশী
রাধা তোমায় ভালোবাসি,
তোমায় বিনা রাধা আমার
নিটোল চোখে জল।
ভাসো ভাসো তুমি রঙ্গে,
গোকূলে গোপীনিসঙ্গে।
দিবস গেল রাত্রি এল
চন্দ্র যে উজলা।
নীল যমুনায় বাতাস উতল
খ’সে পড়ে রাধার আচঁল ।
ভাসো ভাসো তুমি রঙ্গে,
গোকূলে গোপীনিসঙ্গে।
২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৩
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন রাঁধা ইজ অন দা ড্যান্স ফ্লোর।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৭
দায়িত্ববান নাগরিক বলেছেন: ব্লগীয় রাধাকে দেখে প্রীত হলাম!
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৮
আশিক মাসুম বলেছেন: মাহমুদুল হাসান কায়রো বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন রাঁধা ইজ অন দা ড্যান্স ফ্লোর। )
)
)
কবিতা ভালা হইছে
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৫
আহসান২০২০ বলেছেন: রাধা আমার বাসায় হাড়ি-পাতিল মাজতাছে।
৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৯
সেই রাধা বলেছেন: সবাইকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
রাঁধা ইজ অন দা ড্যান্স ফ্লোর।