নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্টিগমা

রাফিন জয়

স্টিগমা

রাফিন জয় › বিস্তারিত পোস্টঃ

ডাণ্ডাবেড়ি বেঁধে নিয়ে যাওয়া হয় মায়ের চিতার সামনে!

২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৩৭


আজ দ্রোহের আগুন জ্বলছে দাউ দাউ করে! ফ্যাসিবাদী এই রাষ্ট্র থেকে আর যে কি কি দেখতে হবে তাই জানতে চাই। এই ফ্যাসিস্ট রাষ্ট্রে গোষ্ঠী স্বাধিকার আন্দোলন মটেই বরদাস্ত নয়। তবে খুন, নিপীড়ন, ধর্ষণ, শোষণ ইত্যাদি বরদাস্ত ও সত্যিই সহনীয়। তাই তো ঐ হানাদার বর্বর জাতির দোসরদের শাস্তির পরোয়ানা জারি হলে তাদের সম্মান প্রদর্শন করে সুন্দর গাড়ি বহর করে আনা হয়, আর বিপুলদের মত গোষ্ঠী স্বাধিকার আন্দোলক, কল্পনাদের অপহরণ ও হত্যা কারী জলপাই রঙের আর্মিদের বিরুদ্ধে প্রতিবাদ ও আন্দোলন কারীদের ডাণ্ডাবেড়ি বেঁধে নিয়ে যাওয়া হয় মায়ের চিতার সামনে! ধিক্কার তোর এই ফ্যাসিস্ট তন্ত্রের ললাটে!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ৥ স্বাধিকার আন্দোলক!!!!! ?????

কল্পনাদের অপহরণ ও হত্যা কারী

৥ জলপাই রঙের আর্মিদের বিরুদ্ধে প্রতিবাদ !!!!! ???

কল্পনা অপহরণ ও হত্যায় আমরা্ও বিচার চাই! কিন্তু স্বাধীকার???? বাংলাদেশে !!!!!

জলপাই রঙের আর্মিদের বিরুদ্ধে প্রতিাদ!!!!????

আপত্তিকর। সার্বভৌম বাংলাদেশে সকল গোত্রই যদি এখন এভাবে ভাবে তবেতো আর দেশ থাকবেনা! প্রতটি ঘরে ঘরে রাষ্ট্র গড়ে দিতে হবে।
সবচে বেশি সুবিধাভোগী উপজাতীয়রা ৭১এ কিন্তু বাংলাদেশের পক্ষে ছিল না! স্বাধীনতার পক্ষে ছিল না। বরং পাকি পতাকাই উড়িয়েছিল!!!!
এখন তারাই বলে স্বাধীকার!!!!!! সাথে ইমোশনাল ব্লাকমেইল!

২৮ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৭

রাফিন জয় বলেছেন: স্বাধিকার আন্দোলন মানে আলাদা রাষ্ট্র তারা চায়নি দাদা। তারা চেয়েছে স্বতন্ত্র!

২| ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৪০

আহমেদ জী এস বলেছেন: রাফিন জয় ,



ব্যাপারটি হয়তো অমানবিক কিন্তু বাকী কথাগুলো লাগামছাড়া আবেগে বলেছেন । তলিয়ে দেখেন নি এর অর্থ কি দাঁড়ায় ।

ব্লগার বিদ্রোহী ভৃগুর সাথে সহমত ।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৫২

ching বলেছেন: সৃষ্টি
কাদের?

৪| ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রথম আলো যা খাওয়ায়, তাই খান আপনারা। গুম হচ্ছে যেসব কিশোররা(একটি বিশেষ দলের) তাদেরও তো বাবা মা আছে...
খালেদা জিয়ার মা, শেখ সেলিমের মা, সাঈদীর ছেলে মারা গিয়েছে বন্দী অবস্থায়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.