![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানব কল্যাণের ওয়াস্তে
ধর্ম দিয়েছিল ভগবান,
পাপিষ্ঠ মানব কতল করিয়া
গাহে ধর্মের জয়গান!
কোন খোদা ঈশ্বর বলে ভগবান,
দাও কর্তন তুমি মানব গর্দান?
এরি নাম কি ধর্ম
নাকি ঘৃণ্য কর্ম?
ওদের কৃত শত কর্ম
হয় না মোর বোধগম্য!
ওরে বিধাতা কোথায় রইলি হায়,
তব নাম লয়ে ওরা বিশ্ব লুটে যায়!
বিধাতা হলে মোর পাপ, করে দিস মাপ,
তবে সত্যি চাইনা ধর্মের এই অভিশাপ!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৯
কানিজ রিনা বলেছেন: মায়ের পাঁচ ছেলে কেউ গুন্ডা কেউ খুনি
দুর্নীতিবাজ, মা পারেনাই ধর্মীয় নীতি শেখাতে
কারন বাবা নিজেই ধর্মীয় অনুসাশন মানেনা।
সৃস্টি কর্তার অনুসাশনই ধর্মীয় রীতি, কিন্তু
জানেনা আসল রীতি, আর সৃস্টি কর্তার
বিচার কেউ চোখে দেখেনা।