![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিধন সড়কে সেই উৎকর্ষ,
আমার সুন্দরবন প্রাকৃতিক সপ্তাশ্চর্য!
শত্রু পক্ষ চালায় আগ্রাসন,
স্বদেশদ্রোহী হয়ে আজ নির্বাক প্রশাসন।
দানব দেশে বিদ্যুৎ কেন্দ্র রূপে,
মাতৃভূমি কাঁদে আজ আড়ালে ফুলেফেঁপে!
অভিমত কারো “তো কি আসে যায়?”
মূল কথাতো তাতে নিজ স্বার্থ বেঁচে যায়।
গণতন্ত্র নয় সে শোষক বাদী,
নিধন তন্ত্রে লিপ্ত সেই ফ্যাসিস্ট বাদী।
আত্ম প্রদর্শনে সে বিদ্রোহী,
ব্যক্তি সংস্কৃতিতে সে তো দেশদ্রোহী।
বাংলা আজ জনবল করো বিস্তার,
হও এক, করো সেই শোষক নিস্তার।
রুখে দেবো আজ করলাম পণ,
দেখি মোদের ঠেকায় আজ কোন আগ্রাসন!
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৭
ধ্রুবক আলো বলেছেন: দেখি মোদের ঠেকায় আজ কোন আগ্রাসন! ++++
এ জাতি মেরুদন্ড সোজা করে না দাড়ালে বিপদ আছে!!!!