নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্টিগমা

রাফিন জয়

স্টিগমা

রাফিন জয় › বিস্তারিত পোস্টঃ

**জাগো বীর**

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৫


মোরা রক্ত লহরী সিন্ধুর
মত রক্তিম,
মোরা করিগো আঁধার নিশার
নিস্তব্ধতা অন্তিম,
মোরা ভাঙ্গিগো দানব হস্ত,
ওরে হবে নাগো কেউ দুস্থ,
মোরা আগ্নেয়গিরির লাভার
মত তপ্ত,
মোরা দেই নাকো অত্যাচারে হতে
দুর্দশাগ্রস্ত।
মোরা বাঘা, মোরা ক্ষুদিরাম,
মোরা উন্মাদ, মোরা উদ্দাম।
মোরা নজরুল, মোরা সূর্য,
মোরা অগ্নি, মোরা রণ-তূর্য।
মোরা প্রীতিলতা, মোরা নির্মল,
মোরা স্ফুলিঙ্গ, মোরা দাবানল।
মোরা লড়াই নেশায় সবে মত্ত,
মোরা স্বাধীনতাকামী কল্পপনা দত্ত।
মোরা মনোরমা বসু, অপূর্ব,
মোরা তেজী, মোরা দিগন্ত পূর্ব।
ওরা হামলা চালায় যত বার,
মোরা রফিক-শফিক তত বার!
মোরা আমানুল্লাহ আসাদ,
মোরা জুহুরুল,
মোরা শত্রুকে করি প্রতিহত,
করি নির্মূল।
মোরা একাত্তর নামক অঙ্ক,
মোরা সদা আছি নিঃশঙ্ক,
মোরা মুজিব বঙ্গবন্ধু,
মোরা উদারতার ঐ সিন্ধু।
ওরা বুলেট ছুড়েছে যত বার,
মোরা বুক পেতেছি তত বার!
মোদের শিশির সিক্ত মাঠ যতত,
মোরা পঙ্ক মাখা তথা সতত।
আছি উত্থাপিত করে মোদের শীর,
লড়াই করবো মোরা, থাকবো চির
বীর!
মোরা চির উদ্দামি, করি গণ-প্লাবনের
ভিড়,
মোরা সততই চির রণবীর!
ওঠো বীর, তন্দ্রাহীন, জাগো বীর!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৮

বিজন রয় বলেছেন: পুরো ইতিহাস যেন তুলে এনছেন। বিদ্রোহী!!

ভাল লেগেছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৭

রাফিন জয় বলেছেন: ধন্যবাদ বলে ছোট করবো না দাদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.