![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলো জ্বলবে ঘরে ঘরে
কলুষিত করে দেশ,
পকেট ভরবে সমাজপতির
দেশ হবে নিঃশেষ!
রামপাল রামপাল মরেছে
বেটা সেই কবেই,
ধর্মপালের ধর্ম গেছে অধর্ম
মানে গো সবে!
সুন্দরবন মরে মরুক, কার
কি আসে যায়,
তা না করলে যে স্বার্থপরের
স্বার্থ বাঁচানো দায়!
০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০০
রাফিন জয় বলেছেন: হাঁচা কথা কইছেন দাদা!
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৩৯
দলছুট শালিক বলেছেন: সুন্দরবন মরে মরুক, কার
কি আসে যায়,---------------
ঠিকই তো কার কি যাবে, যাবে তো আমাদের, তারা তো ক্ষমতার পালাবদলে আমেরিকা নতুবা লন্ডনে দ্বিতীয় আবাস গড়বেন, কিন্তু আমরা হতভাগা, কুলংগাররা থেকেই যাব মাটি কামড়ে এই মাটিতেই, আমরা যে নরাধম, তারা দেশি প্রেমিক।