নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাঁদছে দেখ আমার কৃষ্ণপক্ষের রাত,
কত দীর্ঘ প্রহর গুনবো এই তিমির রাতের?
আসবে কখন আবীরে রাঙা সূর্যির দীপ্তোজ্জ্বল
প্রভাত?!
সুমেরু-কুমেরু, অক্ষাংশ আর দ্রাঘিমাংশের
প্রতি রন্ধ্রে রন্ধ্রে জ্বলে হিংসের আগুন, দাহন
করে স্বার্থপরতার অনল!
আমার রক্ত চক্ষুতে নয়, ভয় ছলছলে জলে
ভেসে ওঠা চোখ দেখে! স্বজন হারানোর ব্যাথা,
বন্ধু হারানোর কষ্ট, সব অনিষ্ট ছিল কি চাওয়া
তার হয়ে কথা বলায়?
আমরণ অনশন আমার, বাঁচতে দাও এবার
নিতে মুক্ত মেরুতে শ্বাস! নাহয় কর শ্বাসরুদ্ধ
এটাই মনের আশ!
©somewhere in net ltd.