![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিলাষী আমি বিলাসের খোঁজে,
ধূমকেতু আর সন্ধ্যাতারার সাথে
তন্দুরি চিকেন আর নানরুটি ভোজে
তখন যখন আমি আয়েশের রথে...
অকস্মাৎ সম্মুখে এক শীর্ণ দেহী এসে
পা জড়িয়ে ধরে নোংরা জামার সাথে।
বলে কিনা খায়নি কদিন সে গোগ্রাসে,
তাই পড়েছে বাধা আমার আয়েশ রথে!
লাত্থি দিলাম-দিলাম ধাক্কা সাথে সাথে
শালা করবে আমায় পকেট ফাক্কা?
ধরেছে জড়িয়ে পা তাও দুহাতে,
ঠাকুর করছি গঙ্গা স্নান, করো ধর্ম রক্ষা!
©somewhere in net ltd.