![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের অন্বেষণে আছি, কিন্তু পথ খুঁজে পাচ্ছি না! আমি সেই অজ্ঞ মানব!
একদা ব্রিটিশরা আমাদের উপহাস করে গাল দিতো "ব্লাডি বাঙ্গাল" বলে। কোন সন্দেহ নেই কাল্পিট ফেমসিকার জাতি হিসেবে বাঙালির জুড়ি নেই। ওলন্দাজ, ডাচ, ফরাসি, ইংরেজরা একের পর এক বাংলার মানুষকে নিষ্পেষণ করে গেলেও তারা সংযতবাক্ রয়েছে চিরকাল। আরাম প্রিয় বাঙালিদের মধ্য থেকেই যে কি করে যে কয়েকজন দারুণ তেজস্বী বিদ্রোহী জন্ম নিয়ে মুক্তির স্বপ্ন দেখেছিল কি জানি! এখন মনে হয় মর্কট মেধাহীন স্থূল দেহের এই বাঙালিদের মধ্যে যদি আর কয়েকটা বিদ্রোহী দ্রোহের আগুন জ্বেলে দিতো, তবে পথে ঘাটে সব জায়গায় আর আর্জেন্টিনা আর ব্রাজিল নাম দুটো শুনতে হতো না।
২| ২০ শে মে, ২০১৮ রাত ১০:৪৬
চাঁদগাজী বলেছেন:
বেশ বিরক্তিকর পোষ্ট
২১ শে মে, ২০১৮ সকাল ৯:১৮
রাফিন জয় বলেছেন: একেবারেই ভালো না লাগার মতই কথা
৩| ২১ শে মে, ২০১৮ সকাল ১০:০৭
রাজীব নুর বলেছেন: ম্যাও ম্যাও টাইপ পোষ্ট।
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০১৮ রাত ১০:৪২
কাইকর বলেছেন: ভাই ভাল বলেছেন।একমত