![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রক্তের মোহে বড্ড বিরক্ত। তিক্তস্বাদ। হয়তো বড্ড নিহিলিস্ট। ডেমোক্রেসির গুদামে আগুন। সমাজতন্ত্র মৃত পচা শুয়োরের নাড়িভুঁড়ি। কাকেদের তাই নিয়ে দড়িটান। বিকিয়ে যাওয়া বড়ো বড়ো আর্নেস্তো সাহেব। রেভেল ক্যাপ ঘুমের সময়ও সরে না। বক্তৃতার পরে হুইস্কির বোতল থেকে কয়েক প্যাগ মেরে গলা ভিজিয়ে মাদক বিরোধী মিছিলের প্রথম রোতে ব্যানারে দাঁড়িয়ে। এইতো বেশ আছি। বড্ড চলে যাচ্ছে। দিন শেষে উন্নয়নের জাবর কাটছি। বানের জলে ফকিন্নির বাচ্চারা মরছে তাতে আমার কী? একদল পাগল ঠিকই ত্রাণ ভিক্ষা করে কুকুরগুলোকে খেতে দিয়ে আসবে৷
২| ৩০ শে জুলাই, ২০২০ রাত ১০:০৫
মা.হাসান বলেছেন: একদল পাগল ঠিকই ত্রাণ ভিক্ষা করে কুকুরগুলোকে খেতে দিয়ে আসবে।
বাস্তবতা।
মানুষ নামধারি কিছু অমানুষ ত্রান চুরি করে সম্পদের পাহাড় বড় করবে।
৩| ০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ১:০৪
রাফিন জয় বলেছেন: ভালোবাসা নিবেন।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৪৬
রাজীব নুর বলেছেন: দুঃখজনক।