নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তন্য

ব্যাকরণের সব রীতিনীতি মেনে সাহিত্য রচনা করতে গেলে তবে তা একটা ভালো ব্যাকরণের বই হয়ে যাবে। —— তন্য শব্দগুচ্ছ

রফিকুল ইসলাম তনি

মানুষ অন্যের ভুলগুলো খুব নিখুঁতভাবে খুঁজে বের করে আর নিজের ভুলগুলো ভুল যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে।

রফিকুল ইসলাম তনি › বিস্তারিত পোস্টঃ

আমি কালো, আমি কদাকার, এই পৃথিবীর সবচেয়ে কুৎসিত মানুষটি হচ্ছি আমি

১৬ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৪৯

ঘটনা ০১: আমাদের এলাকায় একজন অতি কদাকার মানুষ বসবাস করত। সে দেখতে এতই কুৎসিত ছিল যে, তাঁর সাথে কখনোই কেউ কথা বলত না। সে যেখানে যেত সবাই সেখান থেকে চলে যেত। কোনো সামাজিক অনুষ্ঠানে তাঁকে ডাকা হতো না। বলতে গেলে সে একঘরে জীবনযাপন করত। এভাবে আস্তে আস্তে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ল।



ঘটনা ০২: পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটিকে পাঠানো হলো একটি অজানা দ্বীপে। সে দ্বীপের প্রতিটি মানুষই দেখতে প্রথম ঘটনার ঐ কুৎসিত মানুষটির মত। দ্বীপের মানুষগুলো প্রথম ঘটনায় বর্ণিত মানুষগুলোর মত আচরণ করা শুরু করল। দ্বীপবাসী ঐ সুন্দর মানুষটির সাথে কথা বলত না, সে যেখানে যেত দ্বীপবাসী সেখান থেকে চলে যেত। দ্বীপবাসীর এমন আচরণে সে নিজেকে অস্পৃশ্য ভাবা শুরু করল। এভাবে অনেক দিন পার হয়ে যাবার পর পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির মনে হতে লাগল যে, সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে কুৎসিত মানুষ।



সুন্দরের কোনো নির্দিষ্ট সংজ্ঞা থাকা উচিত না। আসলে আমরা সবাই দেখতে প্রায় একই রকম। তাই একটু অন্য রকম মানুষ দেখলেই আমরা তাকে কুৎসিত-কদাকার বলে ডাকা শুরু করি।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১২ রাত ১১:০২

মৈত্রী বলেছেন: moral of the story লিখবেন না?

২| ১৬ ই নভেম্বর, ২০১২ রাত ১১:০৬

আজমান আন্দালিব বলেছেন: শিক্ষণীয় গল্প।

৩| ১৬ ই নভেম্বর, ২০১২ রাত ১১:০৮

অচিন.... বলেছেন: kichui bujhlam na

৪| ১৬ ই নভেম্বর, ২০১২ রাত ১১:২০

তিক্তভাষী বলেছেন: আপেক্ষিকতা।

৫| ১৬ ই নভেম্বর, ২০১২ রাত ১১:২২

নীল কষ্ট বলেছেন: ভাল করে বুঝিয়ে দেন না

৬| ১৬ ই নভেম্বর, ২০১২ রাত ১১:২৭

বিডি আমিনুর বলেছেন: ভাইজানের মনে কি কোন কষ্ট লুকাইত আছে?

৭| ১৬ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৪৩

মোমের মানুষ বলেছেন: ম্যাসেজটা ক্লীয়ার হইল না। আরেকটু ক্লীয়ার করুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.