![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংবাদ পেয়েছি
শান্তি মিশনেও ইদানিং
দেশ মাতৃকার কপালে কলঙ্ক এঁকে
কেউ কেউ ভীষণ যৌন কাতর
কালো মেয়েদের জীর্ণ মলিন শরীরে ঘ্রাণ পায় যৌনতার।
তনুর তন্বী তনুতে কি তাদেরই কেউ
পেয়েছিলো যৌনতার স্বাদ?
না না ছিঃ ছিঃ!
এ যে মিথ্যে অপবাদ।
ওরা তো দেশমাতৃকার অতন্দ্র প্রহরী।
এরকম ভাবাও যে পাপ।
তবু নানা প্রশ্ন জাগে না কি?
কী হয়েছে কিছুই জানি না
হয়তো জানবো না কোনোদিন।
শুধু জানি
সুরক্ষিত কালভার্টের নীচে
ছড়িয়ে ক্ষতবিক্ষত উরু রুদ্ধশ্বাসে শুয়ে থাকে
তনুর শরীর সীমাহীন স্বাধীনতা ছুঁয়ে।
০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫০
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
২| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫০
বার্ণিক বলেছেন: প্রশ্নবোধক চিহ্ন কেন ?
০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫১
সায়ন্তন রফিক বলেছেন: প্রশ্নবোধক বলেই। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
মনস্বিনী বলেছেন: শুধু জানি
সুরক্ষিত কালভার্টের নীচে
ছড়িয়ে ক্ষতবিক্ষত উরু রুদ্ধশ্বাসে শুয়ে থাকে
তনুর শরীর সীমাহীন স্বাধীনতা ছুঁয়ে।