নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়ে একাত্তর

হাসান রাহাত

হাসান রাহাত › বিস্তারিত পোস্টঃ

আস্তে চালাও,ভয় লাগতেছে

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

ছেলে আর মেয়ে মটরবাইকে করে যাচ্ছে,

মটরবাইকের স্পিড প্রায় ১০০ mph.

মেয়েঃরাহাত আস্তে চালাও,ভয় লাগতেছে কিন্তু কতক্ষন ধরে বলছি, প্লিজ স্পিড কমাও।

ছেলেঃ তাহলে I love You বল ।

মেয়েঃ I hate you....

ছেলেঃ হয় নাই, বল I Love you.

মেয়েঃ আচ্ছা I love you. এবার স্পিডটা কমাও।

ছেলেঃ এবার আমাকে জড়িয়ে ধর।

মেয়েঃ পারব না।

ছেলেঃ তাহলে স্পিড ও কমাব না।

মেয়ে ছেলেটাকে জড়িয়ে ধরল এবং বলল

"

আচ্ছা ধরলাম, এবার স্পিডটা কমাও।

ছেলেঃ হেলমেটটা খুব বিরক্ত করছে। হেলমেটটা খোল তো।

মেয়েটা ছেলেটার হেলমেট খোলে হাতে ধরে রাখল ।

ছেলেঃ ওটা ধরে রেখেছ কেন ? ওটা পড়

। মেয়ে হেলমেটটা পড়ল।

একটু পর তাদের Accident (দুর্ঘটনা) হল ।

মেয়েটা অজ্ঞান হয়ে পড়ল ।

তার পর যখন মেয়টার হোঁশ ফিরল তখন জানতে পারল

ছেলেটা মারা গেছে এবং তাদের এই দুর্ঘটনার কারন,বাইকের ব্রেক ফেইল হয়েছিল

। তাখন মেয়েটা বুঝতে পারল, ছেলেটা অনেক

আগেই বুঝতে পেরেছিল যে বাইকের ব্রেক ফেইল

হয়েছে তাই নিজের হেলমেটটা তাকে পড়িয়ে নিজের

জানের বিনিময়ে মেয়েটার জান বাঁচিয়েছে... ♥♥

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: ব্রেক ফেল এর সাথে মটর সাইকেলের স্পীড কমানোর সম্পর্ক কি? এক্সিলারেটর ছেড়ে দিলেইতো আস্তে আস্তে থেমে যায় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.