নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না আমি কেউ না

খাঁজা বাবা

বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!

খাঁজা বাবা › বিস্তারিত পোস্টঃ

সিটি নির্বাচনে কম ভোটার উপস্থিতির কারন গুলিঃ তাদের চোখে

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:১৫

সদ্য সমাপ্ত ঢাকা সিটি কর্পোরেশান নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল অসন্তোশজনক। এ ব্যাপারে দেশের দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গ তাদের বিশ্লেষনী মতামত দিয়েছেন। নিচে আমরা তাদের মন্তব্যগুলি দেখি।









মন্তব্য ৪২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৪

রায়হান চৌঃ বলেছেন: পর্যাপ্ত পরিমানে ইয়াবা সাপলাইয়ের কারণে ভোটারেরা ভোট কেন্দ্রে যেতে পারেন নাই----- জনৈক ইয়াবা মন্ত্রী =p~

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৭

খাঁজা বাবা বলেছেন: গুরুত্বপূর্ন তথ্য B-)

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০১

একাল-সেকাল বলেছেন: শুধু পরলাম না, দেখলাম ও। আর ভাবছি, ১,৪৭,৬১০ বর্গকিমি এলাকা কারা চালাচ্ছে । B-)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৬

খাঁজা বাবা বলেছেন: এ দেশ শুধু মাত্র আল্লাহতায়ালাই চালাচ্ছেন। কোন মানব সংশ্লিষ্টতা আছে বলে মনে হচ্ছে না। :(

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪১

রাজীব নুর বলেছেন: ভোটের উপর মানুষের আস্থা নেই। এজন্য দায়ীদের গ্রেফতার করা হোক।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৭

খাঁজা বাবা বলেছেন: দায়ী কারা, তা আগে জানতে ও বুঝতে হবে :)

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কথা সত্য !!
পরিকল্পনা মন্ত্রীর কথায় যুক্তি আছে।
তার এই বানীর জন্য তিনি নোবেল
পেতে পারেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৮

খাঁজা বাবা বলেছেন: তথ্যমন্ত্রীর কাছে তো গুরুত্বপূর্ন তথ্যই থাকবে :-B

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ শুধু বাংলাদেশেই সম্ভব...

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২০

খাঁজা বাবা বলেছেন: উন্নত দেশে নাকি ভোট কম পরে। আগামীতে হয়ত ইউরোপ, আমেরিকা জাপানেও সম্ভব হবে। :P

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৭

একাল-সেকাল বলেছেন: নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তার এই বানীর জন্য তিনি নোবেল
পেতে পারেন।

জামাতের সংশ্লিষ্টতা উল্লেখ্য না করায় উনাকে পাকিস্থান পন্থি আখ্যা দেয়া হোক, আর নোবেল তলিকার নিবন্ধন বাতিল করা হোক। :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩১

খাঁজা বাবা বলেছেন: :-&

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৯

মা.হাসান বলেছেন: ষড়যন্ত্র তত্ত্ব দেখছি না কেন?
কলাবাগান ভাই- হাসান কালবৈশাখি ভাই কি এখনো কোনো থিওরি দেন নাই?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৪

খাঁজা বাবা বলেছেন: খুব একটা হাসি পাচ্ছে
হাসতে পারছি না আসপাশের পরিবেশের জন্য :D :D

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৩

একাল-সেকাল বলেছেন: উনি সন্তুষ্ট !

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৫

খাঁজা বাবা বলেছেন: আওয়ামী জাতীও ওনার সাথে সন্তুষ্ট B-)

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৫

একাল-সেকাল বলেছেন:
উনার সাথে একমত

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩০

খাঁজা বাবা বলেছেন: একদল মানুষ বলবে ই ভি এম এ জাল ভোট কিভাবে? B:-)

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৮

নিয়াজ সুমন বলেছেন: এই সব গাজাখুরি কথার্বাতা শুনে হাসবো না কাঁদবো

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩১

খাঁজা বাবা বলেছেন: আপাতত বিনোদিত হন ;)

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

একাল-সেকাল বলেছেন: লেখক বলেছেন: একদল মানুষ বলবে ই ভি এম এ জাল ভোট কিভাবে? B:-) তাদের কে বলুল চোখ কানের সঠিক ব্যবহার করতে, কানা আর কালা দেখেনা শুনেওনা
ইভিএমে কারচুপি করা যায় কি না ? বুঝিয়ে দিলেন রুমিন ফারহানা

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২০

খাঁজা বাবা বলেছেন: এদের চোখ, কান সবই আছে। শুধু সময় অনুযায়ী খোলে আর বন্ধ হয়।
যেমন দেখেছেন, রাশেদ খান মেনন সরকারে যায়গা না পাওয়ায় চোখ, কান বুদ্ধি সবই খুলে গিয়েছিল। B-))

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো বিনোদন উপভোগ করলুম । =p~

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২১

খাঁজা বাবা বলেছেন: বেশি বিনোদন ভাল না। বেশি হাসলে পেট, গাল ব্যথা হয়।
আর এরা বিনোদনের আড়ালে দেশের ক্ষতি করে।

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

নেওয়াজ আলি বলেছেন: ছিঃ ছিঃ খুব ভালা লোক। তাই ভোট এমন। দারুণ

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২২

খাঁজা বাবা বলেছেন: :-P

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:০৫

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: এসব নিয়ে ভেবে শুধু সময় নষ্ট ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৪

খাঁজা বাবা বলেছেন: আরো বেশি করে ভাবতে হবে। বলতে হবে।
এই দেশের মালিকানা আমাদের। কারো কাছে লিজ দেয়া হয়নি।
ত্রিশ লক্ষ মানুষ গনতন্ত্র ও স্বাধীনতার জন্য প্রান দিয়েছিল। দেশ লিজ দেয়ার জন্য নয়।
সেই সব শহীদদের কাছে এদেশের সুবিধাভোগী প্রতিটি মানুষের দায়বদ্ধতা আছে।

১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৫৭

নীল আকাশ বলেছেন: পাগলে কী না বলে আর ছাগলে কী না খায়???

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৫

খাঁজা বাবা বলেছেন: ছাগল আজ কাল চেয়ারে বসছে :P

১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:০৮

ইফতেখার ভূইয়া বলেছেন: পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়!

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৬

খাঁজা বাবা বলেছেন: ছাগল সবজির বাগান সাবাড় করতে চাইলে আটকাতে হবে /:)

১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৮

রুদ্র আতিক বলেছেন: একদা ভোটের দিন ভোট দিতে গিয়ে শুনি, ব্যালট ফুরিয়ে গেছে ! ঘড়িতে সময় বেলা ১১ টা ! অনেক জবরদস্তি করে অবশ্য পরে ভোট দিয়েছিলাম ! পাশের কাউকে বলতে শুনেছিলাম, তার ভোট কেউ দিয়ে দিয়েছে ! এসব দেখে শুনে অনেকে ভোট দিতে যায়নি । কারো ভোট দেওয়া হয়ে গেলে সাথে সাথে তার মোবাইল ফোনে এসএমএস গেলে ভাল হত ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫২

খাঁজা বাবা বলেছেন: হয় আমাদের ভোটের জন্য যুদ্ধ করা উচিত, অথবা ১০০% ভোট বর্জন করা উচিত।

১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: দায়ী কারা, তা আগে জানতে ও বুঝতে হবে

রাজনীতিবিদরা দায়ী।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১৬

খাঁজা বাবা বলেছেন: তারা কি নিজেরাই নিজেদের স্বাস্তি দেবেন? :||

১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০৫

রানার ব্লগ বলেছেন: এই নির্বাচনে জাল ভোট হয় নাই। ভোটারদের ভোট দিতে না যাওয়ার একমাত্র কারন বিগত নির্বাচনের অভিজ্ঞতা।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৮

খাঁজা বাবা বলেছেন: জাল ভোট জিনিসটা কি?
কেউ ফিঙ্গার প্রিন্ট দেয়ার পর যদি তার ভোট অন্য কেউ দিয়ে দেয় তাকে কি ভোট বলে?

২০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০১

রানার ব্লগ বলেছেন: কেউ যদি আমার অজান্তে আমার নামে ভোট দেয় এটাই জাল ভোট, এখন আমি আমার ফিঙ্গার প্রিন্ট দিলাম আমার সামনে কেউ যদি জোর করে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার ভোট দিয়ে যায় এটা আমার ব্যার্থতা। এটা ডাকাতি।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১৪

খাঁজা বাবা বলেছেন: তার মানে ভোট দাকাতিও হয়? :-B

২১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১৮

রানার ব্লগ বলেছেন: খাজা @ নতুন জানলেন ??? !!!!

আর আপনি যে ট্রল গুল ব্যাবহার করলেন এর লিঙ্ক গুলা দেন তো। এর বেশির ভাগ ফেইসবুক পেইজ বাশের কেল্লায় দেখা গেছে , পত্রিকার লিঙ্ক গুলা দেন আমরাও দেখি। এক সাথে এত্ত নিউজ পেপার পড়ার অভিজ্ঞতা নাই। হয়ে যাক।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৫

খাঁজা বাবা বলেছেন: আমার ও অনেক নিউজ পেপার পড়ার অভ্যাস নেই। আমি বাশের কেল্লায়ও ঢু মারি না।
ফেসবুকের নিউজফিডে যে পত্রিকার নিউজগুলি আসে তা মাঝে মাঝে পড়ি।
আপনার জন্য একটা লিঙ্ক দিচ্ছি, বাকি গুলো ইচ্ছে হলে খুজে নেবেন। :)

যুগান্তর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.