নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না আমি কেউ না

খাঁজা বাবা

বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!

খাঁজা বাবা › বিস্তারিত পোস্টঃ

মোমিন সিল মেরে দিল

২১ শে আগস্ট, ২০২২ দুপুর ১:৩২



চট্টগ্রামে পুজোর অনুষ্ঠানে মোমিন সাহেব কিসে ভারতের লাভ ক্ষতি তা আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জানুয়েছেন। ভাবটা এমন এরা সবাই ভারতের নাগরিক বা ভারতীয় এজেন্ট। ভারতের লাভে এরা যার পর নাই খুশি করেছে। এই বক্তব্যের মাধ্যমে মোমিন আমাদের দেশের হিন্দু সম্প্রদায়কে ভারতীয় হিসেবে সিল মেরে দিয়েছেন। আর তারা এর কোন প্রতিবাদ না করে এই অপবাদ মেনেও নিয়েছেন। প্রতিবাদ করে কেউ বলল না, মোমিন তুমি ভারতের লাভের গল্প না শুনিয়ে আমাদের বাংলাদেশের লাভের গল্প শুনাও। আমরা বাংলাদেশের নাগরিক। যারা সবসময় আওয়ামীলিগের প্রতি অনুগত, তাদের প্রতি মোমিন কালিমার সিল মেরে দিল।

আসলেই কি তারা বাংলাদেশের লাভের চেয়ে ভারতের লাভে খুশি?

মন্তব্য ৩৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০২২ দুপুর ১:৪০

আমি ব্লগার হইছি! বলেছেন: উনার বক্তব্য আমাদের দেশের সনাতনী সম্প্রদায়ের ভাই বোন দের জন্যে অত্যন্ত বিব্রতকর। এই ধরণের অতিউৎসাহী ও অপরিণত ব্যাক্তিত্ব সম্পন্ন লোক আওয়ামিলীগের মন্ত্রী হিসেবে বেমানান।

২১ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৫৫

খাঁজা বাবা বলেছেন: উনি বেফাস মন্তব্য করেছেন ঠিক, কিন্তু এটাই আওয়ামীলিগের পলিসি।
আর যাদের সামনে এমন এমন মন্তব্য করেছেন, তারাও কোন প্রতিবাদ করেনি।
তাতে মনে হয়, আওয়ামীলিগ যেমন মনে করে এদেশীয় হিন্দু সম্প্রদায় মনে মনে ভারতীয়, তারাও তা মেনে নিয়েছেন।

২| ২১ শে আগস্ট, ২০২২ দুপুর ১:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমরা এমন এক দেশে আছি যেখানে কারো লজ্জা নেই।

২১ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৫৭

খাঁজা বাবা বলেছেন: ক্ষমতাধর কিছু ঘৃন্য মানুষের লজ্জা নেই। যারা চেতনার নামে দেশ বর্গা দিয়ে দিয়েছে।
বাকি সব ঠিকই আছে।

৩| ২১ শে আগস্ট, ২০২২ দুপুর ১:৪৬

ফুয়াদের বাপ বলেছেন: একটা দেশের সরকারের কে থাকবে তা নির্ধারন করবে ঐ দেশের জনগন। সরকার টিকিয়ে রাখতে অন্য দেশের প্রভাব প্রত্যাশা করা দু:খজনক। আমজনতা ওনার অমন বক্তব্য হজম করতে না করতে আরেকজন বলেন এটা ওনার ব্যাক্তগত বক্তব্য। অবাক লাগে স্বররাষ্ট্রমন্ত্রলায় লিড দেয় এমন ব্যাক্তির বক্তব্যও সরকারের কথা নয়!!!

২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:০০

খাঁজা বাবা বলেছেন: মীর জাফর আর এদের মধ্যে কোন পার্থক্য দেখি না।

৪| ২১ শে আগস্ট, ২০২২ দুপুর ১:৫০

জুল ভার্ন বলেছেন: একটু খেয়াল করে শুনে দেখেন,উনি উনার বক্তব্যে অনেক কিছু খোলাসা করে দিয়েছেন।
উনি বলেছেন, প্রতিবেশী দেশে (ভারতে) কয়েকটি মসজিদ পোড়ানো হয়েছে। সেটি দেশে প্রচার করতে দেওয়া হয়নি।
এর অর্থ উনি সজ্ঞানে স্বীকার করলেন,সরকার মিডিয়াকে ইচ্ছামত নিয়ন্ত্রণ করতে পারে। সরকার যা চাইবে না তা প্রচার করবার ক্ষমতা এই দেশের মিডিয়ার নাই!
বক্তব্যে আরো ছিলো,
-কিছুদিন আগে একজন ভদ্রমহিলা (নূপুর শর্মা) একটি কথা (নবী মোহাম্মদ সঃ কে নিয়ে কটুক্তি) বলেছিলেন, আমরা একটি কথাও বলিনি।... বিভিন্ন দেশ কথা বলেছে, ...আমরা একটি কথাও বলিনি। এ ধরনের প্রটেকশনও আমরা আপনাদের দিয়ে যাচ্ছি।
আপনি খেয়াল করে দেখুন,নূপুর শর্মা ইস্যুটি ছিলো যেকোনো মুসলমানের জন্য হৃদয়ে আঘাত করবার মতন ঘটনা।
সারা বিশ্বের মুসলিম দেশ গুলো থেকে এই জঘন্য ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়েছে। দেশে দেশে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটের আওয়াজ উঠেছিল। ঠিক সেই মূহুর্তে বৃহৎ মুসলিম দেশ হিসাবে বাংলাদেশের সরকার ছিলো নিশ্চুপ।
আওয়ামিলীগ সরকার কি বাংলাদেশ মুসলিম দেশ এটা অস্বীকার করতে চায়? তাহলে ওআইসির সদস্যপদ বাতিল করছে না কেন?
ডঃ মোমেন আরো বলেন,
- ‘ভারতে বর্ডারে (সীমান্তে) এক্সট্রা (অতিরিক্ত) খরচ করতে হয় না। এ ছাড়া বাংলাদেশ থেকে বছরে ২৮ লাখ মানুষ ভারতে বেড়াতে যায়। কয়েক লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করে।’
বর্ডারে ভারতের সরকারকে অতিরিক্ত খরচের হাত থেকে বাংলাদেশ মুক্তি দিয়েছে।নাম মাত্র মূল্যে ট্রানজিট সুবিধা দেয়া হয়েছে। কিন্তু এর বিনিময়ে বাংলাদেশ পাচ্ছে কিছুদিন পরপর লাশ।
মোমেন বলছেন, বাংলাদেশে চাকুরী করে কয়েক লাখ ভারতীয়! এই কয়েকলাখ সংখ্যাটি আসলে কত?
উইকিপিডিয়া তথ্যমতে ২০১৭ সালে ভারতে রেমিট্যান্স পাঠানোর দিক দিয়ে বাংলাদেশের অবস্থান হচ্ছে চার নাম্বার। সে বছর বাংলাদেশ থেকে প্রাপ্ত ইন্ডিয়ার রেমিট্যান্স ছিলো ৪.৬১৩ বিলিয়ন ডলার।

২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:০১

খাঁজা বাবা বলেছেন: ওনার বক্তব্যে পরিষ্কার, ক্ষমতা লোভে জাতীকে তারা পরাধীনতার জিঞ্জিরে বেধেছেন।

৫| ২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:০৩

জ্যাক স্মিথ বলেছেন: এই লোকটার সময় ঘনিয়ে এসেছে, উনার মন্ত্রীত্ব চলে যেতে পারে। মুখ যদি কেউ কন্ট্রোল করতে না পারে তাহলে তার অধঃপতন নিশ্চিত।

২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:১৫

খাঁজা বাবা বলেছেন: উনি যা বলেছেন মিথ্যা বলেছেন কি?
উনি নাহয় চলে যাবেন, আমাদের কি হবে?

৬| ২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:২৫

জ্যাক স্মিথ বলেছেন: নাহ উনি সত্য কথাই বলেছেন।
আমাদের আর কি হবে, আমরা চেয়ে চেয়ে উনার চলে যাওয়া দেখবো।

২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:২৭

খাঁজা বাবা বলেছেন: :| :|

৭| ২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৩২

ইফতেখার ভূইয়া বলেছেন: দেশে ভারত ও পাকিস্তান পন্থী লোকজন রয়েছে এ কথা অস্বীকার করার উপায় নেই, সমস্যা সেখানেও নয়। সমস্যা দেশের স্বার্থকে উপক্ষো করে যারা ঐ দেশগুলোর স্বার্থকে বড় করে দেখে বা বাংলাদেশকে নতুন করে হিন্দুস্তান বা পাকিস্তান বানানোর স্বপ্ন দেখেন তাদের নিয়ে। এ ধরনের লোকজন যে গোত্রের বা ধর্মাবলম্বী হোক না কেন হয় তাদের দেশ ছেড়ে চলে যাওয়া উচিত নয়তো তাদের রাষ্ট্রদ্রোহিতার আইনে বিচারের আওতায় আনা উচিত।

২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৭

খাঁজা বাবা বলেছেন: এ দেশ আর কখনো পাকিস্তান হবে না, কোন ভাবেই না। দেশে ১% ও এমন মানুষ নেই যারা আবার পাকিস্তানের সাথে যোগ দিতে চায়।
তবে ভারতের দ্বারা আমরা ঝুকির মধ্যে আছি, এবং এদেশে এমন মানুষিকতার লোকের অভাব নেই যারা ভারতের সাথে যোগ দিতে চায়। তা সব ধর্মেরই। বিশেষ করে প্রগতিশীল নামধারী কিছুলোক অন্তরে সেই আকাংখা লালন করে বা টাকার বিনিময়ে কাজ করে।

৮| ২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৫

জ্যাক স্মিথ বলেছেন: উনি সিল মেরে দিবে কি, উনকেই সিল মেরে দেয়া হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগে পররাষ্ট্রমন্ত্রীকে আইনি নোটিশ হে হে। B-)
পাবলিক নিয়ে যারা কাজ করে তাদের কাথা বলতে হয় মেপে মেপে, অতি সরলীকরণ অনেক সময় বিপদের কারণ হয়ে দাড়ায়।
বেচারা মোমেন। B:-)


২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৪১

খাঁজা বাবা বলেছেন: উনি যদি ভারতে গিয়ে এই কথা বুলি বলে থাকেন, তবে দেশদ্রোহিতার কাজ করেছেন। যা তিনি নিজ মুখে বলেছেন। পদ আঁকড়ে থাকার নৈতিক কোন অধিকার ওনার আর নেই।

৯| ২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৫২

ঢাবিয়ান বলেছেন: সত্য কথা প্রকাশ করার জন্য পদত্যাগ করতে হচ্ছে পররাস্ট্রমন্ত্রীকে । বড়ই দুঃখজনক

২১ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২০

খাঁজা বাবা বলেছেন: আসলেই দুঃখ জনক, যদি আদৌ পদত্যাগ করতে হয়।

১০| ২১ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১৫

অক্পটে বলেছেন: এই পদ, পদ মর্যাদা সবইতো মেকি। রাতের ভোটের পদাবলী।

২১ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১৯

খাঁজা বাবা বলেছেন: তা বটে, কিন্তু ক্ষমতা তো খাটানো যায়, কামাই ও হয়। সব কিছুই তো এর জন্যই।

১১| ২১ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক হিন্দু আওয়ামী লীগের নামও শুনতে পারে না।

২২ শে আগস্ট, ২০২২ সকাল ৯:২৮

খাঁজা বাবা বলেছেন: জ্বী অবশ্যই।
আমি তাদের কোন দোষ দিচ্ছি না।

১২| ২১ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৩

পোড়া বেগুন বলেছেন:
বেচারা নিখাদ সত্য কথাটি বলে ফেঁসে গেলেন।
দূনিয়াতে সত্য কথার ভাত নাই; সত্য কথার কদরও নাই।
তবে মোমিনদের কথা বাসি হলে ফলে।

২২ শে আগস্ট, ২০২২ সকাল ৯:২৯

খাঁজা বাবা বলেছেন: সত্যি বলার জন্য তাকে ধন্যবাদ।

১৩| ২১ শে আগস্ট, ২০২২ রাত ৮:২৯

কামাল৮০ বলেছেন: ওনার কথা আর পিনাকির কথায়,কোথায় যেনো একটা মিল আছে।দুই জন মনে হয় একই গুরুর শিষ্য।

২২ শে আগস্ট, ২০২২ সকাল ৯:৩১

খাঁজা বাবা বলেছেন: মিল থাকা ভাল না খারাপ? :D

১৪| ২১ শে আগস্ট, ২০২২ রাত ১১:৫৬

জিকোব্লগ বলেছেন:



মোমেনকে পরামর্শ দেয়া হয়েছিল, বেশি বেশি করে শেখ হাসিনার
তোষামোদ করতে আর ভারতের পা চাটতে। এটা পালন করতে
গিয়ে মুখ ফস্কে সত্য কথাটাই বলে ফেলেছেন। সত্য কথা বলার জন্য
মোমেনকে অনেক ধন্যবাদ।

২২ শে আগস্ট, ২০২২ সকাল ৯:৩২

খাঁজা বাবা বলেছেন: আমার পক্ষ থেকেও ধন্যবাদ।
যারা একের পর এক মিথ্যা বলে যাচ্ছেন তাদের চেয়ে মোমেন অনেক ভাল।

১৫| ২২ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৪৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: উনি নিখাঁদ সত্য কথা বলেছেন। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে হলেও ক্ষমতায় থাকতেই হবে উনি সেই সত্যটিকে সামনে এনেছে যেটা এতদিন গোপনে চর্চা হতো।

২২ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:০১

খাঁজা বাবা বলেছেন: জ্বি, এজন্য তিনি ধন্যবাদ পেতে পারেন।

১৬| ২২ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:০৮

রযাবিডি বলেছেন: এদেশের হিন্দু সম্প্রদায় এক পা সব সময় ভারতে দিয়ে রাখে সেটাও উনি প্রমান করলেন।

২২ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:২৫

খাঁজা বাবা বলেছেন: ওনারা ব্যপারটার ফায়দা নিচ্ছেন। কিন্তু এদেশের হিন্দুদের মানুষিক অবস্থা পরিবর্তনে কিছুই করেন নি।
সমস্যা জিইয়ে রাখলেই লাভ।

১৭| ২২ শে আগস্ট, ২০২২ দুপুর ২:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বেফাস কথা বর্তা বলাটা মনে হয় ইদানিং বেড়ে গেছে।

২২ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৪২

খাঁজা বাবা বলেছেন: যা করেছেন তাই বলেছেন।
বলেছেন বলেই জানতে পেরেছি অনেক কিছু।

১৮| ২২ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১০

আতঙ্কিত মানুষ বলেছেন: আপনার কথায় যুক্তি আছে

২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:১৮

খাঁজা বাবা বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.