নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না আমি কেউ না

খাঁজা বাবা

বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!

খাঁজা বাবা › বিস্তারিত পোস্টঃ

তার চাওয়া পাওয়ার কিছু ছিল না, তবুও

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩২



শেখ হাসিনার নাকি বায়ক্তিগত চাওয়া পাওয়ার কিছু ছিল না। শেখ মুজিবের বেয়ে নাকি দুর্নীতি করতে পারে না। সে এবং তার পরিবার যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করতে পারে তা এই কদিনে আমরা দেখছি। সামান্য ১০ কাঠার প্লটের লোভ ও তারা কেউ ছাড়তে পারল না। নিয়েছে তো নিয়েছে, তা অতি গোপনে, কাক পক্ষীও টের পায় নি।



শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল, রেহানার ছেলে ও মেয়ে ববি ও টিউলিপ প্রত্যেকের নামে ১০ কাঠার প্লট নেয়া হয়েছে। টিউলিপ তো ব্রিটিশ এম পি, বাংলাদেশের নাগরিক না। সে কোন আইনে প্লট পেল বুঝলাম না।

এর আগে ৯৬ সালে এরা আইন করে গনভবন লিখে নিয়েছিল। সরকার পরিবর্তনের পর তা আর টেকেনি। এসব যে টেকে না তা এরা বোঝে না। এরা মনে করেছিল আজীবন এরা সরকারে থাকবে। সারা বাংলাদেশ এদের সম্পত্তি। কিন্তু আল্লাহর প্লান অন্য কিছুই ছিল।

এত কিছুর পরেও কিছু ছাগু এই সব চোরের পক্ষে ইনিয়ে বিনিয়ে কথা বলেই যাবে।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪৩

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: এই বিষয়টা একেবারে বেশী হ্যাংলামো মনে হয়েছে। এরা মানসিকভাবে আসলেই গরীব।
এত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা, তার উপর দুনিয়ার ধন সম্পদের মালিক, এরা গেছে পুর্বাঞ্চলের প্লট দখল করতে।
ওইখানেও যাওয়া লাগবে?
এরা এত ফকির ক্যারে?

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩৯

খাঁজা বাবা বলেছেন: লুটপাটের কোন সুযোগ এরা ছাড়েনি।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৫৯

প্রহররাজা বলেছেন: এই অভিযোগগুলার প্রমান আছে আপনার কাছে?

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০২

খাঁজা বাবা বলেছেন: প্রথম সারির পত্রিকায় এসেছে। তার পরেও আপনাদের প্রমান লাগবে? দলিল দেখতে চান?


ছাগু, ছাগুই থেকে গেল।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪৬

দেখা হবে রাজপথে বলেছেন: আমি তো জানতাম পুরো দেশটায় ওর বাপের আর আলাদা করে টুকরা টাকরা জমি দেখে নিয়ে আর কি দরকার!
আমরা তো সবাই এখানে শুধু উদ্বাস্ত নয় ভাড়াটিয়া ছিলাম। :(

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:১৬

খাঁজা বাবা বলেছেন: দেশের মানুষকে হাসিনা ভড়াটিয়া মনে করত।

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৭

জুল ভার্ন বলেছেন: সর্বগ্রাসী হাসিনার এটা একটা আংশিক চিত্র।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:১৭

খাঁজা বাবা বলেছেন: পুরো দেশ, যেখানে সুযোগ পেয়েছে, সেখানেই খেয়েছে।

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আবেগ প্রবণ বাঙ্গালী বারবার ভুল মানুষ বেছে নেয়। যে হাসিনার জন্য এ দেশের মানুষ প্রাণ দিয়ে তাকে ক্ষমতায় বসিয়েছিলো, সে মূলত ছিলো একজন রাজনৈতিক বেশ্যা।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৭

খাঁজা বাবা বলেছেন: তার চেয়েও নিকৃষ্ট।

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৮

বাংলার এয়ানা বলেছেন: ছগুদের জন্যে লিংক
https://www.youtube.com/watch?v=VSv1pCC5p3I

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৯

খাঁজা বাবা বলেছেন: ছাগুদের যতই দেখান, ছাগু ছাগুই থাকবে।

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৩০

রানার ব্লগ বলেছেন: খোচা দেন আরো কিছু বের হবে ।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৩

খাঁজা বাবা বলেছেন: এক বছর খোচালেও ভাল কিছু বীর হবে না

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৪

রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: এক বছর খোচালেও ভাল কিছু বীর হবে না

পতিতের কাছ থেকে ভালো কিছু আশা করাটা উত্তম চিন্তা না ।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৯

খাঁজা বাবা বলেছেন: সেটাই

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৭

ইফতেখার ভূইয়া বলেছেন: এরা মিথ্যেবাদী, প্রতারক ও দেশদ্রোহী।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৯

খাঁজা বাবা বলেছেন: এদের উত্তম বিশেষণ।

১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০৪

হাবিব ইমরান বলেছেন:

ছাগু, ছাগুই থেকে গেল।, হা হা হা।

হাসিনা টাকার সাথে সাথে এদের পাচার করলো না কেন আল্লাহই জানেন। হাসিনা তার কয়েকটা মগজবিহীন অনুসারী রেখে যাবে ভাবি নাই। তারা সবসময়ই হাসিনার দুর্নীতি, গণহত্যা এসব মানে না। তর্ক করে। মগজ না থাকলে যা হয়।

আর রাজউক যখন প্লট বরাদ্দের পুরো প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয়তার সাথে করেছে, তাহলে তারা আবার অত্যন্ত গোপনীয়তার সাথে ক্যান্সেল করে দিলেই পারে। এত হইচই করার কিছু নাই। হাসিনার দুর্নীতি প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে। হইচই করতে করতে এনার্জি এখন খরচ করে ফেললে হবে না। বড় বড় জায়গায় পরে হইচই করার লোক পাবো না।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০১

খাঁজা বাবা বলেছেন: ছাগুরা পা চাটা ছাড়া অন্য কোন কাজে লাগে না, তাই রেখে গেছে, পাচার করে নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.