![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
ভারত স্বাধীনতার ৭৭ পরেও সেখানকার বাঙ্গালীরা, বিশেষত পশ্চিম বংগের বাঙ্গালীরা ভারতের অন্য অংশের মানুষের কাছ থেকে যথাযত সম্মান ও মর্জাদা পায় নি। সেখানে দিনে দিনে বাংলা সংষ্কৃতি, ভাষা আরো সংকটে পরছে। উপরের ভিডিওটি তার একটা প্রমান। গত বেশ কিছুদিনে এমন আরো বেশ কিছু ঘটনা ঘটেছে।
হাজার বছরের ইতিহাসে পশ্চিম বংগ কখনো পশ্চিম ভারত বাদ দক্ষিন ভারতের সাথে সংসুক্ত ছিলনা। এটা বাংলা ও বৃহত্রর আসামের সাথেই সংযুক্ত ছিল। সাথে ছিল বিহার ও উরিষ্যা।
যুগে যুগে বিভিন্ন আমলে এই ভূখন্ডের ম্যাপ নিয়ে কাটা ছেড়া হয়েছে। কিন্তু বার বার তারা মিলিত হয়েছে। এক হয়েছে।
ভারতীয় বাংগালীরা নিজেদের যতই ভারতীয় মনে করুক, অন্যান্য এলাকার ভারতীয়রা তাদের ভারতীয় মনে করে না। এক সময়ের পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র বাংলা এখন অর্থনৈতিক দিক থেকে ভারতের মধ্যেই ২২ তম। সেনাবাহীনিতে গোর্খা, তিব্বতী রেজিমেন্ট থাকলেও বাঙ্গালী কোনো রেজিমেন্ট নাই। এখন আবার ভারত সরকার বাংলাকে ভেংগে ২ ভাগ করতে চাইছে। তারা বাংগালীকে নিজেদের বলে বিশ্বাস করতে পারছে না।
পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, বিহার, উরিষ্যার অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির জন্য অবশ্যই তাদের বাংলাদেশের সাথে যুক্ত হতে হবে। এবং একদিন না একদিন সেটা হবেই। এই জাতীকে কখনো আলাদা করে রাখা যায় নি। যত তারাতারি এটা হবে ততই ভাল। এতেই পূর্বাঞ্চলের ভারতীয়দের মুক্তি। ভারত ধীরে ধীরে সেই দিকেই এগিয়ে যাচ্ছে।
১২ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:১৮
খাঁজা বাবা বলেছেন: আমি চাইছিলাম আপনি শিহরিত হন।
২| ০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩৪
কামাল১৮ বলেছেন: যখন থেকে জাতীয়তাবাদ বিকাশ লাভকরে তখন রাষ্ট্রের উদ্ভব হয়।জাতী রাষ্ট্র উন্নতির জন্য ভালো।বহুজাতিক রাষ্ট্র মানুষে মানুষে ঐক্যবদ্ধ হতে সাহায্য করে।
৩| ০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:২১
আহমেদ রুহুল আমিন বলেছেন: ‘ভারতীয়রা পশ্চিমবঙ্গকে ভারতীয় মনে করে না’- বিষয়টি খুবই দুঃখজনক । আসলে, বাংলাভাষাভাষি মানুষকে বিভেদ করেছে ধর্ম । একমাত্র ধর্মের কারণে বাঙালি কোনদিন একজাতি হতে পারে নাই, ভবিষ্যতেও পারবে বলে মনে হয়না ।
৪| ০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৪৪
রাকু হাসান বলেছেন:
পশ্চিম বঙ্গের বাঙালিদের তৃতীয় শ্রেণির নাগরিক মনে করে । সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রদেশে গিয়ে বাঙালি হত্যার ঘটনা ঘটেছে।ভারত এই বিভাজনের সমাধান করছে না ,বরং বিজেপি সরকার এটা নিয়ে রাজনীতি করে আসছে। হবে কি হবে না ,তা সময় বলে দিবে। তবে বাংলােদেশের সাথে যুক্ত হওয়ার সম্ভবনা কম এবং আমি আশাও করি না । হলে নতুন রাষ্ট্র হতে পারে ।
১২ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:২৩
খাঁজা বাবা বলেছেন: ভারত একদিন টুকরো হবেই।
৫| ০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:০৫
ঊণকৌটী বলেছেন: পাগলের প্রলাপ, আগে ঘর সামলাতে সময় দেওয়া দরকার, ডলার আজকে কোন জায়গায় ?
১২ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:২৬
খাঁজা বাবা বলেছেন: ডলার এই যায়গায় দেখেই তো হাসিনাকে খেদাইছি
৬| ০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:০৮
ঊণকৌটী বলেছেন: ভিক্ষারী হতে এর কয় মাস সময় লাগবে ?
৭| ০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:২৬
ঊণকৌটী বলেছেন: হাসিনা সমৃদ্ধ বাংলাদেশ বানিয়ে ছিলো, আর ইউনুস gang সেইটা ধংস করছে |
৮| ১০ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৫৮
নাহল তরকারি বলেছেন: সুন্দর।
৯| ১০ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:০৯
কামাল১৮ বলেছেন: যেদিন মানুষ বুঝতে পারবে ধর্ম উপকার করার থেকে অপকারেই করছে বেশী সেদিন দুই বাংলা এক হয়ে যাবে।
১০| ১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:২৩
রাজীব নুর বলেছেন: পশ্চিম বঙ্গের লোকেরা যথেষ্ট দাপটের সাথেই আছে।
১২ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:২১
খাঁজা বাবা বলেছেন: দাপটে থাকলে ভাল, আমার মনে হয় কোন একদিন তারা ভারত থেকে বের হয়ে বাংলাদেশের সাথে যুক্ত হতে চাইবে।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৫২
শূন্য সারমর্ম বলেছেন:
ভারতীয়রা পশ্চিমবঙ্গকে ভারতীয় মনে করে না, এটা ভেবেই আপনি শিহরিত হয়ে গেছেন।