নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি হলো আমার জগত, আমার মানস ভ্রমণের অখন্ড মানচিত্র । কল্পনার চরিত্রগুলোকে আমি লেখার জগতে বাস্তবতার ন্যায় সদর্পে চারণ করাতে চাই। আমি তাদের হাসি কান্না সুখ দুঃখে তুলির আঁচড় ছুঁয়ে দিয়ে অপছন্দের আঁকগুলো ইরেজার দিয়ে ঘষে তুলে বসাতে চাই কল্পনার রঙ ।

শাফায়াত উল্লাহ রহমত

খুব জটিল,ভীষণ সহজ এবং আবেগী নিতান্তই সহজ-সরল খোলা মনের মানুষ...আমার অভিধানে কান্না বলে কিছু নেই, তবে কষ্ট পাই খুব সহজে... যে যা দেয় তা ফিরিয়ে দেই। সে যদি হয় ভালোবাসা, তবে ভালোবাসা, অবহেলা হলে অবহেলা, কষ্ট হলে কষ্ট... আমার এ নীতি থেকে আজ পর্যন্ত বিচ্যুত হইনি,হতে চাইও না...।

শাফায়াত উল্লাহ রহমত › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিরাপদে থাকুন, গদি ধরে রাখুন। তনু\'দের হত্যার বিচার হোক না হোক, আসামির ফাঁসি হোক না হোক তাতে কি.....যুদ্ধাপরাধীদেরতো বিচার হচ্ছে... !!!!

২৫ শে মার্চ, ২০১৬ রাত ১:৩৮



মাননীয় রাষ্ট্রপতি নিজেই বলেছেন তিনি বঙ্গভবনের চার দেয়ালের মাঝে বাক স্বাধীনতাহীন অবস্থায় জীবন যাপন করছেন তাই তিনি কোন বিষয়ে কথা বলতে অপারগ...!!!
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ফোবার্সের তালিকায় ১০ স্থানীয় ক্ষমতাধর বিশ্বনেত্রী যার কারনে দেশের ছোট খাটো এই সব ধর্ষন ফর্শনের খবর রাখার সময় কই ওনার...!!
স্পিকার শিরিন বেগম নাকি সংসদের বাহিরের আওয়াজ তেমন একটা কানে শুনেন না...!!
বিরোধী দলীয় নেত্রী বুড়ো বয়সে নিজের সংসার বাঁচানো নিয়ে ব্যস্ত...!!!
এডভোকেট তুরিন আফরোজতো সেই ৭১ সালে কে কাকে ধর্ষন করছে সেই প্রমান জোগাড় করতে ব্যস্ত..!!
সুলতানা কামাল পার্বত্য অঞ্চলে উপজাতিদের স্বার্থ রক্ষা নিয়ে ব্যস্ত..!!
খুশি কবির মাল খেয়ে টাল হয়ে পড়ে আছে ড্রয়িং রুমে, তাই তাকে খুজে লাভ নেই....!!
অগ্নি কন্যা লাকি শাহবাগ ছেড়ে এখন নিজের বিছানা ঠিক করা নিয়ে ব্যস্ত...!!
৭১ টিভির নবনীতা কড়া মেকাপ বক্স খুজতে খুজতে হয়রান...!!
মুন্নি শাহা গেছে জ ই মামুনের সাথে শিলিগুড়ি হানিমুনে....!!
মানবাধিকারের রাতকানা ট্যারা মিজান দিনের বেলায় ঘুমায় আর রাতের বেলায় চোখেই দেখে না...!!
স্বরাষ্ট্রমন্ত্রী আ,খা কামালের আজ তিনদিন যাবত মিডিয়া জ্বর হয়েছে, তাই ডাক্তারের নির্দেশে মিডিয়া মুক্ত সময় কাটাচ্ছেন...!!
পুলিশের আইজি শহীদুল হক আছে চেতনার কেনা বেচার দায়িত্বে তাই অন্য কিছু দ্বায়ভার নেয়া তার পক্ষে সম্ভব না...!!
চুরঞ্জিত বাবুর বিড়ালের ব্যবসাটা ইদানিং তেমন একটা ভালো যাচ্ছে না তাই বেচারার মনটা খারাপ....!!
নু নু না থুক্কু ইনু মিয়া নিজের লুঙ্গি সামলাইতে কাহিল,অন্য প্রসঙ্গ না টানাই ভালো...!!
হাসান মাহমুদ ইদানিং ঘুমের মাঝেও তারেক রহমানকে স্বপ্নে দেখে আতকে উঠে তাই চিকিৎসার জন্য সিংগাপুর গেছেন...!!
ইমরান এইডস সরকারের শাহবাগের টাকা শেষ তাই বিলেতী না পেয়ে কম দামী গাজা টান দিয়া রাজা হয়ে পড়ে আছেন বারান্দায়...!!
দেশে মানবাধিকার এর অগ্রদুতেরা আজ সবাই ব্যস্ত,তাইতো সোহাগী জাহান তনু হত্যার বিচারের জন্য রাস্তায় নামতে হচ্ছে আমাদের মত সাধারণ জনগন কে।
কি এক আজব দেশ মাইরি....খুনের বিচারের জন্য আন্দোলন করতে হয়,তারপরেও বলে দেশে নাকি আইনের সুশাষন অব্যাহত আছে...!!
সেই তার কাকার কাছে শুনছে,তার কাকা তাহার বাবার কাছে শুনছে,তাহার বাবা গ্রামের সবুর মিয়ার কাছে শুনছে আর সবুর মিয়া অন্ধকারে ৩কিলোমিটার দূর থেকে স্পষ্ট দেখছে.... এমন সাক্ষির ভিত্তিতে ৭১ সালের ধর্ষনের বিচার হয় কিন্তু বর্তমানে শত শত তনু রোজ ধর্ষিত হচ্ছে তার কোনো প্রমান খুজে পাওয়া যায় না, সিসি টিভির ফুটেজ খুজে পাওয়া যায় না.....আসামিদের খুজে পাওয়া যায় না......তারপরেও তনু হত্যার বিচার চাইবেন...?? এটা কি মগের মুল্লক নাকি...???
তনু হত্যার বিচার হোক না হোক,আসামির ফাঁসি হোক না হোক তাতে কি.....যুদ্ধপরাধিদেরতো বিচার হচ্ছে আর এতেই বুঝা যায় দেশ স্বাধীনতার শক্তির লোকদের হাতে নিরাপদ,
তাইলে তনু হত্যার বিচারের কি হবে...??
বিচার চেয়ে লাভ নেই এটা আমার মত আপনারাও জানেন, কারন দেশ এক তনুর জন্য থেমে থাকবে না, এমনিতে অনেক এগিয়ে যাচ্ছে দেশ আরো আগাবে.....তাই সব কিছু ভুলে শুধু জয় বাংলা বলে সামনে বাড়েন...!!
মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিরাপদে থাকুন।।।। গদি ধরে রাখুন। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আপনাকেই প্রয়োজন।
(আংশিক সংকলিত)



মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ১:৪৬

আমিই মিসির আলী বলেছেন: এমন ছবি দেয়া মোটেই উচিত না।
ছবিটা সরিয়ে ফেলুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.