![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।
পৃথিবীর পথে পথে ঘুরে আমি যা অর্জন করেছি বা করছি আজ সেসব কিছুই আমার অবাধ জীবনের পথে বাঁধার পাথর হয়ে দাঁড়িয়েছে। একটি কাগজ , কয়েকটি সংখ্যা, আমার মূল্যবোধ , ভালবাসার সীমা, আমার অতীত, বর্তমান,ভবিষ্যৎ সব কিছু কে একটি বিন্দুতে এনে মিলিত করেছে। এ কুল, ও কুল, দুকুলই আজ অসহায় চেয়ে থাকে। আর আমি চেয়ে থাকি নির্বাক, নীরব হয়ে।
০৯ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২৪
রায়হানুল এফ রাজ বলেছেন: শুভকামনা জানানোর জন্য অনেক ধন্যবাদ খায়রুল আহসান ভাই। অনেক অনেক ভালোবাসা জানবেন।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৬ রাত ১২:৫৭
খায়রুল আহসান বলেছেন: এ কুল, ও কুল, দুকুলই আজ অসহায় চেয়ে থাকে। আর আমি চেয়ে থাকি নির্বাক, নীরব হয়ে। - বড় জটিল পরিস্থিতির কথা জানালেন। আশাকরি এর থেকে শীঘ্রই উত্তরণ ঘটবে।