![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।
একটি প্রেমের গল্প বলছি;
এক জোড়া পায়ের সাথে প্রেমের গল্প।
অত্যন্ত সুন্দর-আকর্ষণীয় এক জোড়া পা।
শ্বেত-শুভ্র মসৃণ এক জোড়া পা।
নখগুলো মুক্তার মত খোঁচিত ছিল
আঙ্গুলগুলোর শেষ প্রান্তে।
পায়েল শোভিত পা জোড়ায়
জড়িয়ে ছিল গভীর মায়া। সেই মায়ায়-
সিক্ত হয়েছি ক্ষণে ক্ষণে।
শেষ বার পা দুটোকে দেখেছিলাম-
শূন্যে ভাসতে।
সমাজের চাপে পা জোড়া শূন্যে ভেসেছিল।
ছবিঃ ইন্টারনেট
২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:১২
রায়হানুল এফ রাজ বলেছেন: ঠিকই বলেছেন। পা দুটো আসলেই সুন্দর।
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৭
ভ্রমরের ডানা বলেছেন:
পা দুটো যত সুন্দর কবিতা তার ব্যস্তানুপাতিক!