![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।
একটা বিকালের কথা আমি কোনদিন ভুলবো না।
সে যাই হোক,
একটা বিকাল কিংবা একটা থমকে যাওয়া সময়।
কি ছিলনা সেই বিকালটাতে?
ঝলমলে আলোক রশ্মি,
যা আচ্ছন্ন করেছিল তোমার সর্বাঙ্গে।
ঢেউয়ের মতো খেলেছিল সারাটা সময়।
তোমার ছুঁয়ে যাওয়া হাত, হাতের স্পর্শ, ঠোঁটে স্পর্শ।
প্রথম স্পর্শ এমন হয় বুঝি? তুমি না থাকলে-
এই অবহেলিত শরীর সেটা জানতেই পারতো না কোনদিন।
অন্য রকম একটা বিকেলে ঠিক অন্য রূপে কাছে ছিলে তুমি।
জীবনের অনেক প্রথম শুরু হয়েছিল সেদিন।
সেই বিকাল, সেই স্পর্শ, সেই মাদকতা সব স্মৃতির পাতায়।
শুধু তুমি নেই।
আরো অনেক বিকালে এভাবেই কাটবে।
আমি শুধু স্মৃতিগুলো হাতড়াবার আকাংখায় তোমায় নিয়ে গল্প সাজাবো।
লেখকঃ রায়হানুল ফেরদৌস রাজ
সত্ত্বঃ লেখক
ঝিনাই-কুঁড়ির পাড়
পঞ্চগড়
ছবিঃ ইন্টারনেট
৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫০
রায়হানুল এফ রাজ বলেছেন: বোকা অনেক তাই না???
২| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৪
ন্যায়দন্ড বলেছেন: দয়া করে দুটো মন্বব্যই মুছে দিন।
ভুল করে এখানে..............
৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
রায়হানুল এফ রাজ বলেছেন: বুঝলাম না কিছুই।
৩| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩১
চাঙ্কু বলেছেন: স্মৃতিপা, তুমি বেদানা!!
৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
রায়হানুল এফ রাজ বলেছেন: খুব কষ্ট ভাই।
৪| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৪
স্রাঞ্জি সে বলেছেন: মনোমুগ্ধকর কাব্য।
মনোমুগ্ধকর কাব্য।
৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
রায়হানুল এফ রাজ বলেছেন: ধন্যবাদ।
৫| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:২৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
রায়হানুল এফ রাজ বলেছেন: ধন্যবাদ নূর ভাই।
৬| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কবিতা ।
৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
রায়হানুল এফ রাজ বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।
৭| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৬
বাকপ্রবাস বলেছেন: স্মৃতিরা লেগে আছে
বিকেলটা গেথে আছে
শুধু তুমি নাই
আজো পাই বিকেলে
তুমি যে সেই গেলে
বল কোথায় পাই।
-
কবিতা ভাল লেগেছে।
৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৮
রায়হানুল এফ রাজ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
কবিতা ভালো লেগেছে শুনে খুশি হলাম।
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৩
ন্যায়দন্ড বলেছেন: আমরা মুসলিমরা কত বোকা তার উজ্জ্বল উদাহরণ আপনি।
মানব সভ্যতায় উন্নয়নে মুসলিমদের অবদান খুবই সামান্য, তবু এরা বলে সব এদের।
এখানেও আল্লাহকে অবিশ্বাস করছেন। আল্লাহ সব অমুসলিমদের দ্বারা পৃথিবীতে পাঠাচ্ছেন তবুও এরা বলে সব এদের।
হে প্রভূ তুমি এদের জ্ঞান দাও, এদের ক্ষমা করো।
এই বোকারা নবীজীর সময়ও ছিল, এখনও আছে। ১৫০০ বছর ধরে এরা তোমার কাছ থেকে কিছুই নিতে পারেনি।
আমি ন্যায়দন্ড, আমি ন্যায়ের পক্ষে, আল্লাহর পক্ষে।