![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
বালিকা, তুই হবি বিরাজ বউ আমার?
যদি আমি নীলাম্বর হই;
২.
ফাল্গুন দিনের পড়ন্ত বেলায়
সিদ্ধ হাঁসের ডিমের কুসুমের মত টিপ এঁকে দেবো তোর কপালে;
আকাশ হবি আমার?
৩.
চলনবিল থেকে শাপলার মালা বানিয়েছি তোর জন্যে;
পড়বি গলায়?
৪.
যদি আমি রাত্রির পথিক হই;
হবি জ্যোৎস্না আমার?
৫.
দিনশেষের ক্লান্ত পথিক আমি;
অমৃতসম এক গ্লাস পানি হয়ে হৃদয়ে সজীবতা আনবি?
৬.
আমি রাখাল হব;
তুই রাখালী বাঁশীর সুর হবি?
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪১
রাইসুল ইসলাম রাণা বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগলো। শুকরিয়া
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৫
সোজোন বাদিয়া বলেছেন: বাঃ, বেশ কাব্যিক!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩
রাইসুল ইসলাম রাণা বলেছেন: বাহবা পেয়ে উৎসাহিত হলাম। শুকরিয়া
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১২
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সুন্দর হয়েছে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪
রাইসুল ইসলাম রাণা বলেছেন: শুকরিয়া
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২০
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার কথাগুলো।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫১
রাইসুল ইসলাম রাণা বলেছেন: শুকরিয়া
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮
গেম চেঞ্জার বলেছেন: মটামটি
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪
রাইসুল ইসলাম রাণা বলেছেন: শুকরিয়া
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫০
জ্যোস্নার ফুল বলেছেন: বালিকা এ আমন্ত্রন গ্রহন করুক।
শুভকামনা।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭
রাইসুল ইসলাম রাণা বলেছেন: আমিন। পাঠ ও মন্তব্যের জন্যে শুকরিয়া
৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪২
চাঁদগাজী বলেছেন:
কোন নারী ব্লগারের কমেন্ট দেখছি না; তা'হলে বুঝতে সুবিধে হতো যে, এগুলো কি সাহিত্য, নাকি লুল!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৫৮
রাইসুল ইসলাম রাণা বলেছেন: এইটা সাহিত্য নাকি লুল, উনারা নির্ণয় করার কে?? আর ব্লগে ত আমার নানী,দাদী,খালা,আপা নাই যে পিঠ চাপড়িয়ে বাহবা দেবে। পাঠে ও মন্তব্যে শুকরিয়া শুভ সকাল
৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬
চাঁদগাজী বলেছেন:
বালিকারা এসব কথার মালা দেখলে তো ভাবনা-শক্তি হারায়ে ফেলে!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৩০
রাইসুল ইসলাম রাণা বলেছেন: ব্লগে বালিকা আছে নাকি? যে কজন আছে মহিলা, উনাদের ভাবনা শক্তি হারায়া ফেলার দিন শেষ হয়া গেছেগা। শুভসকাল
৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার কবিতা।শুভেচ্ছা।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭
রাইসুল ইসলাম রাণা বলেছেন: মন্তব্য পেয়ে ভালো লাগলো। শুকরিয়া
১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৮
কল্লোল পথিক বলেছেন: চমৎকার লিখেছেন।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮
রাইসুল ইসলাম রাণা বলেছেন: শুকরিয়া
১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১২
রূপক বিধৌত সাধু বলেছেন: প্রশ্নগুলো ভাল্লাগসে! বালিকা কি রাজি হবে? ওরা তো মন বোঝেনা!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৯
রাইসুল ইসলাম রাণা বলেছেন: বেবুঝ বালিকা না রাজি জয় সাধু
১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৬
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভাল বলেছেন।
শুভেচ্ছা থাকলো।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২২
রাইসুল ইসলাম রাণা বলেছেন: আমার ব্লগে এই প্রথম আপনার পদাপর্ণ। শুকরিয়া
১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৩
আরাফআহনাফ বলেছেন: বেবুঝ বালিকা রাজি হয়ে যাক - এ নিবেদনে।
ভালো লাগা জানবেন।
শুভ কামনা রইল - আপনার ও "বেবুঝ বালিকা"র জন্য।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬
রাইসুল ইসলাম রাণা বলেছেন: আমার ব্লগে আপনার প্রথম পদাপর্ণ এবং দোয়া করার জন্যে শুকরিয়া
১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০১
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
একাধারে প্রশ্ন আর কবিতা? দারুণ মানিয়েছে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৩
রাইসুল ইসলাম রাণা বলেছেন: হ্যা, প্রশ্নমালায় কাব্য জড়িয়েছি। আমার ব্লগে আপনার প্রথম মন্তব্যে অনুপ্রাণীত হলাম। শুকরিয়া
১৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১২
রিপি বলেছেন: যদি আমি রাত্রির পথিক হই;
হবি জ্যোৎস্না আমার?
আহারে ভালবাসারে ।
চমৎকার হয়েছে। শুভেচ্ছা।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৫
রাইসুল ইসলাম রাণা বলেছেন: আহারে ভালোবাসা আপনাকেও শুভেচ্ছা। মন্তব্য পেয়ে ভালো লাগলো
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০১
নেয়ামুল নাহিদ বলেছেন: অসাধারণ হয়েছে। উপমাগুলো খুব ভাল লাগলো।