নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশিষ্ট অকর্মণ্য ব্যক্তি।

রাইসুল ইসলাম রাণা

খুঁজে দেখো, পাবে আমায়; শব্দের আড়ালে।

রাইসুল ইসলাম রাণা › বিস্তারিত পোস্টঃ

জ্যোৎস্না ও মেয়েরা

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:৫৩

সূর্য বিদায় হবার আগপর্যন্ত রেল লাইন
ধরে হেঁটে রেলগেট দিয়ে বের হয়ে
শেরশাহ্ রোড বয়ে হাঁটছি। দুজন বেশ
কিছুক্ষণ মৌন ছিলাম। "তোর কি তাড়া
আছে?" জিজ্ঞেস করে মুক্তা ভাই
মৌনতা ভাঙ্গলো।
-না
-আরো অনেকক্ষণ হাঁটবো কিন্তু?
-হু
-বিরক্তি লাগতিছে?
-একটু একটু। এই রাস্তায় বিকেলে হাঁটতেই
ভালো লাগে। সুন্দর সুন্দর মেয়ের রূপদর্শন
সুখ উপভোগ করা যায়।
-হাঃ হাঃ রাতে হাঁটতে ভালো লাগে
না?
-এখন তো কৃষ্ণপক্ষ। জ্যোৎস্না রাতে
ভালো লাগে আপনারে কৃষি কলেজ
ক্যাম্পাসে।
দুজন কথা বলতে বলতে বাংলো
সিস্টেমের দোতলা বাড়ীটির কাছে
এসে পড়লাম। এই বাড়ি নবযৌবনা একটা
মেয়ের সাথে আই কন্ট্রাকে সবই হয়। মুখে
বর্ণ না থাকলে বরাবরই সুন্দরী। তাঁরা
ঝড়ে পড়ে হাসিতে আমায় ভুলিয়েছে
সর্বনাশী। হয়তো কখনো বলা হবে না
ঠাঁস বুনটে বাসা বুনে চলেছি। ও কি
আমায় বলতে পারে না? ইচ্ছে করলেই
পারে, আমিও পারি। আমি কখনো বলবো
না। শুধু দেখে যাবো।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:০০

বিজন রয় বলেছেন: ভাল লাগিল।
++++

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:০৫

রাইসুল ইসলাম রাণা বলেছেন: উৎসাহিত হলাম। :) ধন্যবাদ জানবেন সাধু

২| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:০৬

প্রামানিক বলেছেন: অনু গল্পই বটে। ধন্যবাদ

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:৪৬

রাইসুল ইসলাম রাণা বলেছেন: হা। ধন্যবাদ জানবেন সাধু

৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:১৫

জ্যোস্নার ফুল বলেছেন: বইলা দ্যান। জীবনে আর আছে কি :)

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:৪৮

রাইসুল ইসলাম রাণা বলেছেন: হাঃ হাঃ কিছুই নাই, বালিকা ছাড়া। :) ধন্যবাদ সাধু

৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:৩৬

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সবুরে মেওয়া ফলে অসবুরে আগুন জ্বলে।।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:৪৯

রাইসুল ইসলাম রাণা বলেছেন: সবুরেই থাকলাম তাইলে। ধন্যবাদ সাধু

৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:১২

কল্লোল পথিক বলেছেন:







চমৎকার কবিতা!
শুভ কামনা জানবেন।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:১৭

রাইসুল ইসলাম রাণা বলেছেন: এইটা কবিতা নয়, অতি ক্ষুদ্র গল্প। আপনি মনে হয়, অপেরা মিনি দিয়ে এক কলাম বার অর্থ্যাৎ মোবাইল ভিউয়ে দেখতিছেন এজন্যে কবিতার মতো মনে হচ্ছে। ধন্যবাদ সাধু

৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:৪৯

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: এভাবে দেখতে থাকলে একদিন দেখবেন আপনার নাকের ডগা দিয়ে আরেকজন তাকে .............
তাই সময় থাকতে বলে ফেলুন।

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৭

রাইসুল ইসলাম রাণা বলেছেন: নিকগে। আরো কত আছে। শুভসকাল সাধু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.