নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সাঈদী এখন চাঁদে

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:৪৭

# ইসলামী আইন অনুযায়ী জামায়াত শিবিরের চোরাগুপ্তা হামলার জন্য তাদের হাত কেটে দেওয়া উচিত ।

# সেনা বাহিনী ক্ষমতায় আসলে দেশের অনেক উপকার হবে । বিশেষ করে দূর্নীতিবাজদের খবর আছে ।

# জামায়াত শিবিরের হামলার প্রতিরোধ কখনই গনহত্যা হতে পারে না ।

# সংখ্যালঘুদের উপর আঘাত কোনভাবেই মেনে নেওয়া যায় না।

# বিটিভি একটা হিজড়া চ্যানেল ।



সারা দেশের মানুষের প্রানের দাবী শুধু জামাত শিবির এবং রাজাকার মুক্ত বাংলাদেশ। সাথে আমি আর একটু চাই- দুর্নীতিমুক্ত বাংলাদেশ।



দেশ নিয়ে চিন্তা ভাবনা করতে করতে আমি শুকিয়ে যাচ্ছি, আমার খাওয়া নেই, ঘুম নেই । আর কিছু ফাজিল ফাজলামো শুরু করেছে ! খুব নীরবে গোপনে গনজাগরন মঞ্চে কোনো এক বিশেষ দল ফায়দা লুটছে । মন থেকে একটা কথা বলি- সংঘর্ষ, হরতাল, আগুন, হামলা চাই না । নিজের ছোট্র প্রিয় বাংলাদেশে সুখে আনন্দে শান্তিতে থাকতে চাই । জয় বাংলা ।



চাঁদে সাঈদীর মুখ !!! ফাজলামোর একটা সীমা আছে । যতসব শুয়োরের দল । গাঁজা না খেলে কেউ এমন কথা বলতে পারে না । প্রণব মুখার্জি শ্বশুর বাড়িতে এসেছেন- কিন্তু কেন জানি আজ বারবার কাটাতারে ঝুলানো ফেলানী'র মুখটা খুব মনে পড়ছে ।বগুড়াতে মসজিদের মাইক দিয়ে ঘোষনা দেওয়া হয় যে ,চাঁদে সাঈদী কে দেখা যাচ্ছে ।ফলে সবাই ঘুম থেকে উঠে এবং তাদেরকে নিয়ে হরতালের পক্ষে মিছিল করা হয় ।সব রাজনৈতিক দলের প্রতি আহব্বান দয়া করে একটু সহনশীল হউন।



বাহাদুরশাহ পার্কের সমাবেশ থেকে ঘোষিত কর্মসূচী-



১) সোমবার সকাল ১০ টায় প্রজন্ম চত্বর থেকে হরতাল বিরোধী প্রতিবাদী মিছিল।

২) ৫ মার্চ যাত্রাবাড়ী চৌরাস্তায় মহাসমাবেশ।

৩) ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ।

৪) ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে প্রজন্ম চত্বরে নারী জাগরণী সমাবেশ।









মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:৫৯

নায়করাজ বলেছেন:

২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:০৩

শাহীন ভূইঁয়া বলেছেন: Chand re o Greptar kore Fashi Dite hobe

৩| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৩০

মহসিন০৮ বলেছেন: চাঁদে নাকি দেলোয়ার হোসেন সাঈদীকে দেখা যাচ্ছে। এটা নিয়ে চলছে বিভিন্ন মহলে বিভিন্ন কথা। সাতকানিয়াতে মনে হয় একটু বেশি বেশি...

বিস্তারিত : Click This Link

৪| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:৫৮

শূন্য পথিক বলেছেন: চাঁদ ও ব্রেকিং নিউজ!

৫| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:৫৮

শূন্য পথিক বলেছেন: চাঁদ ও ব্রেকিং নিউজ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.