নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
গতরাতে আমি একটি স্বপ্ন দেখেছি। আমি স্বপ্নে দেখলাম, একটি নৌকায় আমি সম্পূর্ণ একা। নৌকায় কোনো দাঁড় নেই, কোনো হাল নেই। অথৈ সাগরে নিঃসহায়ের মত একা ভেসে চলেছি।
হেফাজতে ইসলাম যে ১৩টি মধ্যযুগীয় দাবি তুলেছে, সেগুলো বাস্তবায়ন হওয়ার আগে বিবেকবান যে কোনো মানুষের মরে যাওয়াই ভালো।মহান প্রভু'র কাছে এখন আমার প্রার্থনা একটাই- দেশের বর্তমান অশান্ত পরিস্থিতি শান্ত করে দাও।হঠাৎ করে দেশের বেশ কিছু মানুষ ধর্মপ্রান হয়ে পড়েছে।অনেকে চা খেতে খেতে টিভিতে খবর দেখে খুব হায় হুতাশ করছেন।আজ মুসলমানের বিরুদ্ধে মুসলমান ।হেফাজতে ইসলাম - জামায়েত ইসলামের দ্বিতীয় গ্রুপ এটা এখন পুরোপুরি স্পষ্ট! সরকারকে এখন খুব ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে। সাপ মরবে কিন্তু লাঠি ভাঙ্গবে না টাইপ সিদ্ধান্ত।
এখন থেকে ৪২ বছর আগে হুবহু এইরকম একটি পরিস্থিতি নেমে এসেছিল ৫৬ হাজার বর্গমাইলের এই বাংলাদেশজুড়ে। ১৯৭১ সালে ঠিক এমনিভাবেই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ধর্মবিরোধিতার অভিযোগ তোলা হয়েছিল। বিশেষ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অবমাননায় ক্ষতিগ্রস্থ হওয়ার মতো ধর্ম ইসলাম নয়। যদি সেটিই হতো, তাহলে এতো হাজার বছর পরও ইসলাম টিকে থাকতো না।হে আল্লাহ ! একাত্তরে ইসলামের দোহাই দিয়ে লাখ লাখ নিরপরাধ মানুষকে মেরে ফেলার পর-ও ইসলাম বিপন্ন হয় না।
প্রতি ৫০ হাজার ব্লগারের মধ্যে একজন হয়তো ধর্ম নিয়ে টানাহেঁচড়া করেন, তাতে কি বাকি সব ব্লগারই ধর্মবিরোধী নাস্তিক হয়ে যান? ধর্মকে বর্ম বানিয়ে যুদ্ধাপরাধীদের বিচার থেকে মানুষের চোখ অন্যদিকে ফিরিয়ে নেওয়ার অপচেষ্টা।
হে আল্লাহ ! যখন তুমি বলেছো তোমার সৃষ্টিকে যে ভালবাসলো সে তোমাকেই ভালবাসলো তখন বছরের পর বছর ধরে মাজার-দরগার ভেতরের দান-বাক্স ফুলে-ফেঁপে উঠলো,কিন্তু সেখানে দিনের পর দিন ভিক্ষা করা লোক গুলোর ভাগ্য একই রকম থেকে যায়,তখনো ইসলাম বিপন্ন হয় না ।
হেফাজতের সাথে জড়িত আশিভাগ কওমী মাদরাসার ছাত্র।'নাস্তিক ব্লগার' 'নাস্তিক ব্লগার' রব তুলে মোল্লারা রীতিমতো কাবু করে ফেলেছে সরকারকে।জামায়াত-শিবির বরাবরই আছে সেই একাত্তরের সেই চিরচেনা চেহারায়। হেফাজতের ভন্ড মোল্লাগুলো এতোদিন ঘাপটি মেরে ছিল কওমি মাদ্রাসার আড়ালে।
আমি নিশ্চিত, এই ধর্মব্যবসায়ীরা একাত্তরের মতোই হারবে আবার।
২| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৩
মানব ও মানবতা বলেছেন: কিন্তু আল্লাহ কি সরাসরি মাটিনে নেমে আসবেন হেফাজত করার জন্য? যুগে যুগে কিছু মানুষকে তিনি বেছে নেন এ কাজরে জন্য, যাদের মাধ্যমে এর হেফাজত করান। এরা তো সব ব্লগারের বিরুদ্ধে নয়, নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে। আপনি এত উৎকন্ঠিত কেন? আপনি হয়তো কওমী সম্পর্কে কিছুই জানেন না অথবা জেনেও কোন রাজনৈতিক স্বার্থে সত্য লুকাচ্ছেন। কওমীদের সাথে জামাতের শত্রুতা অনেক পুরনো। আপনি জামাতকে ঘৃণা করেন দেশের স্বার্থে, ওরা করে দেশ এবং ধর্মের স্বার্থে। সাদা চোখে দেখুন, সব পরিস্কার।
৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৫
0গাংচিল বলেছেন: রিজিক এর মালিক তো আল্লাহ!
আপনি কষ্ট করে টাকা উপার্জন কেন করেন?
হাত পা গুটাইয়া ঘরে বসে থাকলেই পারেন!
আল্লাহ যেমন আপনার আমার সবার রিজিক এর মালিক, সুতরাং কষ্ট না করলে আল্লাহ আপনাকে আমাকে ঘরে এসে খাওয়াইয়া দিয়ে যাবেন না।
৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬
0গাংচিল বলেছেন: মানব ও মানবতা বলেছেন: কিন্তু আল্লাহ কি সরাসরি মাটিনে নেমে আসবেন হেফাজত করার জন্য? যুগে যুগে কিছু মানুষকে তিনি বেছে নেন এ কাজরে জন্য, যাদের মাধ্যমে এর হেফাজত করান। এরা তো সব ব্লগারের বিরুদ্ধে নয়, নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে। আপনি এত উৎকন্ঠিত কেন? আপনি হয়তো কওমী সম্পর্কে কিছুই জানেন না অথবা জেনেও কোন রাজনৈতিক স্বার্থে সত্য লুকাচ্ছেন। কওমীদের সাথে জামাতের শত্রুতা অনেক পুরনো। আপনি জামাতকে ঘৃণা করেন দেশের স্বার্থে, ওরা করে দেশ এবং ধর্মের স্বার্থে। সাদা চোখে দেখুন, সব পরিস্কার।
৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৪
শরীফ িবিড বলেছেন: আমি স্বপ্নে দেখলাম, একটি নৌকায় আমি সম্পূর্ণ একা।
স্বপ্ন নয় হয়ত এটাই বাস্তব।
হেফাজতে ইসলাম যে ১৩টি মধ্যযুগীয় দাবি তুলেছে, সেগুলো বাস্তবায়ন হওয়ার আগে বিবেকবান যে কোনো মানুষের মরে যাওয়াই ভালো।
মরলেই বুঝতে পারবেন। তবে দোয়া করি মরার অাগেই প্রভু আপনাকে বুঝ দিক।
মহান প্রভু'র কাছে এখন আমার প্রার্থনা একটাই...
প্রভু'র দাবীকে অগ্রায্য করে সেই প্রভুর কাছেই প্রার্থনা করছেন। সত্যিই সেলুকাস.....
৫০ হাজার ব্লগারের মধ্যে একজন হয়তো ধর্ম নিয়ে টানাহেঁচড়া করেন, তাতে কি বাকি সব ব্লগারই ধর্মবিরোধী নাস্তিক হয়ে যান?
অবশ্যই নয়।
হেফাজতের সাথে জড়িত আশিভাগ কওমী মাদরাসার ছাত্র।
কওমী মাদরাসা এদেশে জামাত এর সবচেয়ে বড় প্রতিবাদী। সুতারাং আশিভাগ মানেই প্রমান করে হেফাজত জামাত না।
আমি নিশ্চিত, এই ধর্মব্যবসায়ীরা একাত্তরের মতোই হারবে আবার।
আমি নিশ্চিত, এই ধর্ম বিরুদ্ধরা একাত্তরের মতোই হারবে আবার।
৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৭
হাঁড় = ঘাঁড় বলেছেন: পোষ্টে +++++++++++++++
গত ২৪ ঘন্টায় সামুতে ফ্লাডিং হচেছ। হেফাজতে ইসলামের নাম করে পথে নামা তান্ডবকারীদের বিষয়ে অনেক ধর্মীয়, নৈতিক ও আইনগত বিষয় নিয়ে পোস্ট এসেছে। এই পোস্টগুলোতে অসংখ্য বিষয় স্পষ্ট করা হয়েছে।
...তালেবান জঙ্গিবাদের ভয়
মুসলমানিত্ব যাচাই পরীক্ষায় ব্লগারের ত্রাহি দশা : এই ধর্মব্যবসায়ীদের হারাতেই হবে
'হেফাজত' এর অণু-পরমাণু: শিউরে ওঠার উপাখ্যান
হয় তালেবানী না হয় শত্রু
মধ্যযুগের দিকে যাচ্ছে দেশ (বাংলাস্তান অথবা পূর্ব পাকিস্তান) : হেফাজতিদের ১৩ দফা দাবি এবং আমার চিন্তা
হেফাজত ইসলামের শান্তির নমুনায় হামলা চলছে
হেফাজতের নেতা আর টিভি র টক শোতে (আওয়ার ডেমোক্রেসি) বললেন বেপর্দার জন্য মালালা কে গুলি করা হয়েছ।।
ফিউশন ফাইভ এর পোস্টের ছবি নিয়ে যারা কনফিউসনে আছেন তারা এইদিকে আসেন
হিফজতের প্রধান আস্তানা ভারতের দেওবন্দ: দেখুন সেই দেওবন্দীদের কি অবস্থা
‘নাস্তিকদের শায়েস্তা করি, এরপর মিডিয়া’
...হেফাজতের কাছে প্রশ্ন
শাপলা চত্বরের এক নাম না জানা তরুণের কাছে শাহবাগ চত্বর থেকে খোলা চিঠি : আরিফ জেবতিক
হেফাজতিরা পারলে প্রশ্নগুলোর জবাব দিন নতুবা মেনে নিন আপনার ভন্ড!
হেফাজতের মঞ্চ দখলের ঘোষণা। গায়ে পড়ে ঝগড়া করার শামিল নয় কি?
জানুন অন্যকে মুশরিকক/কাফির/মুনাফেক/নাস্তিক বলা গোনাহ
আল্লাম শফি ধ্যযুগীয় ব্রাহ্মণদের মতো নাস্তিকতার সংজ্ঞা দিচ্ছেন
ইসলাম হেফাজতের মালিক কোনো মানুষ নয়, বরং স্বয়ং মহান আল্লাহ পাক
ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা সত্যিকারের মুসলমানের কাজ না
বুকে যদি বিন্দু মাত্র ঈমানী শক্তি ও জোর থাকে হেফাজতে ইসলাম, আমার ছবিগুলোর বিপক্ষে যুক্তি দেখান।
হেফাজতে ইসলামের আসল চরিত্র
প্রিয় নবীজির নামে জঘণ্য মিথ্যাচার করল হিফাজত!!!
হেফাজতে ইসলামের কাছে কি ইসলাম হেফাজত ?
...লংমার্চ
লংমার্চ জায়িয প্রমাণ করতে পারলে আনজুমানে আল বাইয়্যিনাত-এর পক্ষ থেকে একশ’ কোটি টাকার চ্যালেঞ্জ ঘোষণা।
লংমার্চ নাস্তিক্যবাদবিরোধী কর্মসূচি নয়; বরং কট্টর নাস্তিক মাওসেতুংয়ের নাস্তিক্যবাদ তথা কমিউনিস্টবাদ প্রতিষ্ঠার কর্মসূচি
পবিত্র ‘হিজরত’ এর সাথে মাওসেতুং এর লংমার্চ মিলানো কুফরী হবে
প্রাণপ্রিয় নবীজি লংমার্চ করেছেন!!! (নাউযুবিল্লাহ) উক্ত অপবাদ লেপনকারী নিশ্চিত জাহান্নামী
...শাহবাগ নিয়ে পুনর্মূল্যায়ন ও গণজাগরণ মঞ্চে হামলা
কাণ্ডারি হুশিয়ার!!
শাহবাগের গণজাগরণ মঞ্চে হামলা চালিয়েছে হেফাজতে ইসলামীর কর্মীরা।
লড়াই হবে রাজপথে। শাহবাগ আবার জেগেছে। আবার জেগেছে প্রজম্ম..........জয় বাংলা।
গণজাগরণ মঞ্চ।
এবার সশস্ত্র প্রতিরোধের পালা, সমবেত হোন শাহবাগে
হেফাজতে ইসলামের শান্তির নমুনা : নির্মূল কমিটির সমাবেশে হেফাজতের হামলা
...জামাত বিষয়ে হেফাজত অন্ধ
হেফাজতী ইসলামের লংমার্চঃ নেপথ্যের এক ভয়াবহ কাহিনী
জামাতের বিরুদ্ধে, দেওয়ান বাগির বিরুদ্ধে কোনদিন লং মার্চ করলেন না কেন মাওলানা শফি সাহেব (দঃবাঃ)?
একটি হেফাজতে জামায়েত ও বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকি!!
যুদ্ধাপরাধীদের টাকায় এই আন্দোলন.....
ওরা হেফাজতে ইসলাম নয়- হেফাজতে জামাত ॥
হেফাজতে ইসলাম এত টাকা পেল কোথায় ?
হেফাজতে জামাতের এইগুলো নাকি অরাজনৈতিক বক্তব্য
হেফাজত-জামায়াত গোপন ফোনালাপ ফাঁস সরকার উৎখাত ও লংমার্চের ষড়যন্ত্র নিয়ে কথোপকথন
...তেরো দফা
হেপাজতে জামাতে ইসলামীর ১৩ দাবীর বাস্তবতা এবং কল্প বাস্তবতা।
লংমার্চ কর্মসূচি ইসলাম ও কুরআন শরীফ বিরোধী : একাত্তরে ঘাতক বাহিনীর সংগঠক ছিলো মাওলানা শফী
...নারীর উপর তালেবানী হামলা
এবার নারী সাংবাদিককে বেধড়ক পিটিয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা, অবস্থা গুরুতর।
বাংলা হবে আফগান : নারীদের পেটানো শুরু করে দিয়েছে হেফাজতে ইসলাম
ব্রেকিং!!বাংলাস্তানে স্বাগতম!!নারী সাংবাদিককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে হেফাজতের লোকজন!
আমি ও চাই !
উপরের পোস্টগুলোতে এত বেশি সংখ্যাক তথ্য আছে যে এগুলোই যথেষ্ট। আর এই সময়ে হেফাজতিরা দিচ্ছে রাষ্ট্রদ্রোহী পোস্ট।
...রাষ্ট্রদ্রোহীদের নর্তনকুর্দন
'ঢাকা বিচ্ছিন্ন এইটাই চান্স' -এই ধরনের রাষ্ট্রদ্রোহী পোস্টদাতা ও তাদের সমর্থকদের চিনে নিন। মুখোশ উন্মোচন করুন।
৭| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫০
মুহসিন বলেছেন: Click This Link
৮| ১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৬
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: বদরের যুদ্ধ কেনো হয়েছিলো জানেনতো, নাকি?
©somewhere in net ltd.
১| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২২
মোঃ উরমান বলেছেন: শুধু ছি ছাড়া বলার কিছু নাই।