নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জামাত নামের বিষবৃক্ষটি উপড়ে ফেলতে পারলেই দেশ ৫০ বছর এগিয়ে যাবে

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৪

আমরা ব্লগার হলেও নাস্তিক নই, আপনারা মুফতী মাওলানা হলেও সাধু নন ।



মূর্খদের ডাকা হরতালের কারনে শিক্ষিতরা পরীক্ষা দিতে পারছে না ! আমাদের কোনো রাজনীতিবদের প্রয়োজন নেই। সব গুলোকে মরুভূমিতে পাঠিয়ে দেওয়া হোক। এই মূর্খ গুলোর জন্যই আমাদের এত দুঃখ কষ্ট ।



বাংলাদেশে আসলে কোনো সত্যিকার ধার্মিক নেই।আমাদের সমাজটাই ভণ্ডামিতে পরিপূর্ণ।দূর্নীতিবাজরা যখন মসজিদে বা মাদ্রাসায় বড় অংকের টাকা দেয়, হুজুর তখন তার নামে দোয়া পড়তে থাকেন।সমাজের সর্বত্রই শুধু ভণ্ডামি চলছে...



বাংলাদেশে ২/৩ জন মন্ত্রীর দুর্নীতির টাকা দিয়েই একটা পদ্মা সেতু তৈরী করা যায়।বিদেশী সহায়তার কোনো প্রয়োজন নেই।



ফেসবুক স্ট্যাটাস থেকে।



শুভ রাত্রি । জয় বাংলা ।

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:

জয় বাংলা ।

২| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫০

নীলতিমি বলেছেন: আর এই বিষবৃক্ষের গোড়ায় পানি ঢেলে যারা (বিএনপি, আওয়ামীলীগ) তাদের ৪২ বছর বড় করেছে, তাদের উপরে ফেললে দেশ আরো হাজার বছর এগিয়ে যাবে ! /:)

৩| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫১

জেনারেশন সুপারস্টার বলেছেন: যেই লিখেছেন সহমত জানালাম।জয় বাংলা।

৪| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: ১০০ % সহমত !

৫| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১০

স্বাধীন শোয়েব বলেছেন: দেশের শতকরা কত জন লোক হাইস্কুলের গণ্ডি পার হয়ে আসছে, বলেন পারলে। আপনে যে প্রয়জনের তুলনায় বেশি শিক্ষিত সেটা বলার অপেক্ষা রাখে না।

বাংলাদেশে ২/৩ জন মন্ত্রীর দুর্নীতির টাকা দিয়েই একটা পদ্মা সেতু তৈরী করা যায়।

উনারা কি মূর্খ?


আমরা ব্লগার হলেও নাস্তিক নই, আপনারা মুফতী মাওলানা হলেও সাধু নন ।

আরা সরকারের বিরোধী হলেও ছাগু নই।

এইবার ঘুমায়ে ঘুমায়ে মুড়ি খান।

৬| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১১

তুহিন আল মামুন বলেছেন: জাময়েতকে যদি নিষিদ্ধ করা হয় তবে এক সময় বিএনপি বা আওয়ামীলিগই এইদেশের সবচাইতে বড় ধর্মভিত্তিক রাজনৈতিক দলে পরিণত হবে। কারণ এটা ভোটের রাজনীতির দেশ।
ধর্মভিত্তিক রাজণৈতিক দল নিষিদ্ধ হলে যে সকল সমস্যা হতে পারে সে সংক্রান্ত পোস্ট

আপনি বলেছেন জামায়েতকে নিষিদ্ধ করলে দেশ ৫০ বছর এগিয়ে যাবে। কিন্তু সেটা কত দিনে।
এই ছবি টা কি বলে, একদম তাজা সংবাদ

৭| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৬

তুহিন আল মামুন বলেছেন:

৮| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৭

না`সামাজ ইনসান বলেছেন: জামাত এমন কি করলো যে তার বিষবৃক্ষটি উপড়ে ফেলতে হবে? স্বাধীনতার পর জামাত কি কখনো ক্ষমতায় এসে ছিল ? আওয়ামীলীগ বা বি এন পি যারা ক্ষমতায় আসে তারাই দেশের জনগনের টাকা লুটপাট করে খাচ্ছে । স্বাধীনতার পর দেশ কাদের দ্বারা বেশি ক্ষতিগ্রস্ত একটু ভেবে দেখুন ।

৯| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩২

নরাধম বলেছেন:
আপনি বা স্ট্যাটাসদাতা ব্যাপক জ্ঞানী আর সবাই মূর্খ।

১০| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৩

নরাধম বলেছেন: তয় জামাতকে প্রতিহত করা দরকার, কিন্তু সবাইরে মূর্খ ডাকা কোন কাজের কথা না।

১১| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৬

ক্লোরোফিল বলেছেন: অন্যরকম কষ্টের /পাশবিকতার কথা - Click This Link

১২| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৫

আব্দুল মোমেন বলেছেন: রাজাকারের ফাঁসি চাই, নইলে সরকার দরকার নাই।

Click This Link

১৩| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৩

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: যুদ্ধাপরাধী সহ সকল খুনীর ফাঁসি চাই। সকল ধর্মের বিরুদ্ধে অবমাননাকারী দের শাস্তি চাই। সকল দুর্নীতি, সকল ধর্ষণ, সকল ঈভটিজিং, সকল টেন্ডারবাজি, সকল প্রতারণার বিচার চাই।

বেশি চেয়ে ফেললাম ??? :|

১৪| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪১

একাকী বাংলাদেশি বলেছেন: আপনি কি সাময়িক রাজনীতি বিশেষজ্ঞ? মনে তো হয় না।কারন আপনার ব্লগিং বয়স তো বিশাল।আপনার তো জানা থাকা উচিত জামাত ঠেকাইলেও কোন সম্ভাবনা নেই এদেশের যতক্ষন্‌না ভারত ফ্যাক্ট না ক্লিয়ার হয়।

১৫| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪

আমিনুর রহমান বলেছেন:

আপনারে অগনিত প্লাস ++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.