নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
হে আল্লাহ তুমি জম্ম মৃত্যুর মালিক ?
পল্টনে বিএম ভবনে ৬০০ টাকা মূল্যে অক্সিজেন পাওয়া যাচ্ছে , যার যার সামর্থ্য অনুযায়ী অক্সিজেন কিনে সাভারে পাঠান । এখানে পানি ও শুকনো খাবের অভাব নেই। অক্সিজিনের অভাবে মানুষ মারা যাচ্ছে।
রানা প্লাজা ধসের পর উদ্ধারকাজে ওয়ালটনের আরো ৩৫ জন প্রশিক্ষিত কর্মী যোগ দিয়েছেন।
এ নিয়ে সেখানে ওয়ালটনের উদ্ধারকর্মীর সংখ্যা দাঁড়ালো শতাধিক।
Join me in praying for the victims of the tragedy in Dhaka, Bangladesh, that God will grant comfort and strength to their families -পোপ ফ্রান্সিস
এতো দূর থেকে অন্য ধর্মের মানুষ প্রার্থনা করে।
ধ্বসের একটি অন্যতম কারন হল তার ফাউন্ডেশন দূর্বল থাকা কিংবা জমির মাটির বিয়ারিং কেপাসিটি কম থাকার কারণে ফাউন্ডেশনের সেটলমেন্ট সৃষ্টি। উপর থেকে আসা অতিরিক্ত বোঝার কারণে ফাঊন্ডেশন দেবে যেতে পারে।
সবকিছু দেখে মনে হচ্ছে দেশে ভূমিকম্প সে যত কম মাত্রারই হোক না কেন ঢাকার অধিকাংশ ধ্বসে যাবে। টেকটোনিক প্লেটে ফাটল ধরেছে এবং ধীরে ধীরে সেটা বাংলাদেশের দিকে সম্প্রসারিত হচ্ছে। নিম্ন ভূমির দূর্যোগ প্রবন এই দেশটির মানুষের সামনে চরম ভোগান্তি অপেক্ষা করছে।
"ধ্বংস স্তূপের বাহিরে অনেক মানুষ ... হঠাৎ বের হয়ে আসল একটা লাশ ... একজন বোনের লাশ ... হাতের মধ্যে সাদা কাগজে ২ লাইন লেখাঃ
"আম্মা-আব্বা আমারে মাফ কইরা দিউ তোমাগোরে আর ঔষুধ কিনে দিতে পারবনা। ভাই তুই আম্মা আব্বার দিকে খেয়াল রাখিছ"
তিনদিন পার হয়ে যাবার পরও পাওয়া যা্চ্ছে জীবিত মানুষ। আলহামদুলিল্লাহ।
সাভার ঘটনার পর.....
# বিএনপি হরতাল প্রত্যাহার করে।
# হেফাজত মানিকগনজের সমাবেশ স্থগিত করে।
# চরমোনাই প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও স্থগিত করে।
অথচ...
# রাষ্ট্রপতির শপথ স্থগিত হয়নি।
# স্ংসদ অধিবেশন স্থগিত হয়নি।
# শেখহাসিনার তৃনমুল আলোচনা স্থগিত হয়নি।
# প্রধানমন্ত্রীর রেল উদ্ভোধন স্থগিত হয়নি ।
লাশের মিছিলে স্বজনের মুখ খোঁজে ফেরা এরচেয়ে মর্মান্তিক দৃশ্য বোধহয় এর আগে পৃথিবীতে কেউ দেখেনি। স্বর্গে একটা খুপরি জানালা আছে-সেই জানালা দিয়ে তাকিয়ে আছেন ঈশ্বর!
সর্বস্তরের মানুষ কাধে আজ মিলিয়েছে কাধ, আমরা এমন এক জাতি, আমরাই শ্রেষ্ঠ জাতি।
২| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৯
আরাফাত হোসেন অপু বলেছেন: আপনার হেডলাইন এর সপ্ন টা আল্লাহ পুরন করুন ...........আমিন।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩১
রাজীব নুর বলেছেন: হা হা হা ---
©somewhere in net ltd.
১| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৫
এম আবু জাফর বলেছেন: স্বপ্ন যেন সত্যি হয়।