নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
এই ছবিটি দেখলেই- আমার হুমায়ুন আহমেদের "তেতুল বনের জোছনা" বইটার কথা মনে পড়ে। ছবিটি তুলে ছিলাম রুপবান মুড়া, নারায়ন গঞ্জ থেকে।
একদিন সন্ধ্যায় মিরপুর-১, থেকে তুলেছিলাম।
ফেরি থেকে তুলেছিলাম, কিন্তু কোথায় কবে মনে করতে পারছি না।
আজাইরা ছবি। মিরপুর -১০।
এখানে ছবি তুলতে গিয়ে ছিনতাই এর কবলে পড়ে ছিলাম।জায়গাটার নাম হচ্ছে ব্রারাইদ্যা, বাড্ডার পেছনে। বালু নামে একটা নদী আছে।
শ্যাওলা। পানির নীচে নয়। ন্যাশনাল পার্ক, গাজীপুর।
একটি গাছের পাতা ।বৃক্ষ মেলা থেকে।
এরকম সবুজ ধানক্ষেত দেখার জন্য আমাকে গ্রামে যেতে হয়।খুব ভালো লাগে।
একদিন বিকেলে চারুকলা থেকে- আমি কিছুই করিনি ফুল গুলো এভাবেই পড়ে ছিল।
কোনো কারন ছাড়াই ছবিটা আমার অনেক ভালো লাগে।
স্বরসতী পূজা- ঢাকা বিশ্ববিদ্যালয়।
স্বর্গে একটা খুপরি জানালা আছে-সেই জানালা দিয়ে তাকিয়ে আছেন ঈশ্বর!
২| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৫
পূরান পাগল বলেছেন: অনেক সুন্দর তবে সবগুলো নয়
৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২২
এম এম কামাল ৭৭ বলেছেন: ভাল লাগলো। ++
৪| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
এল এইচ, জুয়েল বলেছেন: ভালই
৫| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
++++
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৭
মিটন আলম বলেছেন: VALO LAGLO