নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্রতি বছর বাজেট শুরু হওয়ার আগে- সিগারেটের দাম বাড়ে । আজিব !!!

০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

"যে মানুষটিকে তুমি দেখছ তাকেই যদি তুমি ভাল না বাসতে পারো,তবে তুমি কিভাবে সৃষ্টিকর্তাকে ভালবাসবে যাকে তুমি কোনদিন দেখোইনি ! "

____মাদার তেরেসা



উচ্চাভিলাষী বাজেট।এই বাজেট মানুষের কোনো উপকারে আসবে না।কালো টাকাকে সাদা করার সুযোগ দেয়া মানে কি দুর্নীতিকে উৎসাহিত করা বোঝায় না ! দুঃখ মাঝে মাঝে এতই বেশী হয় যে সেই ভাঙ্গা মন দুমড়ে মুচড়ে কলিজায় খোঁচা দেয়।

সবকিছু আজ বড় মিথ্যে মনে হয়।



আশরাফুল টাকার জন্য ম্যাচ ফিক্সিং করেনি । সে নিজের ক্যারিয়ার বাঁচানোর জন্য বাধ্য হয়ে ম্যাচ ফিক্সিং করেছে । আশরাফুল সেদিন ম্যাচ ফিক্সিং না করলে ঢাকা গ্ল্যাডিয়েটর'স ­ এর ম্যানেজার তাকে দল থেকে বহিষ্কার করত। তখন আশরাফুলের ফর্মও ভালো ছিলো না আর এই সুযোগ টাই কাজে লাগাল ডিজি টিমের ম্যানেজার ।



স্বর্নের দামের সাথে তাল মিলিয়ে বাড়ছে সিগারেটের দাম । সেই সাথে বাড়ছে হাহাকার ।যদি ২০১৫ সালে - সিগারাটের মুল্য বৃদ্ধিতে জেলায় জেলায় হরতাল, মানবন্ধন, বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। দাবি মেনে না নিলে দেশ অচল করে দেওয়ার হুমকি দিতে হবে।তা না হলে- ২০১৮ সালে - এক প্যাকেট সিগারেট ভাগাভাগির জের ধরে দুই পক্ষের মধ্য তুমুল সংঘর্ষ হবে।



পৃথিবীটা তোমারই থাক, পারলে একটু নীল রঙ দিও। আকাশটা তোমারই থাক ,পারলে কয়েকটা তারা দিও। মেঘটা তোমারই থাক, পারলে একটু ভিজিয়ে দিও। মনটা তোমারই থাক, পারলে একটু জায়গা দিও ।



চুমুতে চিনি নেই, মধুও মেশানো থাকে না-

তবুও চুমুর মতো মধুর স্বাদ জগতে আর কিছুতে নেই ___শীর্ষেন্দু মুখোপাধ্যায়

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল।

২| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: সিগারেটের দাম বাড়লে ভালো লাগে, অন্য কিছুর দাম বাড়লে খারাপ লাগে :D

৩| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

খেয়া ঘাট বলেছেন: সাদা মনের মানুষ বলেছেন: সিগারেটের দাম বাড়লে ভালো লাগে, অন্য কিছুর দাম বাড়লে খারাপ লাগে ।

সিগারেটের এক পাশে থাকে আগুন আর অন্য পাশে থাকে গর্দভ।- কে যেন বলেছিলেন মনে নেই।

"যে মানুষটিকে তুমি দেখছ তাকেই যদি তুমি ভাল না বাসতে পারো,তবে তুমি কিভাবে সৃষ্টিকর্তাকে ভালবাসবে যাকে তুমি কোনদিন দেখোইনি ! "
____মাদার তেরেসা - চমৎকার।

তারা, পৃথিবী, আকার , রঙ,
দারন ভাবাবেগের ভেজানো মন---------------ইত্যাদি ভালো লেগেছে।

পরিশেষে, মিষ্টি চুমু। দারুন একটা পোস্ট।

৪| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

দি সুফি বলেছেন: খেয়া ঘাট বলেছেন:
সিগারেটের এক পাশে থাকে আগুন আর অন্য পাশে থাকে গর্দভ।- কে যেন বলেছিলেন মনে নেই।
যে বলছিল এইকথা, তারে ++++
সেইরকম একখান উক্তি =p~ =p~ =p~ =p~

৫| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৯

মোঃ রাব্বী সাইদ শিকদার বলেছেন: যারা চিগারেট ক্ষোর তাদের নিকট এটি অতীব মূল্যবান !!! আর মূল্যবান জিনিসের দাম তো বেশি হওয়াটাই স্বাভাবিক !!! :-* বিড়ির দাম ৫০ আর সিগারেটের দাম ১০০ করা হোক প্রতি পিছ ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.