|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 রাজীব নুর
রাজীব নুর
	আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। রবীন্দ্রনাথ - প্রোষ্টেট অপারেশনের পর রক্তপাত (reactionary hemorrhage)।
২। নজরুল – তার নিউরোসিফিলিস ছিল কিনা এ ব্যাপারে মতভেদ আছে ।কেউ কেউ বলেন, নিউরোসিফিলিস নয় আলঝেইমার্স ডিজিজে তিনি মারা যান ।
৩। সুকান্ত - মেনিনজিয়াল টিউবারকিউলোসিস (যক্ষা) .
৪। বঙ্কিমচন্দ্র –মাত্রাতিরিক্ত ডায়াবেটিস।
৫। জীবনানন্দ দাস –ট্রাম এক্সিডেন্ট
৬।হুমায়ূন আহমেদ- কোলন ক্যান্সার।
৭। সুকুমার রায়- কালাজ্বর (মাত্র ৩৭ বছর বয়সে)
৮।অদৈত মল্লবর্মন- যক্ষা(পালমোনারী)
৯।মানিক বন্দ্যোপাধ্যায়- মৃগী রোগের জটিলতা (এপিলেপসি)
১০। সত্যজিৎ রায়- হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (মৃত্যুর আগের সপ্তাহে অস্কার পান)।
১১। আখতারুজ্জামান ইলিয়াস- .মেটাস্ট্যাটিক লিভার কারসিনোমা.
১২।সৈয়দ ওয়ালিউল্লাহ- স্ট্রোক
১৩। মুহম্মদ আব্দুল হাই- অপঘাত অথবা আত্মহত্যা
১৪।আহমদ শরীফ- বয়সের ভাড়ে
১৫। আলবার্ট আইনেস্টাইন: রাপচার্ড এওরটিক এনিউরিজম
 ৭ টি
    	৭ টি    	 +০/-০
    	+০/-০২|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১:২৫
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১:২৫
শূন্য পথিক বলেছেন: জানার কোনো শেষ নাই। ধন্যবাদ
৩|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১:৫৫
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১:৫৫
কুহক' বলেছেন: অজানা তথ্য (আমার কাছে)
৪|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:৪২
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:৪২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:  +++++++++++
জানা ছিল না......... 
৫|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:৪৩
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:৪৩
ঢাকাবাসী বলেছেন: জানতুমনা, জানালেন সেজন্য ধন্যবাদ।
৬|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৫:০০
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৫:০০
শায়মা বলেছেন: জানা হলো অনেক কিছুই।
৭|  ২০ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:৫৭
২০ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:৫৭
েবনিটগ বলেছেন:   
 
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:৫১
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:৫১
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ অজানা তথ্য
পোস্টে ধন্যবাদ