নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১/ দুটি হাঁসের পিছনে একটি হাঁস, দুটি হাঁসের সামনে একটি হাঁস, এবং দুটি হাঁসের মাঝখানে একটি হাঁস। মোট ক’টি হাঁস রয়েছে?
২/ তিনটি তথ্যই সমান গুরুত্বপূর্ণ। বলতে হবে মেয়ে তিনটির বয়স কত...
১। তিন মেয়ের বয়সের গুনফল ৩৬।
২। বয়সের যোগফল বলে দিলেও বয়স বের করা যাবে না।
৩। সবচেয়ে বড় মেয়েটা কুকুর পুষতে পছন্দ করে ?
৩/ ২৫ হতে ৫-কে কতবার বিয়োগ করা যাবে?
৪/ '১৩' কে সমান দুটি ভাগে বিভক্ত করে '৮' বানাতে হবে। কি ভাবে সম্ভব?
৫/ দুজন ব্যাটসম্যান এক ওভারের ছয়টি বলই খেললেন। ওভার শেষে মোট রান হলো ১২। দেখা গেল দুজন খেলোয়াড়ই সমান সংখ্যক বল মোকাবিলা করে সমান সংখ্যক রান করেছেন।কোনো অতিরিক্ত রান কিংবা ডট বল হয়নি। কিভাবে এটা সম্ভব?
৬/ ঘড়িটি কে ভেঙ্গে এমন ভাবে দু'টুকরো করুন যেন দু'টুকরোর সংখ্যা গুলোর যোগফল সমান হয়।
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৮
বাচ্চা েছেল বলেছেন: ১। ৩টি
২।?
৩। ১ বার
৪।?
৫।?
৬। ৯ এর পর এবং ৩ এর পর থেকে ভাঙ্গতে হবে
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: 1 no e 3 ta hash
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫১
পিয়াস ভাই বলেছেন: ১। নং এ ৩টা হাস
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৮
h3mdsa বলেছেন: সমস্যা ১. ৩ টি
সমস্যা ২. ২, ২, ৯ বছর
সমস্যা ৩. ১ বার
সমস্যা ৪. ১৩'র ইংরেজি Thirteen. দুই ভাগে ভিভক্ত করলে Thir এবং teen. Thir ৪ টা লেটার এবং teen ৪ টা লেটার। ৪+৪=৮।
সমস্যা ৫. ব্যাটসম্যান 'ক' ১ম বল ৪, ২য় বল ১। সিংগেলের কারনে এখন ব্যাটসম্যান 'খ' ব্যাট করবে। খ ১ম বল (ওভারের ৩য় বল) ৪, ২য় বল (ওভারের ৪য় বল) ০, ৩য় বল (ওভারের ৫ম বল) ১। আবার ট্রাইক চেন্জ, ব্যাট করবে 'ক' ক'র ৩য় বল (ওভারের ৬ষ্ট বল) ১ রান। মোট ১২ রান, ক ৬রান, খ ৬ রান।
সমস্যা ৬. [ সকালে অফিস আছে তাই হিসেব করার সময় পাইলাম না। আশা করি এটা সবাই পারবে ]
৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২১
নূর আদনান বলেছেন: এগলে কি কচ্চেন উল্টা-পাল্টা....
৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৮
মৈত্রী বলেছেন: ৩ টা হাস
৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৯
মৈত্রী বলেছেন: ২৫ থেকে ৫ বার কিন্তু শুধুমাত্র "২৫" থেকে ১ বার
৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৪৩
বৃতি বলেছেন: ৬ নং প্রশ্নের উত্তর শুধু নেই । সেটা হল ১০, ১১, ১২, ১, ২, ৩- এই ছয়টি নম্বর এক ভাগে থাকবে, অন্যভাগে বাকি নম্বরগুলো ।
১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩৬
ঢাকাবাসী বলেছেন: সকাল সকাল মাথাটি গরম করতে চাইনে।
১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩৬
ভিটামিন সি বলেছেন: মিয়া ভাই আগে কন পুরস্কারডা কি দিবেন? আমি কি পুরস্কার আনার জন্য হাটা দিমু না ট্রাক ভাড়া করুম? উত্তরগুলো দেখুন হয় কিনা?
১ নং প্রশ্নের উত্তরঃ ৩টি হাঁসই ঘোরাইয়া পেঁচায়া বার বার আসছে।
২ নং প্রশ্নের উত্তরঃ (ক) ১, ২, ১৮ (কুকুর পালনের শখ যে কারোরই থাকতে পারে), (খ) ১, ১, ৩৬, (তিনটি মেয়ের সম্পর্কের কথা বলা হয় নাই - মা ও মেয়ে হলে এক হিসাব, বোন হলে আরেক হিসাব, বাসার কাজের বুয়া অন্তভূক্ত হলেও হিসাব পাল্টাতে পারে) (গ) ২ , ২, ৯ (ঘ) ১, ৪, ৯, (ঙ) ১, ৬, ৬ (চ) ২, ৩, ৬।
৩ নং প্রশ্নের উত্তরঃ মাত্র ১ বার করলেই ২৫ এর খেল খতম।
৪ নং প্রশ্নের উত্তরঃ আমি জানি না তবে ৫নং কমেন্ট মনে হয় সঠিক।
৫ নং প্রশ্নের উত্তরঃ ১ম ব্যাটসম্যান ১ম বলেই ঘ্যাচাং করে স্ট্রেইটে একখান ৪ দাগিয়ে দেবে, তারপর ২য় বলে গালি অঞ্চলে ঠেলে দিয়েই দৌড়ে ১ রান নিবে।
এবার ২য় ব্যাটসম্যান ৩য় বলে (তার ১ম বল) ফুলটস বলে ওভার বাউন্ডারি মারতে গিয়ে সীমানার কাছাকাছি বল পড়ে গড়িয়ে গিয়ে ৪ রান হবে। তারপরের বলে ব্যাকফুটে ঠেলে দিয়ে দ্রুত একটি রান নেবেন। এবার ১ম ব্যাটসম্যান তার ৩য় বলে (দলীয় ৫ম বলে) সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দিবেন এবং ক্যাচ মিস হয়ে একটি রান পাবেন। তিনি ৩ বলে ৬ রান করলেন। পরবর্তী ব্যাটসম্যান শেষ বলে ৩য় স্লিপের একটু পিছনে ফেলবেন। ফলে আরো একটি রান পাবেন।
ওভার শেষে মোট রান ১২। ১মজন ৩ বলে ৬, ২য় জন ৩ বলে ৬।
৬নং প্রশ্নের উত্তরঃ ১০+১১+১২+১+২+৩ = ৩৯
৪+৫+৬+৭+৮+৯ = ৩৯ এবার আপনিই বলেন ভাঙবেন কোথায়?
১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩১
তুরাগ হাসান বলেছেন: ১। উত্তর - ৩ টি
২। উত্তর - ৯ বছর। কারন বড় মেয়ে টা বলা হয়েছে। অতএব ৯ হবে। ৬ হতে পারবে না।
৩। উত্তর - ১ বার
৪। উত্তর- রোমান হরফে ১৩ লিখেন। তারপর আড়াআড়ি ভাবে মাঝখান দিয়া একটা দাগ দেন। উপরের অংশ তাহলে ৮ হয়ে যাবে
৫। ক্রিকেত ভাল লাগে না।
৬। উত্তর- ৯ ও ১০ এর মাঝখান থেকে ৩ ও ৪ এর মাঝখানে দাগ দেন। কাহিনী শেষ।
হিসাব -একপক্ষ- ১২+১+১১+২+১০+৩=৩৯
২য় পক্ষ - ৯+৪+৮+৫+৭+৬ =৩৯
©somewhere in net ltd.
১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৯
মোমেরমানুষ৭১ বলেছেন: ১। নং এ ৫টা হাস