নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

এক নজরে জিয়াউর রহমান এর কু-কীর্তি সমুহঃ (সংক্ষিপ্ত আকারে)

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৪

>১৯৭৫-এর ২৪শে অক্টোবরে সেনাপ্রধানকে পদচ্যুত করে উপসেনাপ্রধান থেকে সেনাপ্রধান।

>বঙ্গবন্ধু হত্যার মাত্র ৪ মাস পর ৭৫’এর ৩১শে ডিসেম্বর, ৭২’এর ঘাতক দালাল আইন বাতিল করে ১১ হাজার যুদ্ধাপরাধীর মুক্তি,যাদের মধ্যে ৭৫২জন দন্ডপ্রাপ্ত।

>জেল ও বঙ্গবন্ধু হত্যার সব তদন্ত বন্ধ করে দেয়া

>১৯৭৬-এর ২৯শে নভেম্বরে প্রধান সামরিক শাসক সায়েমের বিরুদ্ধে ক্যু করে নিজে প্রধান সামরিক প্রশাসক

>১৯৭৭এর ২১ শে এপ্রিলে আবার সায়েমকে সম্পূর্ণ কিকআউট করে রাষ্ট্রপ্রধান

>১৯৭৭ এ অবৈধ ঘোষিত ধর্মভিত্তিকরাজনীতির অনুমতি।

>১৯৭৭-এর ২২ এপ্রিলে ১৯৭২ এর শাসনতন্ত্রের ৩৮ অনুচ্ছেদের মূলপরিবর্তন এনে সংবিধানে সন্ত্রাস

>১৯৭৭-এর ৭ই মে তে খুনিদের ক'জনকে পদোন্নতি এবং পুনর্বহাল

>১৯৭৭-এর ‘হ্যাঁ-না’ ভোট

>১৯৭৮-এর ৫ই এপ্রিলে নাগরিকত্ব আইন সংশোধন করে ১৯৭১-এর ঘাতক দালালদের নাগরিকত্ব দানের জন্য মন্ত্রনালয়কে আদেশ

>১৯৭৯-এর ৫ই এপ্রিল ৫ম সংশোধনীকে আইনে প্রণীত করে জেল ওবঙ্গবন্ধু হত্যার বিচারের দ্বাররুদ্ধ করতে বিষাক্ত ইনডেমনিটি অধ্যাদেশকে আইন

>নতুন নাগরিকত্ব আইনের আওতায় পাকিস্তানের পাসপোর্ট হাতে রাজাকার গোলাম কে দেশে প্রবেশের অনুমতি

>আব্বাসকে ৭৯তে জামাতের আমীর হতে দিয়ে ,দেশে মৌলবাদ এবং জামাতের স্বাধীনতা বিরোধী সকল কার্যকলাপকে সাংবিধানীক বৈধতা ,

>১৯৭২এর সংবিধানকে কেটে ছিরে নিজের ইচ্ছে মত সব কিছুকে জায়েজকরার নগ্ন প্রচেষ্টা।

এই সেই বিএনপি'র প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাতার অবস্থা যদি এমন হয়- সেখান থেকে ভালো কিই বা আশা করা যায়!!!



(সংগ্রহ )

মন্তব্য ৪৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২২

ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: View this link

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: হুম।

২| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫১

কালো যাদু বলেছেন: আমরা আজও জিয়া এবং মজিব থেকে বের হতে পারলাম না।যারা তাদের কৃতকর্ম সহ তাদের অবস্থানে পৌঁছে গেছে তাদের নিয়ে টানাটানি না করলে আমাদের পেটের ভাত হজম হয় না। যারা জীবিত আছে আছে তাদের নিয়ে আলোচনা- সমালোচনা করেন, তাতে দেশ ও জাতির মঙ্গল হবে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: এটাই তো দোষ।

৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০০

মতিউর রহমান মিঠু বলেছেন: বন্ধু বান্ধব নিয়ে ভালইতো ছিলেন রাজীব ভাই। এসব নোংড়া বিষয়ক ক্যাচালে আপনাকে মানায় না ভাইজান।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন। এই সাবধান হয়ে গেলাম।

৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০৪

দুঃস্বপ্০০৭ বলেছেন: ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষনা । মুক্তি যুদ্ধে একটা সেক্টরের নেতৃত্ব দিয়ে সেক্টর কমান্ডার ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: হুম।!

৫| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০৫

রক্ত জবা ফুল বলেছেন: মাগো এত্তো খ্রাপ, আমি তো অনেক ভাল আছি রাষ্ট্রীয় ক্ষমতা দরকার নেই , ডাল ভাত খেয়ে তাকা ভাল এই ভাবে চুরি করে রাষ্ট্র প্রধান হবার চেয়ে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: হুম।

৬| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০২

হু-কেয়ারস বলেছেন: কালো যাদু বলেছেন: আমরা আজও জিয়া এবং মজিব থেকে বের হতে পারলাম না।যারা তাদের কৃতকর্ম সহ তাদের অবস্থানে পৌঁছে গেছে তাদের নিয়ে টানাটানি না করলে আমাদের পেটের ভাত হজম হয় না। যারা জীবিত আছে আছে তাদের নিয়ে আলোচনা- সমালোচনা করেন, তাতে দেশ ও জাতির মঙ্গল হবে।

একদম সহমত

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮

রাজীব নুর বলেছেন: হুম।

৭| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:২১

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: আর কত ভাই, এবার ক্ষান্ত দিন।

কালো যাদু বলেছেন: আমরা আজও জিয়া এবং মজিব থেকে বের হতে পারলাম না।যারা তাদের কৃতকর্ম সহ তাদের অবস্থানে পৌঁছে গেছে তাদের নিয়ে টানাটানি না করলে আমাদের পেটের ভাত হজম হয় না।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৮| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৭

বশর সিদ্দিকী বলেছেন: আরও দুইটা কুকির্তি আছে

১) ১৯৭১ সালে স্পস্টভাবে রেডিওতে স্বাধিনতার ঘোষনা দেয়া

২) আব্বার মত পলায়ন না করে একটা সেক্টর নেতৃত্বদিয়ে সাসরি রনাঙ্গনে মুক্তিযুদ্ধ করা।

হাম্বা শাবক আর চেচিও না। ইতহাস অনেক বিকৃত করেছ। এইবার অফ যাও। তক্তা ভাইঙ্গা যাইব।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৯

রাজীব নুর বলেছেন: ইয়েস। ধন্যবাদ।

৯| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৪

উপপাদ্য বলেছেন: bashor_17 বলেছেন: আরও দুইটা কুকির্তি আছে

১) ১৯৭১ সালে স্পস্টভাবে রেডিওতে স্বাধিনতার ঘোষনা দেয়া

২) আব্বার মত পলায়ন না করে একটা সেক্টর নেতৃত্বদিয়ে সরাসরি রনাঙ্গনে মুক্তিযুদ্ধ করা।

হাম্বা শাবক আর চেচিও না। ইতহাস অনেক বিকৃত করেছ। এইবার অফ যাও। তক্তা ভাইঙ্গা যাইব।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৯

রাজীব নুর বলেছেন: দুষ্টলোক।

১০| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৪

ভিটামিন সি বলেছেন: bashor_17 বলেছেন: আরও দুইটা কুকির্তি আছে

১) ১৯৭১ সালে স্পস্টভাবে রেডিওতে স্বাধিনতার ঘোষনা দেয়া

২) আব্বার মত পলায়ন না করে একটা সেক্টর নেতৃত্বদিয়ে সাসরি রনাঙ্গনে মুক্তিযুদ্ধ করা।

হাম্বা শাবক আর চেচিও না। ইতহাস অনেক বিকৃত করেছ। এইবার অফ যাও। তক্তা ভাইঙ্গা যাইব।

১১| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৮

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: বাংলাদেশকে বাংলাদেশের পায়ে দাঁড়াতে শিখিয়েছিল জিয়া।বুক চিতিয়ে যুদ্ধময়দানে পাক হানাদারদের পরাজিত করেছিল জিয়া।তৎকালে পাকিস্তান সেনাবাহিনিতে নিয়োজিত বাংগালী সেনা সদস্যদের যুদ্ধ করার দিকনির্দশনা দিয়েছিল জিয়া।মুজিব হত্যার পর এলোমেলো বাংলাদেশ সঠিক দিকনির্দেশনা দিয়েছিল জিয়া। বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে উন্নয়নশীল রাস্ট্রে পরিনত করেছিল জিয়া।বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানিত আসনে প্রতিষ্ঠিত করেছিল জিয়া।
জিয়ার অবদান যারা অস্বীকার তারা বিদেশি দালাল।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।

১২| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০১

ডাক্তার আমি বলেছেন: কর্ণেল তাহের হত্যার বিষয়টি আলোচনা করলে আরো ভাল হত। এই কর্ণেল তাহেরই জিয়াকে বাচিয়েছিল। বেইমানীর একটা মাত্র থাকে .....

১৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৭

চলতি নিয়ম বলেছেন: উপ্রে যেই কয়টা ম্যা ম্যা করতেছো তারা একটু ক্লিয়ার কৈরা বলো যে পোস্টে উল্লখিত কোন কোন পয়েন্ট ভুল বা মিথ্যা। পারলে সবাইরে জানাইয়া দিও।

জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার ছিলেন, সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেটা সবাই জানে এবং মানে।

পোস্টের বিষয় বস্তু নিয়ে আলোচনা হোক। সত্য মিথ্যা সবাই জানুক। ত্যানা প্যাচানি কেন?

১৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৬

উপপাদ্য বলেছেন: @চলতি নিয়ম:

গোড়ায় গলদ হাম্বা দা, গোরাতে বলা হয়েছে

>১৯৭৫-এর ২৪শে অক্টোবরে সেনাপ্রধানকে পদচ্যুত করে উপসেনাপ্রধান থেকে সেনাপ্রধান।

দাদা ভালো কইরা পইরা দেখেন, যে বাইনচোত ইতিহাস লেখসে তার জ্ঞানের পরিধি কোমরের নিচে ছিলোযে সেটা বুঝতে বাকি থাকেনা।

সেনা প্রধানরে পদচ্যুত করছে উপসেনাপ্রধান।

হাম্বারা এখনো ইন্ডিদের ধুতির তলা থেকে মাথা বাইর করলো না আফসোস। ওখান থেকে বাইর হও দুনিয়াটা দেখো হে হাম্বা ইন্ডিদের স্লেইভ।

১৫| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৮

মমার বলেছেন: আরও দুইটা কুকির্তি আছে

১) ১৯৭১ সালে স্পস্টভাবে রেডিওতে স্বাধিনতার ঘোষনা দেয়া

২) আব্বার মত পলায়ন না করে একটা সেক্টর নেতৃত্বদিয়ে সরাসরি রনাঙ্গনে মুক্তিযুদ্ধ করা।

হাম্বা শাবক আর চেচিও না। ইতহাস অনেক বিকৃত করেছ। এইবার অফ যাও। তক্তা ভাইঙ্গা যাইব।

১৬| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৫

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:



কে মারা যাবার পর জানি আনন্দ মিছিল হইছিলো ?


( আর কিছু কইলাম না - ছোট একটা কথা কই পায়ে পারা দিয়া ঝগড়া করলে কিন্তু বকা দিলে দুইডা বকা শুনতে হয় - বিএনপি করলেও বিএনপির ছাওয়াল্রা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা ও সম্মান করে - অসম্মানের পর্যায়ে নিয়ে যাইয়েন না কাদা ছুড়াছুড়ি করে - )



১৭| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৫

আল ইফরান বলেছেন: bashor_17 বলেছেন: আরও দুইটা কুকির্তি আছে

১) ১৯৭১ সালে স্পস্টভাবে রেডিওতে স্বাধিনতার ঘোষনা দেয়া

২) আব্বার মত পলায়ন না করে একটা সেক্টর নেতৃত্বদিয়ে সরাসরি রনাঙ্গনে মুক্তিযুদ্ধ করা।

কঠিনভাবে সহমত।

লেখকরে থাপ্রাইয়া মাইরা ফালাইতে মুঞ্চাইতাছে X( X( X(

১৮| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৭

জহির উদদীন বলেছেন: @ আল ইফরান ক্যামনে থাপরাইবেন বলেন হাম্বা শাবক পোষ্ট মাইরাই পলায়ছে......দেখেন না একটাও মন্তব্য করে নাই.....

১৯| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৩

ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: ম্যা ম্যা করতেই পারবা। জিয়া কি এক রেডিও জোকারের কাম করছে অইটা নিয়া মাঠা ফালাও। রেডিও জোকারের কাম করার আগে হেতি যেন কই আছিল? কালুরঘাট দিয়া কক্সবাজার পালাইতেছিল। চোরের মন যে পুলিশ পুলিশ

২০| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৭

সাইফ সানি বলেছেন: সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলো জিয়া। সেইটা তার একটা বড় কুকীর্তি। তা না হলে আজকে এই পোষ্ট লেখক তার লেখাটা লিখতে পারতোনা।

আবলামি একটু কমায়া করলে ভালো হবে।

২১| ২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

চলতি নিয়ম বলেছেন: @উপপাদ্য: ম্যা ম্যা করা দল থেকে আপনি আমাকে কিছু একটা বলার চেষ্টা করে গেলেন। আপনার বিশ্বাস থেকে বলে গেলেন এই পোস্টের বিষয় বস্তু মিথ্যা =p~ কোনো উপযুক্ত প্রমানাদি ছাড়া।

এইখানে দেখুন কারা ইতিহাস বিকৃত করে: বলুন তো কোনটা সত্য

১. This is Swadhin Bangla Betar Kendra. I, Major Ziaur Rahman, hereby declare that Independence of the People's Republic of Bangladesh, in the name of our great leader Sheikh Mujibur Rahman. I call upon all Bengalees to rise against the attack by the West Pakistani Army. We shall fight to the last to free our motherland. Victory is, by the Grace of Allah

রেফারেন্স: JYOTI SEN GUPTA, NAYA PROKASH, 206, BIDHAN SARANI, CALCUTTA-6, FIRST EDITION, 1974, CHAPTER-15, PAGE-325 and 326.

এই লেখাটাকেই তার প্রতিষ্ঠিত দল তার মৃত্যুর পরে বানানো ওয়েব সাইটে কি লিখেছে
২। This is Shadhin Bangla Betar Kendro. I, Major Ziaur Rahman, here by declared that the independent People's Republic of Bangladesh has been established. I have taken command as the temporary Head of the Republic. I call upon all Bengalis to rise against the attack by the West Pakistani Army. We shall fight to the last to free our Motherland. By the grace of Allah, victory is ours.

রেফারেন্স: http://www.jcd-bnp.org/pages/history_zia.php

কি কোনো বিকৃত চোখে পরে?


[link|http://en.wikipedia.org/wiki/Ziaur_Rahman#cite_note-19|As president, General Zia legislated the Indemnity Bill, pardoning the subsequently convicted killers of President Sheikh Mujibur Rahman[2] in August 1975 ]

এছাড়াও পোস্টের সাথে মিলে যায় এমন অনেক তথ্য আছে উপরের লিঙ্ক টাতে. এটাও যদি বিশ্বাস না হয় তাহলে আপনি ই একটা ভালো বই বা রেফারেন্স দিন যেটা পরে এই পোস্টের ভুল গুলো বুঝতে পারি.


ইতিহাস কখনো মিথ্যা হয়ে যায় না। অনেকে হয়তো বিকৃত করার চেষ্টা করে বাট সত্য চিরকালই সত্য থাকে। জানার আগ্রহ থাকলে জানতে পারবেন।

২২| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১২

আমি ভূমিপুত্র বলেছেন:
এক নজরে ছাগী নুরের বলগ লেখা.....রেপারেন্স ছাড়া চাপা পিটানি ;) ;)

আরো পড়াশুনা কইরা চাপা পিটানির কাম.........

- যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত যুদ্ধাপরাধী খান এ সবুরকে মুক্তি দিয়েছিলেন শেখ মুজিব ৫ ডিসেম্বর ১৯৭৩ - Nurul Momen, Bangladesh, the first four years (from 16 december 1971- 15 December 1975), Pg. 85 - http://i.imgur.com/Q0B9v9p.jpg
- যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পীস কমিটির কনভেনর কুখ্যাত যুদ্ধাপরাধী খাজা খায়েরুদ্দিনকে মুক্তি দিয়েছিলেন শেখ মুজিব ৭ ডিসেম্বর ১৯৭৩ - Nurul Momen, Bangladesh, the first four years (from 16 december 1971- 15 December 1975), Pg. 85 - http://i.imgur.com/JvxFLZY.jpg
- যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত যুদ্ধাপরাধী গভর্নর মালিককে মুক্তি দিয়েছিলেন শেখ মুজিব - Nurul Momen, Bangladesh, the first four years (from 16 december 1971- 15 December 1975), Pg. 44 - Click This Link
- শাহ আজিজ ও শর্ষিণার পীরের মুক্তিলাভ - দৈনিক বাংলা ১ ডিসেম্বর ১৯৭৩ - http://i.imgur.com/L4QRWPG.jpg
- রাজাকার আবদুল আলীমরে জয়পুরহাট সুগার মিলের পরিচালক নিযুক্ত করেন শেখ মুজিব - Click This Link
- প্রেসিডেন্ট জিয়া ঘু আযমরে/কুনু সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীরে ছাড়েন ও নাই/নাগরিকত্ব ও দেননাই,সব আগেই ছাড়া পাইছে - একাত্তরের ঘাতক ও দালালেরা কে কোথায় - মুরগা কবিরআইনমন্ত্রী শফিক আহমেদ লিখিত (পৃষ্ঠা ৬৩) - http://i.imgur.com/Bre9XRt.jpg

@ চলতি নিয়ম,

ইতিহাস বিকৃত না কইরা দ্যাকেন ৭ নং সেক্টর কমান্ডার কর্নেল (অবঃ) নুর-উজ্জামান বীর উত্তম তাঁর বইয়ে কি বলছেন..........জিয়ার প্রথম ঘোষণা নিজ নামে ২৬শে মার্চ ১৯৭১ সালের দুপুরবেলায় তাঁর নিজ কানে শোনা..........যেমন নিজে মিটিং এ থাইক্যা তিনি ৭ই মার্চের ভাষণে "পাকিস্তান জিন্দাবাদ" কইতেও শেখ সাহেবরে শুনছেন.......
http://i.imgur.com/Dpm35d5.jpg

অফকোর্স আপনে যেইটার কথা বলছেন সেইটাও ২৬শে মার্চ সন্ধ্যা ০৭:৪৫ এ জিয়ার ২য় ঘোষণা......
http://i.imgur.com/vVQtaT8.jpg


আরো কিছু গিয়ান......
১৯৭৫ সালের ৫ই আগস্টেই জিয়া অগ্রীম বঙ্গবন্ধুরে জানাইয়া দ্যান তাঁকে হত্যার ষড়যন্ত্রের ব্যপারে,তাঁরে সতর্ক ও হইতে কইয়া দ্যান,জিয়া কিতা ট্যাঙ্কের তলে পইড়া মুজিবরে বাচাইবেন নাকি..... :( :(
Click This Link
http://i.imgur.com/l5v17c0.jpg

১৯৭২এর সংবিধানকে কেটে ছিরে নিজের ইচ্ছে মত সব কিছুকে জায়েজকরার নগ্ন প্রচেষ্টা চালান বঙ্গবন্ধু একদলীয় বাকশাল কায়েমের মইধ্যে দিয়া....
Click This Link

অকার্যকর "দালাল আইন ১৯৭২" অকেজো কইরা ফালান স্বয়ং বঙ্গবন্ধু সাধারণ ক্ষমার ঘোষণার মাধ্যমে ১৯৭৩ সালের ডিসেম্বরে.....
Click This Link

জিয়া না জাস্টিস সায়েম এই অকার্যকর দালাল আইন ১৯৭২ বাতিল করেন কারন ১৯৭৩ সালের ৫ই ডিসেম্বর সাধারণ ক্ষমা ঘোষণার তারিখ থিক্যা ১৯৭৫ এর ১৫ই আগস্ট পর্যন্ত কাউরোই আর কুনু বিচার/চার্জশিট/শুনানি/সাজা কিছুই হয়নাই........এই আইনে

তবে ১৯৭৩ সালের ডিসেম্বর পর্যন্ত ৭৩ টা ট্রাইব্যুনালে ৭৫২ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয় যাগের অধিকাংশ ই ছাড়া পায় ১৯৭৩ সালের ডিসেম্বরের মইধ্যেই যা আগেই দেখানু হইলো......

বাই দ্যা ওয়ে........ফাঁসীর রায় হওয়া চিকন আলীর কিন্তুক ফাঁসী হয়নাই......সে স্বাভাবিক ভাবেই মৃত্যুবরন করে

২৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৯

শেরশাহ০০৭ বলেছেন: জিয়া ,মুজিব সারা আর মানুষ নাই দেশে।
ও বাল নিয়া টানাটানি করতে হোবে

২৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩২

সদয় খান বলেছেন: আজাইরা জিনিস নিয়া এত চিল্লান কেন আপনারা ?! বর্তমান নিয়া কোন মাথাব্যাথা নাই,আছে মুজিব আর জিয়া নিয়া !

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

২৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৪

চলতি নিয়ম বলেছেন: @আমি ভূমিপুত্র, আপনে তো দেখি যারে তারে ছাগু ট্যাগ দিতাছেন =p~ হাম্বা ভাদা কিছুই বাদ থাকতেছে না। ভালো তো ভালো না।
আপনার রেফারেন্সের উত্তর আশা করি পেয়ে গেছেন (অন্য যেই পোস্টে এই রেফারেন্স গুলো দিয়েছেন)

এবার বলেন তো জিয়াউর রহমানের ২য ঘোষণা টাই কেন শুনতে পাই উনার নিজের কন্ঠের? প্রথম টা কই?

আর ফাকিস্থান জিন্দাবাদ বলা বঙ্গবন্ধুর ভাষণ টাও শুনতে চাই। কোনো লিঙ্ক-টিঙ্ক থাকলে দিয়েন।



২৬| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১১

রবিউল ৮১ বলেছেন: আওয়ামী লীগ ও তার সমর্থকেরা বি এন পির প্রতি সকাল,দুপুর,বিকেল,সন্ধ্যা রাত এত বেশী সমালোচনা করে যে ওইটা মানুষ শুনতে শুনতে ত্যক্ত হয়ে পড়ে যদিও তারা বেশীর ভাগই সত্যই বলে(কিন্তু অনেকেই তা বিশাস করে না)।যে কোন অনুষ্ঠান,যে কোন জাতীয় দিবসে তাদের একটাই কথা বি এন পি...।জিয়া এই...।।কিন্তু নিজেদের আযোগ্যতা,নিজেদের দোষ গুলো নিয়েও যদি একটু মাথা ঘামাতো!!!১।পরমত দলন(৪টা বাদে সব পত্রিকা নিষিদ্ধ) আর বাকশাল করা যে একটা বড় রকমের ভুল ছিলো তারা সেটা এখনো বুঝতে পারছে বলে মনে হয় না(কারণ বংগবন্ধু সার জীবন গণতন্ত্রের জন্যই সংগ্রাম করেছেন)।২।তত্তাবধায়ক বাতিল করা(যার জন্য নিজেরাই আন্দোলন করেছে,অনেক মানুষের জীবন গেছে),প্রকাশ্য রাজপথে মানুষকে পিটিয়ে মারা(মালিবাগ হত্যাকান্ড,২৮ শে অক্টোবরের হত্যা)
।এগুলো যে বড় রকমের ভুল তারা সেটা এখনো বুঝতে চায় না।কারণ মানুষ তাদের এই সব করার জন্য ভোট দেয় নাই।তারা কখনোই ভোটের আগে মানুষ কে এই ধরণের কাজের কথা বলতো না।কথা ও কাজ বিপরীত।তারা সফলতা প্রচারে যদি দলটা এত সময় দিতো তা হলে মনে হয় এই ভাবে ভরা ডুবি হতো না। বিএন পি-জামাত আলীগ সম্পর্কে ভয়াবহ রকমের মিথ্যাচার করে।সে তুলনায় আলীগ কমই মিথ্যাচার করে,বি এন পির অপকর্মের সত্যটুকুই তুলে ধরে কিন্তু আলীগের কথা মানুষের বিশাস হয় না তাদের ১,২ ন ং কাজের কারণে।পক্ষান্তরে বি এন পি র ডাহা মিথ্যা বানানো অনেক কথাও মানুষ বিশাস করে কারণবি এন পির ১,২ ন ং কাজের রেকর্ড নাই।

২৭| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৪

মুণণা বলেছেন: mama dekhi likhar por vagseee... ??? kono khobo naii...

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮

রাজীব নুর বলেছেন: এই যে আমি।

২৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১১

এমজেডএফ বলেছেন: ব্যতিক্রমধর্মী পোস্ট! ব্যাপার কী!

উপরে যারা জিয়ার পক্ষে একই মন্তব্য কপি-পেস্ট করে দিয়েছে তারা নিজেরা ইতিহাস থেকে কিছু শিখে নাই। ওদেরকে যা শিখিয়ে মগজ ধোলাই করা হয়েছে তাই বলে এবং পরীক্ষায় উত্তর জানা না থাকলে আরেকজনের খাতা দেখে লেখার মতো মন্তব্যও নকল করে। :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: হা হা হা----

২৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৭

ইসিয়াক বলেছেন: রাজীব ভাই আপনার পোষ্টটি প্রিয়তে নিলাম।
ধন্যবাদ ।
শুভসন্ধ্যা।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৮

রাজীব নুর বলেছেন: আপনার আন্তরিকতায় আমি মুগ্ধ।

৩০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যেমন কর্ম তেমন ফল।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবেন। এই দোয়া করি।

৩১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২৬

কানিজ রিনা বলেছেন: জিয়া ও শেখের মত নেতা আর এদেশে
জনম নিবে নাকি? শেখ হাসীনা খালেদার
মত নেত্রী মারা গেলে এদেশে আর কে
নেতৃত্ব দেবে বলে আপনি মনে করেন?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: তারা মারা গেলে নতুন অনেকেই দাঁড়িয়ে যাবেন। শূন্যস্থান অতি দ্রুত পূর্ণ হয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.