নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বাবা আর ছেলের কথোপকথন

২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৬

বাবাঃ আমার জন্য একটা ড্রিঙ্কস নিয়ে আসো তো দোকান থেকে ।

ছেলেঃ বাবা ঠাণ্ডা নাকি গরম ?

বাবাঃ ঠাণ্ডা অফকোর্স !

ছেলেঃ বাবা পেপ্সি নাকি কোক ?

বাবাঃ পেপ্সি

ছেলেঃ বাবা বোতলের নাকি টিনের ?

বাবাঃ বোতলের ,

ছেলেঃ বড় বোতল নাকি ছোট বোতল ?

বাবাঃ ছোট বোতল ,

ছেলেঃ আচ্ছা বাবা নরমাল নাই ডায়েট ?

বাবাঃ ধুরু , লাগবে না যা পানি নিয়ে আস একটা ,

ছেলেঃ বাবা ঠাণ্ডা নাকি গরম ?

বাবাঃ অফকোর্স ঠাণ্ডা ,

ছেলেঃ বাবা খাওয়ার পানি নাকি ইয়ুজ করার জন্য ?

বাবাঃ মাইর খাবি এখন !!

ছেলেঃ বাবা হাত দিয়ে নাকি লাঠি দিয়ে ?

বাবাঃ বেশি কথা বলস , যা ভাগ সামনে থেকে ,

ছেলেঃ বাবা দৌড় দিয়ে ভাগব না হেটে হেটে ?

বাবাঃ বেয়াদব , দিন দিন জানোয়ার হইতাসস !

ছেলেঃ কোন জানোয়ার ? কুত্তা নাকি বিলাই ?

বাবাঃ আমি এখন তোরে জবাই করবো , যা বলসি !!

ছেলেঃ বাবা চাকু দিয়ে নাকি বটি দিয়ে ?

বাবাঃ বটি দিয়ে !!

ছেলেঃ টুকরা টুকরা নাকি বড় বড় পিস ?

বাবাঃ হারামি তুই যাবি ??

ছেলেঃ বাবা একলা যাব নাকি তোমার সাথে যাব ?

বাবাঃ তোর উপর থাডা পরুক !

ছেলেঃ বাবা ভুমিকম্প নাকি বজ্রপাত ?

বাবাঃ ওহ খোদা আমার হার্ট এ পেইন হচ্ছে !

ছেলেঃ বাবা হসপিটাল এ নিয়ে যাব নাকি ডক্টর ডাকব ??

বাবাঃ পানি দে আমাকে

ছেলেঃ বাবা ঠাণ্ডা নাকি গরম ?

বাবাঃ নরমাল

ছেলেঃ বাবা খাবে নাকি ইয়ুজ করবে ??

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

এম আর ইকবাল বলেছেন:
সামসাময়িক পরিস্হিতি বাহানা ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

২| ২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: !

৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

আহমদ জসিম বলেছেন: দারুণ মজা পেলাম।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: হে হে---

৪| ২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

বেকার যুবক বলেছেন: ইশশিরে দুষ্টচক্রে পইড়া গেছে গা। হাসতেই আছি।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৫| ২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

মুহাই বলেছেন: হাহাপগে

৬| ২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

মুহাই বলেছেন: হাহাপগে

৭| ২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

মুহাই বলেছেন: হাহাপগে

৮| ২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

মুহাই বলেছেন: হাহাপগে

৯| ২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

মুহাই বলেছেন: হাহাপগে

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: হুম।

১০| ২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

ঢাকাবাসী বলেছেন: পোষ্টের পর একজনের পাচখান একই শব্দের মন্তব্য দেখে আরো হাসছি।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: মনে হয় ভুলে। ক্লিক পড়ে গেছে।

১১| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৬

মহিদুল বেস্ট বলেছেন: আদৌতে হয় নাকি?

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: হয়-হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.