নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
বিশাল এক মিছিল নিয়ে যাব তোমার বাড়ির দিকে
শান্তি চাই, আদর চাই, ভালোবাসা চাই বলতে বলতে
তীব্র রোদ, ঝড়-বৃষ্টি, আর রাস্তার জ্যাম উপেক্ষা করে
পৃথিবীটাকে বদলে দেব তোমার ভালোবাসা পেলে
অন্যথায় পৃথিবীর বড় বেশী ক্ষতি হয়ে যাবে।
তোমাকে পাওয়ার জন্য মানব বন্ধন করবো প্রেস ক্লাবে
সোহরাওয়ার্দী উদ্যানে করবো বিশাল সমাবেশ
আর কি করলে, মনে হবে করেছি- তোমার জন্য কিছু?
যদি তুমি ভালোবেসে তুমি আমার হাত না ধরো-
জেনে রেখ চুরাশি ঘন্টা হরতাল ডাকবো ।
খুব দ্রুত সময় যাচ্ছে চলে, এখনও ঢের কথা আছে বাকি
আর করো না দেরী, জোছনা রাত হয়ে যাবে অন্ধকার
জোছনায় হবে মাখামাখি তোমার আমার অনন্তকাল
তোমার সঙ্গে আনন্দময় জীবন কাটাবো, হাত ধরো
কাছে আসো, ফুলের সৌরব দিয়ে সাজাবো জীবন।
( আমি কবি না। কবিতা লেখার ক্ষমতা আমার নেই। তারপরও বেশ কিছু দিন পর পর কবিতার মতন একটা কিছু না লিখলে ভালো লাগে না। দীর্ঘ দিনের অভ্যাস। দয়া করে সবাই আমার এই ইচ্ছাটুকু ক্ষমা সুন্দর চোখে দেখবেন।
সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।)
২| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৩৫
জেরিসেল বলেছেন: অসাধারন!!!!অসাধারন লাগল।++++
আপনার অনুমতি ছাড়াই আমার ইয়েকে .............লিখে পাঠালাম।
২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৫
রাজীব নুর বলেছেন: নিয়ে জান, কোনো অসুবিধা নাই। যেটা ভালো লাগবে নিয়ে যাবেন- বলার দরকার নাই।
©somewhere in net ltd.
১| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫
মহাপাগল বলেছেন: ভাল লাগলো, পিয়ারী পাঠিয়ে দিচ্ছি লেখাটি।