নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের তারিখটা খুব সুন্দর ১১/১২/১৩

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৫

আজ কি কোনো বিশেষ দিন? কি সুন্দর তারিখ- এগারো বারো তেরো! দেশের অবস্থা ভালো না, হরতাল অবরোধ চলছে। জাতিসংঘ থেকে তারানকো এসেও হরতাল-অবরোধ বন্ধ করতে পারলেন না। লোকটা গত পাঁচদিন ধরে সব দলের লোকদের সাথে অনেক মিটিং করলেন। খুবই পরিশ্রমী মানুষ। মাথার চুল গুলোও সব সময় আচড়ে রাখেন সুন্দর করে। কথা বলার সময় মুখে অল্প বিস্তর হাসি থাকে।আজ ১১-১২-১৩ ই রোজ বুধবার। এমন একটা অন্যরকম, দিনে সবাইকে জানাই, অনেক শুভেচ্ছা।



আজ কসাই কাদেরের ফাসি হওয়ার কথা ছিল না। কিন্তু হলো না! কাদেরমোল্লার বউ এর ভি চিহ্ন এর মানে কি ?ফাঁসীর দেড় ঘণ্টা আগে রায় কার্যকরী না করার বিচারিক নির্দেশ বেশ রহস্যময়। আমি এই ধরনের ঘটনা সিনেমাতে দেখেছি । এত সহজে কসাই কাদের পার পেলে চলবে? সত্যিই বিচিত্র এ দেশ ! সেলুকাস! কাদের মোল্লার মত নরপশু যেন বাংলাদেশে আর জন্ম গ্রহন না করে।



আর কয়দিন পর মহান বিজয় দিবস।বিএনপি বা আওয়ামী কে সমর্থন কর। কেননা এরা চোর হলেও মানুষ।কিন্তু কোনভাবেই জামায়াতকে সমর্থন নয়। কারণ এরা নির্লজ্জ পশু। জামাত শিবিরের জন্যই দেশটা অনেক পিছিয়ে আছে। প্রতিদিন হরতাল অবরোধে এই জামাত শিবির গাড়ি বাসে আগুন দিচ্ছে, দেশের সম্পদ নষ্ট করছে।



কবে যে দেশে শান্তি ফিরে আসবে ! আমার ভাবতে ভালো লাগে- আমাদের দেশটা হবে খুব আনন্দময়। কোথাও অশান্তি থাকবে না। সারা দেশে কেউ না খেয়ে থাকবে না। কোনো দুর্নীতিবাজ থাকবে না। চোর, ছিনতাইকারী থাকবে না। কোনো মা এবং শিশু অপুষ্টিতে ভুগবে না। কেউ না খেয়ে থাকবে না। দেশের সব রাজনীতিবিদরা সৎ হবেন।



আমার বিশ্বাস করতে ভালো লাগে- অল্প কিছু দিনের মধ্যে দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে। সব স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলে যাবে। সব পরীক্ষা সুন্দর ভাবে শেষ হবে। সেশন জটে পড়বে না ছাত্রছাত্রীরা। আর একটা বাসে আগুন লাগবে না। কেউ হরতাল দিবে না, কেউ অবরোধ দিবে না। সুন্দর সুষ্ঠভাবে নির্বাচন হয়ে যাবে।



আমাদের ধৈর্য হারালে চলবে না। সুন্দর সুন্দর স্বপ্ন দেখে যেতে হবে। তারপর একদিন সব স্বপ্ন সত্যি হয়ে যাবে। আমি আশাবাদী মানুষ। সুন্দর সময়ের জন্য অপেক্ষা করতে হয়- আমি অপেক্ষায় আছি। বুঝতে পারি সময় খুব দ্রুত যাচ্ছে।ফাঁসী না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান চলবে।



সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি — এই নদী নক্ষত্রের তলে

সেদিনো দেখিবে স্বপ্ন–সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে!

আমি চ’লে যাব ব’লে চালতাফুল কি আর ভিজিবে না শিশিরের জলে

নরম গন্ধের ঢেউয়ে? লক্ষ্মীপেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে?

সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে! (জীবনানন্দ)

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৪

কলাবাগান১ বলেছেন: আমেরিকায় ১১ই নভেম্বর লিখা হয় এভাবে ১২/১১/১৩ month before date
Unusual..............

১১ ই জুন, ২০১৯ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:২০

পরিবেশ বন্ধু বলেছেন: আসলেই তারিখ টা সুন্দর

১১ ই জুন, ২০১৯ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪২

সাদা মনের মানুষ বলেছেন: আজকে কিছু একটা করা উচিৎ, কি করি ? ও মনে পড়েছে, বাচ্চাদের পরিক্ষা শেষ, আজ শশুর বাড়ি যাবো :-B

১১ ই জুন, ২০১৯ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: ওকে

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১১

মোঃ আনারুল ইসলাম বলেছেন: পোস্ট ভালই হইসে। সুন্দর পোস্টে প্লাস জানিয়ে গেলাম।

১১ ই জুন, ২০১৯ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৫

ডরোথী সুমী বলেছেন: শুধু তারিখটাই সুন্দর আমাদের জন্য। দিনটাতো আর ভাল হল না।

১১ ই জুন, ২০১৯ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: তা ঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.