নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

গত ২৪ ঘন্টায় ব্লগ পড়ে যা জানলাম

০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৫



১। বিদেশে বসে দেশের কথা ভাবতে বড় ভালো লাগে।
এই টুকুই ব্যাস, আর কিছু না।

২। ১৬ কোটি মানুষের প্রিয় মাশরাফি।
এক সময় চিত্রা নদীতে সাঁতার কাটতেন নিয়মিত। নারকেল গাছে উঠে নিজেই ডাব পেরে খেতেন। চিত্রা নদীর ব্রিজের উপর হোন্ডা নিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ ছিল তার।
সৌরভ গাঙ্গুলী বলেছিলেন “ইশ! আমাদের যদি একটি মাশরাফি থাকতো!
একজন মাশরাফির বিকল্প পাওয়া শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। মানসিক কষ্ট বা আঘাত দিয়ে মাশরাফিকে বিদায় করার কোনও অধিকার আপনার নেই মি. পাপন। আপনাকে কেউ মনে রাখবে না, মাশরাফিকে কেউ ভুলবে না- কোনও দিন ভুলবে না...

৩। আমাদের জাতীয় সংগীতটা খুব অদ্ভুত!!
কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো—
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে।
মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি॥
-------বুকের মধ্যে কেমন হাহাকার করে উঠে। আমি যতবার শুনি- আমার চোখ ভিজে উঠে।

৪। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে উন্নীত করার যে রূপকল্প শেখ হাসিনার সরকার গ্রহণ করেছে তা বাস্তবায়নের পথে যে বাংলাদেশ এগিয়ে চলেছে এবং সে অগ্রযাত্রা যে দৃশ্যমান এবং স্পর্শযোগ্য তা বোধ করি সরকারের চরম নিন্দুকেরাও অস্বীকার করতে পারবে না।
যদিও শেখ হাসিনা মাহাথিরের মতো এখনো ২২ বছর প্রধানমন্ত্রিত্ব করেননি। বর্তমান সরকারের সবচাইতে বড় সাফল্য- উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখা।
জয় বাংলা।

৫। প্লেটো কবিদেরকে বস্তাবন্দি করে নির্বাসন দিতে চেয়েছিলেন।
কবি-সাহিত্যকদের লেখার সাথে তাদের জীবনে কাজের কোন মিল নেই- এই ছিল তাঁর ক্ষোভ।

৬। সুকন্যা নামে অনেক বছর আগে একটা কিশোরী মেয়ের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। খুব সাহসী মেয়ে। সে নিজে থেকেই একবার আমাকে খবর পাঠাল আমি যেন সন্ধ্যার পর তাদের বাড়ির ছাদে অপেক্ষা করি।
সারাদিন ভেবে ঠিক করে রাখলাম, ছাদের নির্জনতায় কি সব কথা বলব। কতটুকু আবেগ দেখাব। কোন পর্যায়ে হাতে হাত রাখব।
বাস্তবে কিছুই হলো না। প্রচন্ড ঝগড়া বেঁধে গেল।
সুকন্যা কাঁদো-কাঁদো গলায় বলল, ছোটলোক।
আমি কড়া গলায় বললাম, আমি ছোটলোক না, ছোটলোক হচ্ছো তুমি। শুধু তুমি একা না, তোমাদের বাড়ির সবাই ছোটলোক। এবং তোমার বড় চাচা একটা ইতর। রহমানকে দিয়ে তাকে মাইর খাওয়াবো।

৭। মালিবাগ থেকে গুলশান যাওয়ার পথে বাসে ঘুমিয়ে পড়লাম । ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম একটা বিচ্ছিরি চেহারার লোক ! আমি বললাম- আপনি কে ? লোকোটি বলল- আমি ঈশ্বর ! আমি বললাম যা- ভাগ ! ফাজিল ! বিচ্ছিরি চেহারার লোকটি চলে যেতে যেতে বলল- তোর খবর আছে ! উপরে এসে নাও !

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০২

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ভাই,এইগুলা কি ছিলো?

২| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৬

মোস্তফা সোহেল বলেছেন: সাত নাম্বারের সপ্নটা আপনার দেখা মনে হয় উচিৎ হয়নি। ইশ্বরকে নিয়ে মশকরা হয়ে গেলনা?

৩| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৮

আবু মুছা আল আজাদ বলেছেন: অনেক স্বপেন্রর সমাবেশ

৪| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৭

নতুন নকিব বলেছেন:



#মোস্তফা সোহেল বলেছেন: সাত নাম্বারের সপ্নটা আপনার দেখা মনে হয় উচিৎ হয়নি। ইশ্বরকে নিয়ে মশকরা হয়ে গেলনা?#

-রাজীব নুর,

কী যে হল!

৫| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভাইয়া... সব গুলো মাথার উপর দিয়ে গেল। কিছুই বুঝিনি।

আপনি ভালো আছেন তো?

০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৪

রাজীব নুর বলেছেন: জ্বী, আমি ভালো আছি।

৬| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বুঝলামনা কিচ্ছু।







ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

৭| ০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২১

সিফটিপিন বলেছেন: ছবিটা কোথা থেকে উঠেছেন?

৮| ০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৯

হাতুড়ে লেখক বলেছেন: ভাল্লাগছে। চখাম সখাম ব্যাপার স্যাপার।

৯| ০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩১

ধ্রুবক আলো বলেছেন: গত পোষ্টের মন্তব্যের প্রতিউত্তর দিয়েছিলেন!?

০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৫

রাজীব নুর বলেছেন: কেমন আছেন? সুস্থ থাকুন। ভালো থাকুন।

১০| ০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৬

অগ্নিবেশ বলেছেন: বেশ বেশ, বুদ্ধি কৈরা ঈশ্বরের উপর দিয়া কাম চালাইলেন। ঐহানে আল্লাহ লিখলে আপ্নের লাল দালানের ভাত খাওয়া লাগত।
তয় আপনার লেহার হাত ভালো, পড়ে আনন্দ পাই, ছবি দেখেও আনন্দ পাই। আপনি খুব হানসামু।

০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৬

রাজীব নুর বলেছেন: হায় হায়----

১১| ০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৯

বর্ষন হোমস বলেছেন:
সবই শিরোণামের খেলা

১২| ০৭ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:০১

চাঁদগাজী বলেছেন:


মাত্র ২৪ ঘন্টায় এত বেশী জানলে, আপনি স্টিফেন হকিং'কে হারায়ে দেবেন শীঘ্রই

১৩| ০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৬

নিশাত১২৩ বলেছেন: রাজিব নুর,
পাসওয়ার্ড হারিয়ে যাওয়ায় আসা হয়নি ব্লগে। আজ আপনার পোস্ট দেখে আমারও অনেক কিছু জানা হয়ে গেলো ।
ধন্যবাদ ।

১৪| ০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: Became pleased after reading this vital (Attractive also) post.

১৫| ০৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৪

রেজা এম বলেছেন: +++++++++++++++++++++++++++

১৬| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১:১৯

চাঁদগাজী বলেছেন:


@রূপক বিধৌত সাধু ,

আপনি কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.