নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

Who owns me? Who can own me?

২০ শে জুন, ২০১৭ সকাল ৯:২৬


দশ বছর আগের কথা। ক্যামেরা কাধে নিয়ে সারাদিন ঘুরতাম। একদিন খামার বাড়ির সামনে থেকে এই ছবি তুলি।

১। পৃথিবীকে সুন্দর করে সাজানোর জন্য কিছু মৃত মানুষ ফিরে আসা খুব দরকার।
আমি যদি বিজ্ঞানী হতাম তাহলে চেষ্টা করতাম এদের ফিরিয়ে আনতে- আইনস্টাইন, ডারউইন, সক্রেটিস, রবীন্দ্রনাথ এবং পীথাগোরাস। এখন যারা আছেন, তাদের দিয়ে সম্ভব নয়।
একদল মহৎ মৃত মানুষ ফিরে এসে সেমিনার করবে- সারা বিশ্বের মানুষ তা দেখবে। তাদের প্রচন্ড আলোড়নই শেষ পর্যন্ত জাগিয়ে তুলবে প্রবল জীবনতৃষ্ণা, মনুষ্যজীবনের শ্রেষ্ঠ বোধ শ্রেয়কে অনুসন্ধান ও প্রাপ্তির ক্ষান্তিহীন বাসনা।
মৃত মানুষদের ফিরিয়ে আনা খুব বেশি অসম্ভব নয়। মানুষকে পুনরায় সৃষ্টি করতে হলে- দেহের একটি পরমানু খুঁজে পেলেই হবে। এক একটা পরমানুর ভেতরে একটি করে জ্যান্ত মানুষ ধূলিরুপে মানুষের দেহে'ই লেগে থাকে। কাজেই কোটি কোটি অনু দিয়েই মৃত মানুষদের আবার পৃথিবীতে নিয়ে আসা সম্ভব।
আগে জানতে হবে- মানুষ কি? আসলে মানুষ বলতে কোনো কিছু নেই। কোটি কোটি এ্যাটম (Atom) একত্রে জড় করে মানুষ সৃষ্টি করা হয়েছে।
আমাদের মনে রাখতে হবে- ঈশ্বর সবসময়ই শুভ ও মঙ্গলের পক্ষে।

২। আপনি শুধু জুমআ’র নামাজই পড়েন কেন? আপনাকে কি আল্লাহ্‌ শুধু জুমার দিনেই আলো, বাতাস, পানি খাবার দিয়ে থাকেন? শনিবার দেন না? রবি, সোম, মঙ্গল সব দিনই তো দেন, সবদিন পরিপূর্ণ আল্লাহর নেয়মত ভোগ করেন, কিন্তু আল্লাহ্‌কে শুধু একদিনই স্মরণ করেন। এবার বলুন আপনি কি ঠিক পথে আছেন?
চলেন না ভাই মসজিদে যাই। মসজিদ হচ্ছে হেদায়েতের উপযুক্ত পরিবেশ। আল্লাহর রহমত প্রথমে নাযিল হয় মসজিদের ওপর। যারা মসজিদে যায় তারা আল্লাহর রহমত পায়।

৩। নেইল পলিশ ব্যবহার করার সময় তা ঢেকে রেখে ব্যবহার করুন। ঢাকনা খোলা রাখলে নেইল পলিশ শুকিয়ে যাবে। নেইল পলিশ শুকিয়ে গেলে তার মধ্যে গি্লসারিন অথবা রিমুভার ঢেলে ভালোভাবে ঝাঁকিয়ে নিন। দেখবেন আবার আগের মতো ব্যবহার করতে পারছেন।

৪। পৃথিবীর কোনও মানুষই একেবারে সাদা হতে পারে না। আর কালোর ছিটে বলে দ্বিতীয়জন যা মনে করে সেটা আবার তার কাছে কালো নাও মনে হতে পারে।

(বিঃ দ্রঃ একটা সুখবর আছে ব্লগারগন। চোখ রাখুন আমার পোষ্টে সুখবর জানতে সাথে। ধন্যবাদ।)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৭ সকাল ৯:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: আপনার লেখায় মাঝে মাঝে গাজাখুরি কথাবার্তা থাকে।
যেমন এই লেখায় ১ নংটায় আছে।

২| ২০ শে জুন, ২০১৭ সকাল ১০:০৭

তাতিয়ানা পোর্ট বলেছেন: Ki shukhobor?

৩| ২০ শে জুন, ২০১৭ সকাল ১০:৩১

শামচুল হক বলেছেন: মৃত মানুষদের ফিরিয়ে আনা খুব বেশি অসম্ভব নয়। মানুষকে পুনরায় সৃষ্টি করতে হলে- দেহের একটি পরমানু খুঁজে পেলেই হবে। এক একটা পরমানুর ভেতরে একটি করে জ্যান্ত মানুষ ধূলিরুপে মানুষের দেহে'ই লেগে থাকে। কাজেই কোটি কোটি অনু দিয়েই মৃত মানুষদের আবার পৃথিবীতে নিয়ে আসা সম্ভব।
আগে জানতে হবে- মানুষ কি? আসলে মানুষ বলতে কোনো কিছু নেই। কোটি কোটি এ্যাটম (Atom) একত্রে জড় করে মানুষ সৃষ্টি করা হয়েছে।


কোটি কোটি এ্যাটম দিয়ে যদি মানুষ তৈরী করা হয় তাহলে আত্মা কি দিয়ে তৈরী করা হয়েছে?

৪| ২০ শে জুন, ২০১৭ সকাল ১১:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: এক নং আসলেই গাঁজাখুরি কথা বার্তা
২ নম্বর অনেক ভাল লাগল

আর তিন নম্বর হলে নেইলপলিস দিলে ওযু হয় না। তাই নেইলপলিস মুসলিম মেয়েদের না দেয়াই ভাল। হয়তো নেইলপলিস উঠাানোর আলসেমিতে নামাযই কাযা হয়ে গেলো্

সুখবরটা কি তাড়াতাড়ি জানান দেখি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.