নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
'‘যখন ঈদের শাড়ি কেনার বয়স ছিল, তখন বাবা থাকতেন জেলে। আর ৭৫ এর হত্যাকাণ্ডের পর ঈদ আসেনি আমাদের জীবনে।’'
- মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা
২| ২৪ শে জুন, ২০১৭ রাত ১০:১৪
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর ,
আসলেই দুঃখজনক ভাবে সত্য ।
আপনাকেও ঈদ মোবারক ।
৩| ২৪ শে জুন, ২০১৭ রাত ১০:২৭
চাঁদগাজী বলেছেন:
ঈদের শুভেচ্ছা রলো আপনার ও আপনার পরিবারের জন্য
৪| ২৪ শে জুন, ২০১৭ রাত ১০:৩০
Taufik Alahi বলেছেন: সাধারন মানুষ কনভাট করার রাজনীতির মাষ্টার মাইন্ড আপনি।আর যাদের নিরবিচারে গুম,হত্যা করেছেন তাদের পরিবার কি ভাবে ঈদ কাটাচ্ছে
৫| ২৪ শে জুন, ২০১৭ রাত ১০:৩৭
চাঁদগাজী বলেছেন:
উনাকে দেশরত্ন বলার চেয়ে "আওয়ামী রত্ন" বলা ঠিক হবে হয়তো; উনার কাছে দেশের চেয়ে পার্টি বড়।
৬| ২৪ শে জুন, ২০১৭ রাত ১০:৪৮
তেল আবিব বলেছেন: গুড গুড ভেরি গুড!!!!!!!!
কেমন আছো ভাইয়ামনি!!!!!
৭| ২৪ শে জুন, ২০১৭ রাত ১১:১৭
আঁকবার বলেছেন: শেখ হাসিনা বা বেগম জিয়া এরা কেউ সত্যিকারে অর্থের কষ্টের কারণে কিন্তু ঈদে নতুন কাপড় কিনতে পারেন না এটা ভুল. . বাংলাদেশের এখনো অনেক পরিবার আছে ঈদে একটা নতুন কাপড় জোগাড় করতে না পারার কষ্টে কি ভাবে চটপট করে.. ক্ষমতার আসনে থাকার জন্য বেগম জিয়া বা শেখ হাসিনার এই ত্যগ সামান্য ------
৮| ২৪ শে জুন, ২০১৭ রাত ১১:৫২
ধ্রুবক আলো বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই,
রাজীব ভাই আপনাকে ঈদ মোবারক।
৯| ২৫ শে জুন, ২০১৭ ভোর ৪:৫২
জগতারন বলেছেন:
"পিপলস আর্মি"! নামটি সুন্দর ও অভিনব।
স্বাধীনতার পর, মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের সমন্ময়ে যে জনগন ছিল বাংদেশে তারা ছিলেন নিঃস্বারথ, দেশপ্রেমিক সাধারন জনগন। তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি তখন।
১০| ২৫ শে জুন, ২০১৭ ভোর ৫:৫১
ডঃ এম এ আলী বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৪ শে জুন, ২০১৭ রাত ১০:০৭
চাঁদগাজী বলেছেন:
উনার জন্য ঈদ ও অন্যান্য পারিবারিক উৎসবগুলো কস্টকর। স্বাধীনতার পর, মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের সমন্ময়ে শেখ সাহেব যদি "পিপলস আর্মি" গঠন করতেন, উনাকে এইভাবে অকালে প্রাণ হারাতে হতো না।