নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মানুষের মেরুদন্ডটি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে ...

২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১১



১। একটা চাবুক হাতে নিয়ে রাস্তায় নেমে পড়বো একদিন, তারপর যেখানে যত অন্যায়কারী দেখব, সবাইকে চাবুক কষাবো এক ঘা করে !

২। আধুনিক মানুষের চিন্তার জগত থেকে এই ঈশ্বর নামের বিদঘুটে বিশ্বাসটিকে একেবারে ফিনাইল দিয়ে ধুয়ে মুছে পরিস্কার করে ফেলা উচিত? ঈশ্বর নামে এই ভূতটাই তো মানুষের প্রধানতম শত্রু !

৩। "প্রত্যেক মানুষেরই একজন বেকুব বন্ধু থাকে ! আপনার যদি না থাকে, তাহলে বুঝে নিন আপনি নিজেই একটা বেকুব"।

৪।
বল্টু রাস্তায় হাঁটছিল, হঠাত তার পায়ের সাথে একটা পুরোনা দিনের প্রদীপ ঠোকর খেল। বল্টুর বুকটা আশায় দুলে উঠল! আশপাশে এক নজর তাকিয়ে দ্রুত প্রদীপটা পকেটে পুরে ফেলল।
একটু সামনে গিয়ে একটা নিরিবিলি জায়গা পেয়ে প্রদীপ টাতে জোরে ঘষা দিল ! এসব ক্ষেত্রে যা হয় আর কি ! সাথে সাথেই. . .
↓↓
↓↓
↓↓
↓↓
↓↓
↓↓
☆。★。☆。★
。☆ 。☆。☆
★。\|/。★
বুম! বুম! বুম! বুম!
★。/|\。★
。☆。 。☆。 ☆。 ★。 ☆ ★

শেষ খবর পাওয়া পর্যন্ত বল্টু সদর হাসপাতালে চিকিত্সাধীন আছে! আলাদীনের যুগ কি আর আছে রে ভাই!

৫। মাননীয় প্রধানমন্ত্রী যারা বেকার আছে তাদের চাকরী দেন অথবা বুড়িগঙ্গায় ফেলে দেন। যে কথাটা বারবার শুনছি সেটা হলো আমাদের প্রবৃদ্ধির হার সাড়ে ছয় হয়েছে। তার মানে অতীতের চাইতে অনেক ভাল আছি অর্থনৈতিক ভাবে। কিন্তু অর্থনীতি কতটা শক্ত অবস্থানে আছে তা বোঝা যায় বেকারত্বের হার দেখে।

৬।
১৯৭১ সালের একটি ছবি। রাজীবপুরের চরাঞ্চলে বেঙ্গল রেজিমেন্টের একদল যোদ্ধা অগ্রসর হচ্ছে পাকিস্তানীদের শক্র ঘাটি বাহাদুরবাদের দিকে। রাতেই আক্রমণ করা হবে। দলটির অধিনায়ক ছিলেন মেজর শাফায়াত জামিল (বীর বিক্রম)।
ছবিটি তুলেছেন সাংবাদিক হারুন হাবীব। আমি তার তোলা ছবি থেকে আমি কপি করেছি। তার বাসায় গিয়েছিলাম সাক্ষাৎকার নিতে।

৭।
সেলুকাস! কী বিচিত্র এই দেশ!

অভিধানে সেলুকাসের কোন অর্থ নেই। এই শব্দটা অদ্ভুত, বিচিত্র প্রভৃতি অর্থ প্রকাশে ব্যবহৃত হয়।
সেলুকাস (Seleucus) ছিলেন একজন গ্রীক বীর যোদ্ধা, আলেকজান্ডারের সেনাপতি, এবং আলেকজান্ডারের মৃত্যুর পর সফল শাসক।

গাড়ি মোড় নেয়ার সময় ট্রাফিক আইল্যান্ড ঘুরে যেতে হবে জেনেও কেউ কেউ দ্রুত যাওয়ার জন্য নিয়ম ভঙ্গ করে- তখন হতাশা প্রকাশে কেউ বলে থাকে সেলুকাস!

৮।কিছু মানুষের কর্মকাণ্ড দেখলে- চিৎকার করে বলতে ইচ্ছে করে- মানুষ তুমি এত খারাপ কেন?
আকাশের দিকে তাকালে বলতে ইচ্ছে করে- মানুষ তুমি এত খারাপ কেন?
রাস্তার ফুটপাত ধরে হাটলে বলতে ইচ্ছে করে- মানুষ তুমি এত খারাপ কেন?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:


ঈদ মোবারক।

মুক্তিযুদ্ধের ছবি আজও অনুপ্রেরণা দিয়ে যায়

২| ২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

sif afrin বলেছেন: আজাইরা আবেগ

৩| ২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

বিষাদ সময় বলেছেন: ১। একটা চাবুক হাতে নিয়ে রাস্তায় নেমে পড়বো একদিন, তারপর যেখানে যত অন্যায়কারী দেখব, সবাইকে চাবুক কষাবো এক ঘা করে !

নিজেই বিচারক, নিজেই শাস্তিদাতা হয়ে গেলেও কি অন্যায় হবে না?

২। আধুনিক মানুষের চিন্তার জগত থেকে এই ঈশ্বর নামের বিদঘুটে বিশ্বাসটিকে একেবারে ফিনাইল দিয়ে ধুয়ে মুছে পরিস্কার করে ফেলা উচিত? ঈশ্বর নামে এই ভূতটাই তো মানুষের প্রধানতম শত্রু !
তাহলে আর ঈদ মোবারক কেন? ঈদও তো ঈশ্বর প্রদত্ত দিন!!
ভাল থাকুন ইমোশন নিয়ন্ত্রনের চেষ্টা করুন। কারণ নিয়ন্ত্রনহীন ইমোশন এক বড় শত্রু। ধন্যবাদ।

৪| ২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

শায়মা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়ামনি!!!

৫| ২৫ শে জুন, ২০১৭ রাত ৮:৫২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ঈদ মোবারক ভাইজান।

সুরুভি ভাবী সহ আপনার দাওয়াত রইল।।।

৬| ২৫ শে জুন, ২০১৭ রাত ৯:৪৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা জানববেন প্রিয় ভাই.......... ঈদ মোবারক...!

৭| ২৬ শে জুন, ২০১৭ রাত ১২:৩৭

ডঃ এম এ আলী বলেছেন: ঈদ মোবারক

৮| ২৬ শে জুন, ২০১৭ রাত ৩:৪৪

রাখালছেলে বলেছেন: খুব ভাল বলেছেন । এক ও দুই মারাত্মক সত্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.