নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

শুভ সকাল

০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫৩

১। আপনার বাচ্চাকে হার্ডকোর মুমিন না বানিয়ে একজন ভালো বিবেকবান মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন। যদি বিবেক তৈরি হয়, তখন সে এমনিতেই সঠিক বেঠিক যাচাই করতে পারবে, নিজ ধর্ম সম্পর্কে শুদ্ধ জ্ঞ্যান অর্জনে অর্জিত করতে পারবে।

২। ক্ষমতাসীনেরা কখনো বিপদে পড়ে না, বিপদ হয় দেশের। ফেসবুকে এখন শত শত কমান্ডো, নিরাপত্তা বিশ্লেষক!

৩। পরকীয়া ও প্রেমের মজা কোথায় জানেন? দায়িত্ব না নিয়েই এঞ্জয় করা যায় .. আর সেটা করতে পারলে আর বিয়ে করার কি দরকার ... যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারলেই উদ্দেশ্য সাধন ...

৪। সারারাত বৃষ্টি হয়েছে আবার সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি আর বৃষ্টি।
ঘুম থেকে উঠার পর থেকেই মাথার ভেতর ''তোমার খোলা হাওয়া… লাগিয়ে পালে'' গানটা বাজছে। বেজেই যাচ্ছে।

৫। এক বাচ্চা তার দাদীর সাথে কথা বলছে:
বাচ্চা : দাদী,আমরা কি সবসময় ৫ জনই থেকে যাবো ? তুমি,আমি,আব্বু,আম্মু আর আপু ?
দাদী : না, যখন তুমি বিয়ে করবে তখন আমরা ৬জন হয়ে যাবো
বাচ্চা : তখন আপুর বিয়ে হয়ে গেলে তো আমরা আবার ৫জন হয়ে যাবো
দাদী : হুম, কিন্তু তোমার যখন বাচ্চা হবে তখন আমরা আবার ৬জন হয়ে যাবো
বাচ্চা : কিন্তু তারপর তুমি মরে গেলে আমরা আবার ৫জন হয়ে যাবো
দাদী : নালায়েক ছেলে, চুপ কর... থাপ্পড় দিয়ে তোর সব দাঁত ফেলে দিবো ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৩

জেকলেট বলেছেন: হার্ডকোর মুমিন বলতে কিছু নাই। কোন ধর্ম জানা স্কলার ই তথাকথিত হার্ডকোর মুমিন না। অন্তত ইসলাম এটা সমর্থন করেনা।

হাহাহাহা "নালায়েক ছেলে, চুপ কর... থাপ্পড় দিয়ে তোর সব দাঁত ফেলে দিবো"।

২| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আবারও উড়াধুরা পোস্ট; ভাল্লাগছে তবুও!

৩| ০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪১

সানহিমেল বলেছেন: শেষেরটা অস্থির হেইছে।

৪| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪০

বিএম বরকতউল্লাহ বলেছেন: খুব মজা পেলাম। যেখানে মজা আর আনন্দ সেখানেই সাহিত্য...

ধন্যবাদ নিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.