নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমি খুব খুতখুতে মানুষ। সবসময় পারি না, কিন্তু সবকিছু নিখুতভাবে করার চেষ্টা করি। অফিসে সব কাজ নিজে করে ফেলার চেষ্টা করি। বাসায় তেমন কিছু করি না। মাঝে মাঝে আনার খুলতে দিলে আমি এক ঘণ্টা লাগিয়ে প্রতিটি বিচি আলাদা করে খুলে পরিস্কার করি। মুক্তি বিরক্ত হয়ে টান দিয়ে নিয়ে ছুরি দিয়ে চার টুকরা করে ৫ মিনিটেই খুলে ফেলে।
এসব কারণেই আমার প্রিয় অ্যাথলেট অলিম্পিকের প্রথম পারফেক্ট টেন নাদিয়া কোমানিচি। মি. পারফেকসনিস্ট আমির খানও আমার প্রিয়। আরেকজন পারফেকসনিস্ট আয়শা লতিফকে দেখে ভালো লাগলো। পোচ করার সময় ডিমের কুসুম ভেঙ্গে যাওয়াটা উনি সইতে পারেননি। আহা বেচারির কী দোষ। উনি অবশ্য সব ব্যাপারেই পারফেকসনিস্ট। দেখুন কী নিখুতভাবে সেজেছেন। মারতেও পারেন নিখুতভাবে। ডিমের কুসুম ভেঙ্গে যাওয়াটা তার বিবেচনায় গুরুপাপ, তার নরম মন। তাই শিশু সাবিনাকে তিনি লঘুদন্ড দিয়েছেন। শিশু সাবিনার সারা গায়ে খুব আদর করে বিশ্বের মানচিত্র এঁকে দিয়েছেন। সাবিনার মুখে যেন অনেকগুলো ডিম।
একটা জিনিস বুঝলাম, দেখতে সুন্দর হলেই মানুষ সুন্দর হয় না। সৌন্দর্য্যটা অন্তর্গত। শিশু সাবিনার ছবিটা দেখার পর আয়শা লতিফের ছবিটা আমার কাছে মনে হচ্ছে বিশ্বের কুৎসিততম। এই পারফেকসনিস্টের জন্য একদলা থুথু। আমার থুথু তো আমার ঘৃণা। আইন যেন তার প্রাপ্য শাস্তি দেয়। শিশু গৃহকর্মীগের গায়ে যারা হাত তোলে, দেখতে মানুষের মত হলে তাদের আমার কাছে ঠিক মানুষ মনে হয় না।
(ফেসবুক থেকে)
২| ০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২৯
নতুন বলেছেন: যারা শিশু গায়ে যারা হাত তোলে, দেখতে মানুষের মত হলে তাদের আমার কাছে ঠিক মানুষ মনে হয় না।
৩| ০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৫
ভ্রমরের ডানা বলেছেন:
একই শাস্তি দেওয়া উচিত।
৪| ০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৭
দলছুট শালিক বলেছেন: এরাও নাকি মানুষ, এদের নাকি বসবাস সভ্য জগতে, অবাক লাগে। মানুষ কতটা নিষ্ঠুর হলে এমন হতে পারে। আমাদের মাঝ থেকে কি দিন দিন মমত্ববোধ, স্নেহ, ভালবাসাগুলো নির্বাষন হয়ে যাচ্ছে। আমারও একটা সন্তান আছে, আমরা কি পারবো আমাদের সন্তানকে এভাবে মারতে বা আঘাত করতে, অথবা আমার সন্তানকে কেউ এভাবে আঘাত করলে আমাদের কেমন লাগবে। আমরা কেন নিজেকে দিয়ে অন্যকে বিবেচনা করি না। সভ্য আর ভদ্রতার দাবিদার এই মানুষগুলো পশুর থেকে নিষ্ঠুর। কামনা করি এদের হাবিয়া দোযখের জন্য। এদের জন্য এটাই উপযুক্ত আবাসস্থল।
৫| ০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৪
হয়ত তোমারই জন্য বলেছেন: শুনেছি উনিও সন্তান সম্ভবা। কি করে পারলেন আরেক মায়ের সন্তানকে এভাবে নির্যাতন করতে। দেখেতো লাগে রবীন্দ্র সংগীত গায় ভিতরের চেহারাটা কত কুৎসিত। চটি মারা ছাড়াতো হাতের কাছে কিছু নাই, আইন একটা বাঁড়া, জায়গামতো শিথিল বেজায়গায় খাড়া...!
৬| ০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০২
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে সঠিকভাবে নারীর ক্ষমতায়ন হয়েছে: শেখ হাসিনা, রওশন এরশাদ, কি একটা শিরিন, মতিয়া চৌধুরী, সাজেদা খাতুনের সময় এখন; এই ছোট কিশোরী কেন অন্যের পরিবার চালাচ্ছে?
আমাদের ব্লগার "ভ্রমরের ডানা"র পজেটিভ ভাবনার রেশ বাড়ছে?
৭| ০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৩
চাঁদগাজী বলেছেন:
এই মহিলাকে বাধ্য করা হোক এই কিশোরীর স্কুল ও জিবীকার ভার নেয়ার।
৮| ০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৯
রাজীব নুর বলেছেন:
৯| ০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভদ্রতার আড়ালে শয়তান লুকিয়ে থাকে।
১০| ০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৬
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: সামান্য ডিম পোঁচ করতেও কাজের লোক লাগে এরকম বউ বিয়ে করে কোন গাধায়?
১১| ০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
ক্লে ডল বলেছেন: অমানুষ গুলোর বিচার হোক!
১২| ০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবাক লাগে গত ২৫/৩০ বছর ধরে এসব মেম সাহেবদের খবর মিডিয়াতে আসে ছবি সহ। তারপরও কমছে না। তবুও নতুন নতুন মেম সাহেবের দেখা পাই আমরা কিছুদিন পর পর। ঠিক যেমন সুমন/পিন্টুর পরও থেমে নেই গোপন ক্যামেরায় ভিডিও এবং 'ইন্টারকোর্স'...
১৩| ০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
শূন্যনীড় বলেছেন: জিনিশ টি সুন্দর, কিন্তু কাজটা করেছে জঘন্য। একে ফাঁসি দেয়া উচিৎ
১৪| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ৯:১১
ভ্রমরের ডানা বলেছেন:
@চাঁদগাজী সাহেব মিডিয়ায় যেগুলো আসেনা তাদের ব্যাপারে আপনি কতটুকু সচেতন! একজন পুলিশ রাস্তায় ২৩ জনের জীবন বাঁচিয়েছে। আপনি কোন দিন এমন পজেটিভিটি খব রে প্রতিক্রিয়া দেখিয়েছেন বলে মনে পড়ে না।
১৫| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১০:০০
উম্মে সায়মা বলেছেন: ডানা ভাইয়ের সাথে একমত। এই মহিলাকেও এভাবে শাস্তি দেয়া উচিৎ।
১৬| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১০:১১
পোটলা ভরা জল বলেছেন: ওরে প্রকাশ্য পিঠানো উচিত
১৭| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এই মহিলারে ফাঁসি দিলেও আমার ক্ষোভ কমবে না!!
ওর চেহারা আর কাজের আকাশ পাতাল তফাৎ!! কুৎসিত মনে অধিকারী সে, ছিঃ!
©somewhere in net ltd.
১| ০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২৮
মেহদী১০ বলেছেন: আয়শা লতিফটা কে?