নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমার বন্ধু শফিক ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল সে প্লেন চালাবে- কিন্তু হায় সে আজ সিএনজি চালায়। রাস্তায় কোথাও দেখা হলে- আমায় গন্তব্যে নামিয়ে দেয়। আমরা দুপুরে মিলে দুইজন একসাথে খাই।
একজন ভালো মানুষ জানে, সে ভালো। এবং একজন খারাপ, জানে সে খারাপ। মানুষ তোমার সম্পর্কে বিভিন্ন রকমের কথা বলবে। কারও কাছে আমি ভীষণ ভাব মারি, কারো কাছে আমি ভীষণ কিপটে, কারও কাছে আমি ভীষণ বেয়াদব, কারও কাছে যত নষ্টের গোড়া, কারো কাছে ভীষণ খারাপ...কারো কাছে এক আকাশ আনন্দ।
পৃথিবীতে যে সবচেয়ে বেশি আমাকে বোঝে, সে হল আমি নিজেই। আমিই জানি, আমি কাকে প্রকৃত ভাবে ঘৃণা করি এবং পছন্দ করি। আমি নিজেকে ভীষণ ভালো একটা ছেলে মনে করি। এবং এ ব্যাপারে আমি ১০০% নিশ্চিত।
একজন চৈনিক দার্শনিক বলেছিলেন-“যিনি নিজেকে জেনেছে সে প্রকৃত জ্ঞানী। আর যে অন্যকে জেনেছে সেজন চতুর”।
__________________________________________________________
এক হৃদয়বিদারক চাইনিজ প্রেমের গল্প ...
朣楢琴执㝧执瑩浻牡楧㩮㔱硰执㝧执獧浻牡楧敬瑦瀰絸朣 杢㑳执獧扻捡杫潲湵潣潬㩲昣昸昸㬸慢正牧畯摮椭慭敧 敷止瑩札慲楤湥楬敮牡氬晥⁴潴敬瑦戠瑯潴牦浯㡦㡦㡦潴 捥捥捥戻捡杫潲湵浩条㩥眭扥楫楬敮牡札慲楤湥潴昣昸 昸攣散散戻捡杫潲湵浩条㩥洭穯氭湩慥牧摡敩瑮琨灯㡦 㡦㡦捥捥捥㬩慢正牧畯摮椭慭敧獭氭湩慥牧摡敩瑮琨灯㡦 㡦㡦捥捥捥㬩慢正牧畯摮椭慭敧楬敮牡札慲楤湥潴昣昸 昸攣散散戻捡杫潲湵浩条㩥楬敮牡札慲楤湥潴昣昸昸攣 散散汩整㩲牰杯摩䐺䥘慭敧牔湡晳牯楍牣獯景牧摡敩瑮 猨慴瑲潃潬卲牴昣昸昸䔬摮潃潬卲牴攣散散㬩潢摲牥硰 猠汯摩⌠㙣㙣㙣搻獩汰祡戺潬正潭潢摲牥爭摡畩㩳瀲㭸漭 戭牯敤慲楤獵㈺硰敷止瑩戭牯敤慲楤獵㈺硰戻牯敤慲楤 獵㈺硰执獧搴摻獩汰祡戺潬正瀻獯瑩潩㩮敲慬楴敶执獧 搴筮楤灳慬㩹湩楬敮戭潬正漻敶晲潬
আমি তো কেঁদেই ফেলেছিলাম...যখন মেয়েটা বলল- 攣散散戻
২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪১
রাজীব নুর বলেছেন: পুরাই হিজিবিজি।
২| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৫
মানিজার বলেছেন:
১ মিনিট কান্না করে এরপর শান্তি পাইলাম ।
২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪২
রাজীব নুর বলেছেন: শান্তি পাওয়া গেছে এটাই বড় কথা।
৩| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চাইনিজ ভাষা কেন ভাই। ঠিক করে দিন।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫২
রাজীব নুর বলেছেন: সব ভাষাকেই আমাদের জানতে হবে। বুঝতে হবে।
৪| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১১
উদাস মাঝি বলেছেন: হৃদয়বিদারক এই গল্পটি পড়ে চোখে আর জল ধরে রাখতে পারলাম না ভাই ।
৫| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৩
এস ওয়াই গ্লোবাল এলটিডি বলেছেন: পোস্টটি পড়ে অনেক ভাল লাগল । শুভ কামনা রইল নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করার জন্য।
৬| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৬
মোঃ তানজিল আলম বলেছেন: এত কস্ট লুকিয়ে আছে এই গল্পের মধ্যে যে আমি না কেদে পারলাম না। আরো বেশি বেশি চাইনিজ গল্প লিখুন ।
আরেকটা কথা, গল্পের ভিতর আপনি এতো বেশি বানান ভুল করেছেন যে মডু আপনাকে যেকোনো সময় জেনারেল করে দিতে পারে।
২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:২৬
রাজীব নুর বলেছেন: আরও সাবধান থাকবো। যেন আর বানান ভুল না হয়।
৭| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৯
রায়হানুল এফ রাজ বলেছেন: হুম অনেক হৃদয়বিদারক।
৮| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নুর ভাই
শেষ পর্যন্ত আমাদের কাদিয়ে ছাড়লেন !!
হৃদয় বিদারক ঘটনাটি পড়ে খুবই মন খারপ হয়েছে।
২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:২৭
রাজীব নুর বলেছেন: আরে.। রি গল্প পড়ে বারাক ওবামা পর্যন্ত কেঁদেছেন।
৯| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৬
মেঘের সাথী বলেছেন: চাইনিজ না জানায় আজ এই অবস্থা। পড়ার আগ্রহ বেরে গেল। Translate করে পড়ে নিবো।
ভালো থাকবেন।
১০| ২০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার কী হয়েছে? মাত্রই শেষ পোস্টে আপনার ব্লগে কেন মন্তব্য পড়ে না সেটা নিয়ে অনুযোগ করলেন? এই পোস্টের শিরোনাম দেখেই আমি ধরে নিয়েছিলাম এটা ফেসবুক ফান হওয়া সেরকম কিছু্ হবে। তবু আপনার নামের উপর সুবিচার করে ঢুকলাম। সত্যিই আমি অবাক। আপনিও ফেসবুক থেকে এই কপি পেস্ট করলেন...
২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:২৭
রাজীব নুর বলেছেন: হাসির কিছু বা বিনোদনের কিছু বন্ধুদের সাথে শেয়ার করলাম।
১১| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: 你瘋了嗎?哈哈哈..感覺中國生氣
২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৬
রাজীব নুর বলেছেন: জ্বী ঠিকই বলেছেন।
১২| ২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৯
কাছের-মানুষ বলেছেন: কোথায় যেন শুনেছিলাম বা পড়েছিলাম একটা কথা একজন বিখ্যাত লোকের কথা
'তুমি নিজেকে যা মনে কর তুমি তা নও, লোকে তোমার সম্পর্কে যা মনে করে তুমি তাও নও, তুমি হচ্ছ তা যা তুমি মনে কর লোকজন তোমার সম্পর্কে কি মনে করছে, এরকম প্রত্যেকের কি ভাবছে, তুমি কি মনে কর, এই সম্মিলিতই ভাবনাই হচ্ছ তুমি '
যাইহোক নিজের জন্য লিখুন যদি লেখক হিসেবে গড়ে উঠতে চান যদি লাইক আর কমেন্টের পিছনে ছুটেন তাহলে এই ধরনের হেডলাইন ঠিক আছে।
২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪১
রাজীব নুর বলেছেন: আমি ভালো কিছু লিখতে চাই।
১৩| ২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: পৃথিবীতে যে সবচেয়ে বেশি আমাকে বোঝে, সে হল আমি নিজে। কথাটি ভাল লাগল।
২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৮
রাজীব নুর বলেছেন: এই কথাটা সবার বেলায়'ই সত্য।
১৪| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৭
ঢাকার লোক বলেছেন: 慬㩹湩楬敮戭潬正漻敶
২২ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪১
রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্যে চোখে পানিই চলে এলো।
©somewhere in net ltd.
১| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৩
আমি স্বপ্নদ্রষ্টা বলেছেন: হিজিবিজি হিজিবিজিহিজিবিজি ।