নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
কীর্তনখোলা নদী।
আমি আর সুরভি নৌকায় করে যাচ্ছি। নদী শান্ত। ঠান্ডা বাতাস। বাতাসে সুরভি'র শাড়ির আঁচল উড়ছে। মাঝি আপন মনে নৌকা এগিয়ে নিয়ে যাচ্ছে। সুন্দর বিকেল। শান্ত পরিবেশ।
আমাদের নৌকাটা যাচ্ছে নাম না জানা একটা গ্রামের পাশ দিয়ে। ছোট ছেলে-মেয়েরা নদীতে লাফা-লাফি করছে। একলোক তার মহিষকে গোছল করাচ্ছে। বেশ কয়েকজন গ্রামের মেয়ে কলসী কাঁখে নিয়ে নদী থেকে পানি নিয়ে যাচ্ছে। সুন্দর দৃশ।
হঠাত মুহূর্তের মধ্যে আকাশ ভরা মেঘ দেখা দিল। চারপাশ গাঢ় অন্ধকার হয়ে গেল। মাঝির মুখে আতঙ্ক। বলল, তুফান আইতাছে। ঠিক তখন'ই প্রচন্ড ঝড় শুরু হলো। ভয়াবহ অবস্থা। কিন্তু আমার একটুও ভয় করছে না।
আমরা দু'জন জানি না সাঁতার। আমি সুরভি'র হাত ধরলাম। আর কি আশ্চর্য, বিশাল এক ঢেউ এসে আমাদের নৌকাটা উলটে দিল। আমরা পানিতে তলিয়ে যাচ্ছি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মৃত্যু এত সুন্দর। স্বচ্ছ পবিত্র!
ঠিক তখন আমার ঘুম ভাঙল। দেখি, ঘুমের মধ্যে সুরভি আমার হাত ধরে রেখেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ভোর সাড়ে চারটা। সুরভি'কে ঘরে রেখে আমি ছাদে গেলাম। অনেকদিন ভোরের আকাশ দেখি না। ভোরের আকাশ দেখা দারুন একটা ব্যাপার।
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬
ওমেরা বলেছেন: আপনি কিন্ত আবার আগের অবস্থানে চলে যাচ্ছেন ভাইয়া।
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮
সেয়ানা পাগল বলেছেন: @ রাজীব ভাই।
ব্লগে নিজের ব্যক্তিগত ছবি পোস্ট করা, নিজের বিজ্ঞাপন করার সামিল।
এর পিছনে আপনার নিজের লজিক কি?
০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩১
রাজীব নুর বলেছেন: গল্পটা আমার আর সুরভি'র। তাই মিল রেখে আমাদের একটা ছবি দিলাম।
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সংক্ষেপে ভালো হয়েছে।
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০১
চাঁদগাজী বলেছেন:
"ঠিক তখন আমার ঘুম ভাঙল। দেখি, ঘুমের মধ্যে সুরভি আমার হাত ধরে রেখেছে। "
- গল্পটার শুরুতে স্বপ্ন নিয়ে গল্প লিখলে, পাঠকরা এটা সুন্দর স্বপ্নের গল্প হিসেবে পড়বেন।
©somewhere in net ltd.
১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪
ভ্রমরের ডানা বলেছেন:
স্বপ্নে আপনি ইতিহাস করে ফেলেছেন.... প্রকাশটা বেশ চমৎকার...