নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

যদি তুমি মনে করো পরাজিত, তাহলে তুমি পরাজিত

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৩

১। কাক বসেছিল গাছের ডালে। নিচে দিয়ে হেঁটে যাচ্ছিল খরগোশ...
:- কিরে কাক, তুই কী করছিস?
: কিছুই না। এমনি বসে আছি।
:- বেশ মজা তো ! আমিও বসে থাকি কিছু না করে ?
: থাক।
হাত-পা গুটিয়ে খরগোশ বসল গাছের গোড়ায়। ঝোপের আড়াল থেকে খেঁকশিয়াল দেখল, খরগোশ বসে আছে চুপচাপ। ঝাঁপিয়ে পড়ে তাকে খেয়ে গিলে ফেলল সে।
পুরো ঘটনাটাই কাক দেখল গাছের ডালে বসে এবং ভাবল, খরগোশকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম--
"কিছু না করে বসে থাকলে চলে কেবল তাদেরই যারা বসে থাকে উপরে"।

২। : কী করে, তোর নাকি শুনলাম বউয়ের সাথে মাসে তিরিশ দিনই কথা বন্ধ থাকে?
: না, ঊনত্রিশ দিন।
: মানে ???
: বেতন যেদিন পাই সেদিন ঘরে ঢোকার পরই স্ত্রী হাত বাড়িয়ে দিয়ে বলে- ‘দে’ ।

৩। ক্যাপিট্যা্লিজমের মূল লক্ষ্যই হলো দুর্বল রাষ্ট্রগুলিকে শোষণ করা । কিন্তু কিছু ফাজিল বলে থাকেন, এটা শোষণ নয় প্রতযোগিতা।

৪। কোরিয়ানরা যে শুধু রোমান্টিক মুভি বানাতে পারে তা কিন্তু নয়, তারা থ্রিলার, হরর, অ্যাকশন মুভির পাশাপাশি জীবনস্পর্শী মুভিও খুব ভালো বানাতে পারে। 'ম্যারাথন' মুভিটা দেখুন। আজই দেখুন।

৫। এক গাধা হঠাৎ একদিন আলাদীন এর প্রদীপ পাইয়া গেল !!
প্রদীপের দৈত্যকে বললঃ " আমাকে এমন এক গাড়ি দাও যা মেয়েতে ভর্তি থাকবে, আর এমন একটি পকেট দাও, যা ভর্তি টাকা থাকবে !"
দৈত্যঃ ঠিক আছে তবে তাই হোক। কাল থেকে তুই "ইডেন কলেজ" এর যাওয়া আসার বাসের কন্ট্রাক্টরি করবি!!

৬। ফেসবুকে একজনের চমৎকার স্ট্যাটাস দেখেছিলাম। ফটোশপ দিয়ে কবিতা লেখা গেলে দেশে ফটোগ্রাফার নয়, কবির সংখ্যা বেশি হতো। আমার ধারনা ফটোগ্রাফার হয়ে ফটোশপ ব্যবহার করা জায়েজ শুধুমাত্র যদি আপনার ছবিটা ৯৫% নিখুঁত, বাকি ৫% না শুধরালেই নয়।

মন্তব্য ৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৭

বিজন রয় বলেছেন: জ্ঞানী পোস্ট!!!

কেমন আছেন?

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২২

রাজীব নুর বলেছেন: দু;টো ডাল ভাত খেয়ে বেঁচে আছি।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩০

মোস্তফা সোহেল বলেছেন: পোষ্ট ভাল লেগেছে। রাজীব ভাই ভাত খাওয়া কমান। ভাত না খেয়ে কি ভাবে বেঁচে থাকা যায় সেটা বের করুন।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :(






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাল লিখছেন। এগুলো পাইলেন কই?

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

রাজীব নুর বলেছেন: সংগ্রহ।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৫

মানিজার বলেছেন: এইসকল জ্ঞান পাইয়া ধইন্য হইলাম ।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৮

রেইড ইন স্কাই বলেছেন: ভাল

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪১

কথাকথিকেথিকথন বলেছেন:



সুন্দর পর্যবেক্ষণ । ভাল লেগেছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.