নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। ব্যক্তিত্বহীন হওয়ার অসুবিধে অনেক আছে, আবার সুবিধেও কি আর কিছু নেই ! ব্যক্তিহীন মানুষদের সঙ্গ বেশির ভাগ মানুষই পছন্দ করে । কেননা, তারা সব কথাতেই সায় দেয়, অকারণে অন্যায্য প্রশংসা করে এবং হাবিজাবি কথাও মন দিয়ে শোনে । চালাক মানুষ গুলো নিজের ইচ্ছে মতো চালানোর জন্য এসব ব্যক্তিত্বহীন লোককে সব সময়েই সঙ্গী হিসেবে চায় । চালাক মানুষের সস্তা ইচ্ছা পূরণের সাহায্য করে বলেই কিছু দয়া ও দাক্ষিণ্য তারা পেয়ে থাকে ।
২। কিডনি নষ্টের ১০টি অনিয়ম !
১. প্রস্রাব আটকে রাখা।
২. পর্যাপ্ত পানি পান না করা।
৩. অতিরিক্ত লবন খাওয়া।
৪. যেকোন সংক্রমনের দ্রুত চিকিৎসা না করা।
৫. মাংস বেশি খাওয়া।
৬. প্রয়োজনের তুলনায় কম খাওয়া।
৭. অপরিমিত ব্যথার ওষুধ সেবন।
৮. ওষুধে সেবনে অনিয়ম।
৯. অতিরিক্ত মদ খাওয়া।
১০. পর্যাপ্ত বিশ্রাম না নেওয়া।
৩। বয়স কমানোর টিপস্ !
১. সপ্তাহে তিন দিন রাতে ভালো মানের মধু খান ও চেহারায় মেখে ধুয়ে ফেলুন।
২. পছন্দের বা বিনোদনমূলক স্থানগুলো ভ্রমণ করুন।
৩. প্রিয় মানুষের সাথে বেশী সময় কাটান।
৪. ইতিবাচক চিন্তা করুন। নেতিবাচক চিন্তা চেহারায় বসয়ের ছাপ ফেলে।
৫. সুযোগ পেলে নাচুন এবং হাসুন, গান শুনুন, বই পড়ুন, আকাশ দেখুন।
৬. আরাম করে ঘুমান, প্রচুর ফল খান এবং ভালো মানুষদের সাথে মিশুন।
৪। তিনটি তথ্যই সমান গুরুত্বপূর্ণ। বলতে হবে মেয়ে তিনটির বয়স কত...
১। তিন মেয়ের বয়সের গুনফল ৩৬।
২। বয়সের যোগফল বলে দিলেও বয়স বের করা যাবে না।
৩। সবচেয়ে বড় মেয়েটা কুকুর পুষতে পছন্দ করে ?
৫। দুটি হাঁসের পিছনে একটি হাঁস, দুটি হাঁসের সামনে একটি হাঁস, এবং দুটি হাঁসের মাঝখানে একটি হাঁস। মোট ক’টি হাঁস রয়েছে?
৬। কার দিকে তুমি গুলি ছুঁড়ছো হে,
এখানে সবাই মানুষ!
তুমি কে?
তুমি কি গ্রহান্তরের দলছুট?
তোমার কখনও ছিল না কি কোনো শৈশব?
তুমি কি কখনো দেখনি মাটিতে ঘুমন্ত কোনো শিশু?
জানালার ধারে দাঁড়ানো, একলা, শূন্য দৃষ্টি নারী?
‘কার দিকে গুলি ছুঁড়ছো হে,
এখানে সবাই মানুষ!
- সুনীল গঙ্গোপাধ্যায়
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১২
মোস্তফা সোহেল বলেছেন: রাজীব ভাই হাতির কথা কইয়া এই সব কি শুনাইলেন!
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৩
রাজীব নুর বলেছেন: এটাই তো মজা।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৪
জাহিদ অনিক বলেছেন: মেয়ে তিনটির বয়স হবে, ৯,২,২ বছর ।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ২। কিডনি নষ্টের মূল কারণ- খুব গুরুত্বপূর্ণ। আমি এর মূল্য বুঝেছি নিজের জীবন থেকে। সবাইকে এগুলো মনে রাখার ও মেনে চলার অনুরোধ করছি। আপনাকে ধন্যবাদ এ বিষয়ে হাইলাইট করার জন্য।
৪। বয়স হবে, ১, ২ ও ১৮। বড়ো মেয়েটি কুকুর পুষতে পছন্দ করে, তার মানে সে এডাল্ট। তার বয়স ১৮ হওয়া বাঞ্ছনীয়। অন্যান্য অপশনঃ
১, ৩, ১২ (১২ বছরের মেয়েও হয়ত কুকুর পুষতে পারবে)
১, ৪, ৯ (৯ বছরের মেয়ের জন্য কুকুর পোষা খুবই কষ্টকর)
২, ২, ৯ (৯ বছরের মেয়ের জন্য কুকুর পোষা খুবই কষ্টকর)
৩, ৩, ৪ (কুকুর এদের মাথায় নিয়ে নাচবে)
৫। হাঁসের বাচ্চা হাঁসগুলো চক্রাকারে ঘুরছে। ৩টা। এগুলো বাচ্চাকালের ধাঁধা। তবে বড়োকালেও মজা পাইলাম।
এখানে বুইড়া বাচ্চাদের জন্য কিছু সহজ ধাঁধা আছে। দেখেন কয়টা পারেন
ও ভালো কথা। আপনি কিন্তু কমেন্টের উত্তর দেওয়া বন্ধ কইরা দিছেন রাজীব নুর ভাই। এটা একটা টেস্ট কমেন্ট আপনার পোস্টে
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০০
রাজীব নুর বলেছেন: কেমন আছেন আপনি?
আপনি আমার কোনো পোষ্টে মন্তব্য করলেই আমার খূশি খুশি লাগে।
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৯
চাঁদগাজী বলেছেন:
হাতীরা নিজের দলের (পরিবারের) সবাইকে চিনে ও দীর্ঘ সময় পরে দেখা হলেও চিনতে পারে।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০১
রাজীব নুর বলেছেন: এই তথ্যটা জানা ছিল না।
কিভাবে চিনে? গন্ধ দিয়ে?
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩১
সোহানী বলেছেন: ধাধা আমার কাছে বরাবরই কঠিন.....
সাবধান বানী যথার্থ.......
ছাই ভাইয়ের কমেন্টে + সাথে আপনার হাতি লিখায় ও......
©somewhere in net ltd.
১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৯
গ্রীনলাভার বলেছেন: ৫ নম্বরের উত্তর ৩।
৪ নম্বর নিয়ে আমি সন্দিহান। ২, ৩ এবং ৬ হতে পারে।